মেন্যু
ek dighol dine nobiji

এক দিঘল দিনে নবিজি ﷺ

পৃষ্ঠা : 160, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 2nd edition October 2021
আইএসবিএন : 978-984-95013-8-1
এই তো খেজুর গাছের শহর। প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর। এখানেই তাঁর হৃদয়ের বসত। যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ। এই শহর, শহরের মানুষ আর প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড়... আরো পড়ুন
পরিমাণ

180  250 (28% ছাড়ে)

ফ্রি আইটেম যা যা পাচ্ছেন -
একনজরে সিরাহ কার্ড [GIFT]
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

26 রিভিউ এবং রেটিং - এক দিঘল দিনে নবিজি ﷺ

5.0
Based on 26 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
Showing 26 of 26 reviews (5 star). See all 26 reviews
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    M. Hasan Sifat:

    “নবিজি” ! শব্দটা শুনলেই হৃদয়ে কেমন একটা ঢেউ খেলে যায় । এক অন্যরকম অনুভূতি এসে ভীড় জমায় হৃদয়ের গহীনে । একটা মানুষ, যাকে কখনো দেখিনি – তাঁর প্রতি এ যেন এক অদ্ভুত ভালোবাসা ।
    আচ্ছা তাঁর সকালবেলাটা কেমন ছিল ?? দুপর, বিকেল, রাত, গহীন রাত সেগুলো ??
    কীভাবে কাটিয়েছেন তিনি ঘরে-বাইরে, পরিবার-সাহাবীদের মাঝে ? তাঁর পুরো একটা দীঘল দিন কি আপনি চোখের সামনে দেখতে চান ? পুরো একটা দিন কি নবিজির সাথে কাটাতে চান ? তাহলে, “এক দীঘল দিনে নবিজি” বইটির পাতায় আপনাকে ডুব দিতে হবে ।

    এই বইটি মূলত কোনো সিরাতগ্রন্থ না । একজন মুসলিম কীভাবে তার প্রাত্যহিক জীবনকে নববি সুন্নাতের আলোকে সাজাতে পারে, প্রতিটা মূহুর্তকে প্রোডাক্টিভ করতে পারে– সে শিক্ষা নিয়ে রচিত । বইটিতে নবিজির ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি আমল,আযকার,আখলাক গুলো ক্রমান্বয়ে গল্পের ধাঁচে সাজানো হয়েছে । বইটি পড়লে মনে হবে, প্রতিটি ঘটনা নিজের চোখের সামনে ঘটছে । তবে বইয়ে যে ঘটনাগুলোর সন্নিবেশ ঘটানো হয়েছে তার সবই একদিনে হয়নি । একদিন যা হয়েছে, অন্যদিন তা হয়নি বা প্রতিদিন হয়নি । সবগুলো মিলে একটা পূর্নাঙ্গ দিনের চিত্র উঠে এসেছে । নিত্যদিনের ঘটনাগুলোর দিক থেকে ভিন্ন একটি দৃষ্টিকোণ উপস্থাপিত হয়েছে এ বইয়ে ।

    বইটি থেকে আপনি নবিজীবনের একটি পূর্নাঙ্গ দিন এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখতে পারবেন । বইয়ের শেষ অধ্যায়টির নাম “খোরাকি” । আসলেই এই অধ্যায়ে অন্তরের খোরাকি আছে । পাঠক পড়লেই সেটা অনুভব করতে পারবে ।

    বইয়ের মূল লেখক–শাইখ “আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরি” । লেখক সম্পর্কে বইয়ের ফ্ল্যাপে বিস্তারিত আলোচনা আছে ।

    বইটি মূলত ইংরেজি থেকে অনুবাদ করা । ইংরেজি থেকে করা হলেও পরবর্তীতে আরবী মূল কপির সাথে হালনাগাদ ও শার’ঈ সম্পাদনা করা হয় । অনুবাদ করেছেন– মাসুদ শরীফ । অনুবাদ ভাল লেগেছে । অনুবাদে সাহিত্যের ঘ্রান পাওয়া গেছে । সাহিত্যমানে বইটি একটি নতুন মাত্রা পেয়েছে । তবে, “কইতেন”/”শুধালেন” শব্দগুলোর ব্যবহার কেন যেন পড়তে গিয়ে ভাল লাগেনি । পড়ার মাঝে একটা ছন্দ হারিয়ে ফেলেছি । এটা হয়তো আমার কাছে এরকম লেগেছে, অন্য কারো কাছে নাও লাগতে পারে । বইটিতে সম্ভবত দুইটা বানান ভুল দেখেছিলাম । বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসা পাওয়ার দাবী রাখে । পৃষ্ঠামান, সাজসজ্জাও প্রশংসনীয় । কাভারের ফ্লাপের লেখাগুলোতে যে বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে সেগুলোও ভাল লেগেছে । বিশেষ করে বইয়ের নামের ফন্টটা বেশি ভাল লেগেছে । বারবার লেখাটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করেছে । প্রচ্ছদের ডিজাইনও নজরকাড়া । প্রচ্ছদে পাহাড়,মেঘ আর উটের আবছা দৃশ্যে চমৎকার একটা দৃশ্যপট তৈরি হয়েছে । বইটা হাতে নিয়ে দেখতেই ভালো লাগে । প্রচ্ছদ করেছে “মহিউদ্দিন রূপম” ।
    বইয়ের তথ্যপুঞ্জী দেখে অনেক পাঠকই অবাক হয়ে যেতে পারে । লেখক তথ্যপুঞ্জীতে প্রতিটি কথার সূত্র উল্লেখের ব্যাপারে বেশ মুনশিয়ানা দেখিয়েছেন । অবশ্য এতবড় তথ্যপুঞ্জীর কারনে বইটি কলেবর একটু বৃদ্ধি পেয়ে গেছে । এই বৃদ্ধি পাওয়ার কারনটা প্রকাশক আরেকটু বিস্তারিত আলোচনা করলে, পাঠকদের বিষয়টা বুঝতে সুবিধা হতো ।
    ==============================
    .
    আমাদের নবিজি হচ্ছেন জীবন্ত কুরআন । কুরআনে যে বিষয়গুলো থিওরি আকারে আছে, নবিজির জীবনের দিকে তাকালে সেটাই জীবন্ত হয়ে ওঠে । এ বইতেও নবিজির সেই জীবনের অমূল্য দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে ।
    বাংলায় সম্পূর্ন ভিন্ন ধাঁচের একটা বই উপহার দেয়ায় “ওয়াফি পাবলিকেশন”-কে ধন্যবাদ । আল্লাহ্ যেন তাদের কাজগুলোকে আরো সুন্দর করে দেন । আমিন !
    =
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মাসুদুর রহমান:

    গত দুই বছর ধরে বই সংগ্রহ ও পড়ছি। রাসুলের জীবনী পড়তে খুবই ভাল লাগে। ইতিমধ্যে বেশ কিছু পড়া হয়েছে।তারপর ও এই বইয়ের প্রচ্ছদ দেখে বইটি নিলাম। প্রাত্যহিক জীবনে রাসূলের কাজ গুলো লেখক সুন্দর করে দালিলিক ভাবে উপস্থাপন করেছেন। একেক সীরাহ গ্রন্থের আবেদন একেক রকম। রাসূলের জীবনী যতই পড়া হয় ততবারই নতুন লাগে। বইটি পড়ার সময় একঘেয়েমি লাগেনা বরং পরবর্তী অধ্যায়ে কি আছে জানার জন্য মন ছটফট করে। মূল লেখক,অনুবাদক ও প্রকাশনীকে আল্লাহ্‌ উভয় জাহানে উত্তম প্রতিদান দিন।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Tareq Aziz:

    বইটি হচ্ছে রাসূল ( সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর চব্বিশ ঘণ্টা সময় কাটানোর ‘গড়’ নিয়ে। ঠিক কীভাবে রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সকাল থেকে সন্ধ্যার সময়টা কাটাতেন, তার বিবরণ নিয়ে। হাদীস থেকে অঝোস্র রেফারেন্সের ভাণ্ডার যুক্ত করা হয়েছে বইটিতে। কোন ঘটনা যে অসত্য নয় সেটা প্রমাণে লেখক খুব কষ্ট করেছেন। প্রচুর হাদিস ঘাটাঘাটি করেছেন।
    ঠিক একুশটা পরিচ্ছেদ দিয়ে রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ২৪ ঘণ্টার ‘গড়’ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ২৪ ঘণ্টার ‘গড়কে’ একুশ ভাগে ভাগ করা হয়েছে বইটির মাধ্যমে। এই বইটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর অনুবাদ। এত সুন্দর বাংলা ভাষায়- রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে নিয়ে কথা বলা বই আর দেখিনি। এই প্রশংসার মান একজন পাঠক তখনি বুঝবেন যখন তিনি বইটি পড়বেন।
    0 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    সাফওয়াত আহমেদ ওয়াসী:

    আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আমাকে এই বইটি পড়ার তৌফিক দিয়েছেন। খুবই চমতকার বই। বই যিনি লিখেছেন এবং যিনি অনুবাদ করেছেন তাদের আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিন। বইয়ের ভাষা খুবই হৃদয়গ্রাহী। সত্যি বলতে বইটি পড়ে মনে হচ্ছে আমি যেন স্বয়ং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে চোখের সামনে দেখছি! বইটা পড়ে নিজের ভেতর নতুন করে কিছু সুন্নাহ পালনের উতসাহ পাবেন নিশ্চিত।
    2 out of 2 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Md. Liaquat Ali Shahin:

    Ahamdulillah…… Muslim der ai durdine wafi life ja korse ta ek kothai oshadharon… “EK DIKGHOL DINE NABIJI” Oshadharon ekti boi…..Doa thaklo…..
    Was this review helpful to you?
    Yes
    No
Top