এক দিঘল দিনে নবিজি ﷺ
এই তো খেজুর গাছের শহর। প্রাণচঞ্চল হৃদয়গুলোর শহর। এখানেই তাঁর হৃদয়ের বসত। যখন এসেছিলেন দীপ্তিময় হয়ে উঠেছিল শহরের প্রতিটি কোণ। এই শহর, শহরের মানুষ আর প্রকৃতি তাকে জড়িয়ে নিয়েছিল নিবিড় করে। খানিক দূরে ব্যথার স্মৃতিমোড়া সেই উহুদ পাহাড়, কত ভালোবাসার টান এর সঙ্গে। শহরপুরীর প্রতিটা অলিগলির কাছে অতি আপন তাঁর পায়ের চিহ্ন। অনতিকাল পর এখানেই গড়ে উঠবে তাঁর মাসজিদ, সঙ্গে লাগোয়া ছোট্ট একটি কুটির। এই মাসজিদের আঙিনাতে তাকে ঘিরে জড়ো হবে সেই মহান একদল মানুষ, যারা তাঁর অনুসরণে উদগ্রীব। তিনি হবেন তাদের ছায়াসঙ্গী। তবে সবচেয়ে মধুর সম্পর্কটি হবে আল্লাহর সঙ্গে।
.
আমরা আজ নবিজি ﷺ-এর সাথে কাটাব সকাল থেকে সন্ধ্যা। দেখব তাঁর প্রতিটি নিমেষ। চোখ মেলে অবলোকন করব তাঁর মহৎ অথচ সাদাসিধে জীবন। তাঁর ব্যস্তময় দিনমানে ছড়িয়ে আছে স্বতঃস্ফূর্ততা। সবকিছুর মাঝে আছে ঐকতান। কত খোরাক ছড়িয়ে আছে সেথায় আমাদের জন্য।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳245 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotআর রাহীকুল মাখতূম
প্রকাশনী : তাওহীদ পাবলিকেশন্স750 ৳525 ৳আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। ...
-
hotনবি জীবনের গল্প
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন245 ৳179 ৳আরিফ আজাদের নতুন বই 'নবি জীবনের ...
-
hotরাসূলের চোখে দুনিয়া (কিতাবুয যুহদ) (হার্ড কভার)
লেখক : ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)প্রকাশনী : মাকতাবাতুল বায়ান275 ৳201 ৳দুনিয়া এক রহস্যঘেরা জায়গা। এখানে মানুষ ...
-
hotআস-সুন্নাহ প্যাকেজ (৩টি বই একত্রে)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স1,290 ৳903 ৳উস্তাদ মুহাম্মাদ হুবলস বলেন, "আমরা রসূল ...
-
featureপ্রোডাক্টিভ মুসলিম
লেখক : মোহাম্মাদ ফারিসপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স280 ৳‘প্রোডাক্টিভ মুসলিম’ একটি আত্মোন্নয়নমূলক বই। বইটির ...
-
hotতিনিই আমার রব
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন290 ৳212 ৳প্রকাশকের কথা: বইটির রচয়িতা শায়খ আলী জাবের ...
-
save offকুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স360 ৳252 ৳পৃষ্ঠা: ৩৬৮ কভার: হার্ড কভার 'সতর' এর সংজ্ঞা ...
-
M. Hasan Sifat – :
আচ্ছা তাঁর সকালবেলাটা কেমন ছিল ?? দুপর, বিকেল, রাত, গহীন রাত সেগুলো ??
কীভাবে কাটিয়েছেন তিনি ঘরে-বাইরে, পরিবার-সাহাবীদের মাঝে ? তাঁর পুরো একটা দীঘল দিন কি আপনি চোখের সামনে দেখতে চান ? পুরো একটা দিন কি নবিজির সাথে কাটাতে চান ? তাহলে, “এক দীঘল দিনে নবিজি” বইটির পাতায় আপনাকে ডুব দিতে হবে ।
–
এই বইটি মূলত কোনো সিরাতগ্রন্থ না । একজন মুসলিম কীভাবে তার প্রাত্যহিক জীবনকে নববি সুন্নাতের আলোকে সাজাতে পারে, প্রতিটা মূহুর্তকে প্রোডাক্টিভ করতে পারে– সে শিক্ষা নিয়ে রচিত । বইটিতে নবিজির ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি আমল,আযকার,আখলাক গুলো ক্রমান্বয়ে গল্পের ধাঁচে সাজানো হয়েছে । বইটি পড়লে মনে হবে, প্রতিটি ঘটনা নিজের চোখের সামনে ঘটছে । তবে বইয়ে যে ঘটনাগুলোর সন্নিবেশ ঘটানো হয়েছে তার সবই একদিনে হয়নি । একদিন যা হয়েছে, অন্যদিন তা হয়নি বা প্রতিদিন হয়নি । সবগুলো মিলে একটা পূর্নাঙ্গ দিনের চিত্র উঠে এসেছে । নিত্যদিনের ঘটনাগুলোর দিক থেকে ভিন্ন একটি দৃষ্টিকোণ উপস্থাপিত হয়েছে এ বইয়ে ।
–
বইটি থেকে আপনি নবিজীবনের একটি পূর্নাঙ্গ দিন এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি দেখতে পারবেন । বইয়ের শেষ অধ্যায়টির নাম “খোরাকি” । আসলেই এই অধ্যায়ে অন্তরের খোরাকি আছে । পাঠক পড়লেই সেটা অনুভব করতে পারবে ।
–
বইয়ের মূল লেখক–শাইখ “আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরি” । লেখক সম্পর্কে বইয়ের ফ্ল্যাপে বিস্তারিত আলোচনা আছে ।
–
বইটি মূলত ইংরেজি থেকে অনুবাদ করা । ইংরেজি থেকে করা হলেও পরবর্তীতে আরবী মূল কপির সাথে হালনাগাদ ও শার’ঈ সম্পাদনা করা হয় । অনুবাদ করেছেন– মাসুদ শরীফ । অনুবাদ ভাল লেগেছে । অনুবাদে সাহিত্যের ঘ্রান পাওয়া গেছে । সাহিত্যমানে বইটি একটি নতুন মাত্রা পেয়েছে । তবে, “কইতেন”/”শুধালেন” শব্দগুলোর ব্যবহার কেন যেন পড়তে গিয়ে ভাল লাগেনি । পড়ার মাঝে একটা ছন্দ হারিয়ে ফেলেছি । এটা হয়তো আমার কাছে এরকম লেগেছে, অন্য কারো কাছে নাও লাগতে পারে । বইটিতে সম্ভবত দুইটা বানান ভুল দেখেছিলাম । বইয়ের প্রুফ রিডার সত্যিই প্রশংসা পাওয়ার দাবী রাখে । পৃষ্ঠামান, সাজসজ্জাও প্রশংসনীয় । কাভারের ফ্লাপের লেখাগুলোতে যে বাংলা ফন্ট ব্যবহার করা হয়েছে সেগুলোও ভাল লেগেছে । বিশেষ করে বইয়ের নামের ফন্টটা বেশি ভাল লেগেছে । বারবার লেখাটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করেছে । প্রচ্ছদের ডিজাইনও নজরকাড়া । প্রচ্ছদে পাহাড়,মেঘ আর উটের আবছা দৃশ্যে চমৎকার একটা দৃশ্যপট তৈরি হয়েছে । বইটা হাতে নিয়ে দেখতেই ভালো লাগে । প্রচ্ছদ করেছে “মহিউদ্দিন রূপম” ।
বইয়ের তথ্যপুঞ্জী দেখে অনেক পাঠকই অবাক হয়ে যেতে পারে । লেখক তথ্যপুঞ্জীতে প্রতিটি কথার সূত্র উল্লেখের ব্যাপারে বেশ মুনশিয়ানা দেখিয়েছেন । অবশ্য এতবড় তথ্যপুঞ্জীর কারনে বইটি কলেবর একটু বৃদ্ধি পেয়ে গেছে । এই বৃদ্ধি পাওয়ার কারনটা প্রকাশক আরেকটু বিস্তারিত আলোচনা করলে, পাঠকদের বিষয়টা বুঝতে সুবিধা হতো ।
==============================
.
আমাদের নবিজি হচ্ছেন জীবন্ত কুরআন । কুরআনে যে বিষয়গুলো থিওরি আকারে আছে, নবিজির জীবনের দিকে তাকালে সেটাই জীবন্ত হয়ে ওঠে । এ বইতেও নবিজির সেই জীবনের অমূল্য দিনগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে ।
বাংলায় সম্পূর্ন ভিন্ন ধাঁচের একটা বই উপহার দেয়ায় “ওয়াফি পাবলিকেশন”-কে ধন্যবাদ । আল্লাহ্ যেন তাদের কাজগুলোকে আরো সুন্দর করে দেন । আমিন !
=
মাসুদুর রহমান – :
Tareq Aziz – :
ঠিক একুশটা পরিচ্ছেদ দিয়ে রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ২৪ ঘণ্টার ‘গড়’ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর ২৪ ঘণ্টার ‘গড়কে’ একুশ ভাগে ভাগ করা হয়েছে বইটির মাধ্যমে। এই বইটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর অনুবাদ। এত সুন্দর বাংলা ভাষায়- রাসূল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) কে নিয়ে কথা বলা বই আর দেখিনি। এই প্রশংসার মান একজন পাঠক তখনি বুঝবেন যখন তিনি বইটি পড়বেন।
সাফওয়াত আহমেদ ওয়াসী – :
Md. Liaquat Ali Shahin – :