ধূলিমলিন উপহার রামাদান
রামাদানের আগমনধ্বনি শুনলে একজন মুসলিমের মনে আবেগ আর খুশির জোয়ার বয়ে যাওয়ার কথা ছিলো। কথা ছিলো উৎসাহ আর প্রস্তুতি নিয়ে মুসলিমরা উন্মুখ হয়ে বসে থাকবে। রামাদান চলে যাবে, কিন্তু রামাদানের ঔজ্জ্বল্য আমাদের মাঝে ছাপ রেখে যাবে — তাক্বওয়া।
.
কথা থাকলেও আমরা কথা রাখিনি। যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আর সবক’টা মাসের ওপর মর্যাদা দিয়েছিলেন, সেই মাসকে আমরা যথেষ্ট কদর করিনি। যদি কোনো মাসকে ‘বরণ’ করে নেওয়ার থাকে তবে সেটা রামাদান, বৈশাখ নয়। অর্থহীন নাটুকেপনা আর মেকি বাঙ্গালিত্বের দিনভিত্তিক উদযাপনে মুসলিমরা বিশ্বাস করে না। মুসলিমরা বিশ্বাস করে পবিত্র মাসে, যে মাস তাদেরকে আল্লাহ তাআলার কাছাকাছি আসবার সুযোগ করে দেয়।
.
রামাদান আজ আমাদের কাছে ‘সাওম’ নয়, রামাদান আজ আমাদের কাছে উপবাস — সারাটি দিন না-খেয়ে-কাটিয়ে দেওয়া, আর সন্ধ্যাবেলা পেটপুরে খেয়ে সেটা পুষিয়ে নেওয়া। আমাদের রামাদানে তাই না-খেয়ে-থাকা আছে, ইফতার পার্টি আছে, তারাবীহ আছে, শপিং আছে — কিন্তু যেটা থাকা সবচাইতে জরুরি ছিলো, সেই তাক্বওয়া নেই। রামাদান আমাদের বদলাতে পারেনি, আমরাই রামাদানকে বদলে ফেলেছি। এমন তো কথা ছিলো না।
.
তবে কেমন কথা ছিল? কেমন হতে পারতো রামাদান? কেমন করে আমরা তাক্বওয়া অর্জন করতে পারতাম? কেমন করে রামাদান আমাদের বদলে দিতে পারতো? কেমন করে আনুষ্ঠানিকতার বেড়াজাল ভেঙ্গে রামাদান আমাদের অন্তরে দাগ কাটতে পারতো? আমাদের চরিত্রে প্রভাব রাখতে পারতো? কেমন করে রামাদান হতে পারতো আমাদের বদলে যাবার মাস?
.
এসব নিয়েই শাইখ আহমাদ মুসা জিবরীলের বিখ্যাত লেকচার সিরিজ ‘Gems Of Ramadan’ অবলম্বনে ‘ধূলিমলিন উপহারঃ রামাদান’
-
-
save offফজর আর করব না কাজা (হার্ড কভার)
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান350 ৳175 ৳অনুবাদ- আবু মুসআব ওসমান পৃষ্ঠা সংখ্যা- ১৯২ বাধাই- ...
-
hotপ্রোডাক্টিভ রামাদান
প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ240 ৳163 ৳অনুবাদক: মুওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ, নাফিস নাওয়ার ...
-
save offকিয়ামুল লাইল
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন47 ৳35 ৳কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের উপর ...
-
save offপ্রতিদিন একটি আয়াত
লেখক : Ismail Kamdarপ্রকাশনী : ওয়াফি পাবলিকেশন72 ৳47 ৳অনুবাদ: মাসুদ শরীফ নিরীক্ষণ: মুফতী মাহমুদুল হক মানুষ ...
-
hotগুনাহ মাফের আমল
লেখক : ড. সায়্যিদ বিন হুসাইন আফফানীপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ147 ৳109 ৳আমরা সবাই কমবেশি গুনাহগার। মাঝেমাঝে খুব ...
-
save offএটাই হয়তো জীবনের শেষ রমজান
লেখক : ড. রাগিব সারজানীপ্রকাশনী : মাকতাবাতুল হাসান180 ৳90 ৳অনুবাদ: আবু মুসআব ওসমান পৃষ্ঠাঃ ৮৮ চলে ...
-
save offনবীজির দিন-রাতের আমল
লেখক : ইমাম ইবনুস সুন্নী (রহ.)প্রকাশনী : পথিক প্রকাশন600 ৳348 ৳অনুবাদ: মাওলানা যায়েদ আলতাফ ইমাম ইবনুস সুন্নী ...
-
save offকিয়ামুল লাইল ও তারাবীহ সালাতের রাকআত সংখ্যা (একটি হাদীসতাত্ত্বিক পর্যালোচনা)
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স70 ৳49 ৳পৃষ্ঠা : ৯৬ কভার: পেপার ব্যাক ...
-
najmaakternaju655 – :
ধূলিমলিন উপহার রামাদান
মূল-শাইখ আহমাদ মুসা জিবরীল
সম্পাদনা-সাজিদ ইসলাম
প্রচ্ছদ-আনিকা তুবা
প্রকাশক-সীরাত পাবলিকেশন
মূল্য-২১০ টাকা
রামাদান আল্লাহর এক বিশেষ নিয়ামত।রামাদান এমন এক নেয়ামত,যার জন্য অনেক কবরবাসীই উদগ্রীব হয়ে আছে।অন্ধকার মাটির ঘরে শুয়ে তারা আফসোস করে যাচ্ছে ইশ! যদি আরেকটি বারের জন্যে ও তারা রামাদান পেত।।।।
বই সম্পর্কে- সম্পূর্ণ বইটি রামাদান নিয়ে।রামাদান এ কি কি করলে আমরা আল্লাহর খুব নিকটবর্তী হবো তা এই বইতে বিশ্লেষণ করা আছে।বইটিতে রামাদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।লেখক বইটিকে বিভিন্ন ভাগে ভাগ করে একেকটি ভাগের গুরুত্ব বুঝিয়েছেন।প্রথম এ তিনি নিজের নফসকে নিয়ন্ত্রন করার কথা বলেছেন।কারণ নফস কে নিয়ন্ত্রন করতে পারলেই বাকি সব ফরজ কাজ আদায় করা সহজ হয়ে উঠে।’কিয়ামুল লাইল’বা তাহাজ্জুদ যা নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ তার গুরুত্ব উল্লেখ করেছেন।মুসলিমদের বিভিন্ন দায়িত্বের মধ্যে কুরআন কে বন্ধু বানানো অনেক বড় কর্তব্য।যদি কুরআনকে বন্ধু বানানো যায় তার অর্থ অনুধাবন করা যায় তাহলে আল্লাহর নৈকট্য লাভ সহজ হয়ে যায়।তাছাড়া ও রামাদান এর ত্রিশ দিনের মধ্যে শেষ দশদিন,যে দশদিনের মাহাত্ম্য সবচাইতে বেশি,সে দশদিনের করনীয় লেখক তুলে ধরেছেন।’লাইলাতুল ক্বদর’যে রাতে কুরআন নাযিল হয়েছিল,সে রাতের ফযিলত বর্ণনা করেছেন।মোটকথা,অসংখ্য উপদেশ,অসংখ্য নিয়ামত এ সম্মিলিত এক বই।
পাঠ প্রতিক্রিয়া- আমরা রমযান মাসে রোজা তো রাখি,কিন্তু তার পাশাপাশি আমাদের কি করা উচিত,কিভাবে ইবাদাত করা উচিত,কিভাবে এ রহমতের মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তা অনেকেই জানি না,আলহামদুলিল্লাহ বইটা পড়ে অনেক কিছু জেনেছি।এ বইয়ে একটা খন্ড রয়েছে নারীদের নিয়ে যা আমাকে অজানা অনেক কিছু জানিয়ে দিয়েছে।ইবাদাত পথ বাতলে দিয়েছে।
আলহামদুলিল্লাহ,প্রতি পাতায় রহমতের ঢালি সাজানো ছিলো এ বইয়ে।।
কেন পড়বেন-রামাদান সম্পর্কে জানার আগ্রহ,রামাদান এ পরিপূর্ণ ইবাদাতে নিজেকে মশগুল রাখার উপায় জানার জন্য বইটা পড়তে হবে।।
ইনশাআল্লাহ এ বইটা পড়লে রামাদান সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা তৈরি হবে।।
ফারজানা আশরাফী – :
সেই অস্থির, বিষন্ন আর পাপাক্রান্ত হৃদয়ে শান্তির সুশীতল বাতাস বইয়ে দিতে আসে রামাদান,মুমিনের জন্য আল্লাহর এক অনন্য উপহার। আফসোস! সেই অনন্য উপহারের ওপর ধূলা জমেছে কারণ আমরা তার মূল্যই জানিনা।সেই অনন্য উপহারের মূল্য আমাদের কে জানাতেই সীরাত পাবলিকেশন প্রখ্যাত শাইখ আহমাদ মূসা আল জিবরীলের বহুল প্রচারিত লেকচার সিরিজ ‘The Gems of Ramadan’ কে ছাপানো অক্ষরে প্রকাশ করেছে।
রাসূল সা. রামাদানকে তুলনা করেছেন মৃদু শীতল বাতাসের সাথে। যে বাতাস নিমিষেই আমাদের মনকে ভালো করে দেয়,হৃদয়ের সমস্ত দু:খ-কষ্ট দূর করে দেয়।তবে এটা এমন এক বাতাস যার স্থায়ীত্ব খুব অল্প সময়।এবং খুব অল্প কিছু সৌভাগ্যবান বান্দায় কেবল এই বাতাসে রোমাঞ্চিত হওয়ার সুযোগ পায়।এই বইটি সেই সৌভাগ্যবানদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার এক অসাধারণ ম্যানুয়াল।
প্রত্যেক বছর নির্দিষ্ট সময়েই রামাদান আসে।আমরাও ইফতারি,সেহেরি, শপিং,খাওয়া,ঘুম ইত্যাদি গতানুগতিক কাজ করেই রামাদানের সময় গুলো পার করি।এই ‘অটো পাইলট’ মোডে আমল-ইবাদত করাতে না অন্তর প্রশান্ত হয়,না রামাদান আমাদের অভ্যাস বা স্বভাবকে পরিবর্তন করতে পারে।রামাদান চলে যায় কিন্তু আমরা আগের মতই থেকে যায়।আমাদের অন্তরও আরো বেশি কঠিন হতে থাকে।
রামাদান যেন এরকম গতানুগতিক না হয়ে অনন্য হয়।আমাকে, আপনাকে পরিণত করে নতুন মানুষে সেই সফরের বর্ননা ই করা হয়েছে এই বইয়ে।তাওবাহ,যিকির,ক্কিয়াম,কুরআন,সুন্নাহ দিয়ে কিভাবে অন্তরকে জাগরিত করব,আল্লাহর ক্ষমা,সন্তুষ্টি অর্জন করে নিয়ে নতুন মানুষ হব তারই উপাখ্যান ‘ধূলিমলিন উপহার:রামাদান ‘।
বইটি আমাকে নতুন করে রামাদানের মূল্য বুঝতে সাহায্য করেছে।অন্য বছর গুলোর তুলনায় এ বছর আমার রামাদান অনেক আলাদা সন্দেহ নেই।
নারীদের জন্য পূর্ণ একটি আলাদা অধ্যায় রাখা হয়েছে।এটা খুবই ভালো লেগেছে।বইটি একসাথে আমি, আমার মা এবং বোন পড়েছি।তারাও বইটি পড়ে মুগ্ধ।আম্মাতো বারবারই বলছেন,আমাদের সময় তো এত সুন্দর বই ছিল না! কত কিছু জানতাম না!জানলে আরো কত ভালো করে ইবাদত করতে পারতাম।সেদিক দিয়ে আমি সৌভাগ্যবান,আলহামদুলিল্লাহ।আমার সামর্থ্য থাকলে অনেকগুলো বই কিনে প্রিয়জনদের উপহার দিতাম,ইনশাআল্লাহ।
বইটি উৎসর্গ করা হয়েছে কাশ্মীরে জানোয়ার দের নির্যাতনে শহীদ হওয়া ছোট্ট আসিফাকে।যার নিষ্পাপ মুখ মনে পড়লেই। চোখ আর্দ্র হয়।
বেশ কিছু বানান ভুল চোখে পড়েছে।তবে ২য় সংস্করনে সংশোধন করা হয়েছে বলে জেনেছি।
সবশেষে, মুখের কথাকে ছাপার অক্ষরে রুপ দেয়ার দুরুহ কাজটি করা জন্য সাজিদ ইসলাম ভাই এবং সীরাত টিমকে ধন্যবাদ। বোন আনিকা তুবা সব সময়ের মত চমৎকার প্রচ্ছদ করেছেন।আল্লাহ তাদের প্রচেষ্টাকে কবুল করে নিন।
Summa jahan – :
মূল-শাইখ আহমাদ মূসা জিবরীল
প্রকাশক- সীরাত পাবলিকেশন
মূল্য- ৩০০ টাকা
রামাদান- আল্লাহর বিশেষ নিয়ামত। প্রতি বছর আমাদের সামনে রামাদান এসে হাজির হয়। মুসলিম বিশ্বে উৎসব শুরু হয়। সেহরি, ইফতার, তারাবীহ,শবে কদর, ঈদের খুশি-এই সবকিছুর বিয়ে রামাদানটা কেমন জানি নির্দিষ্ট আচার অনুষ্ঠান এ ঘুরপাক খেতে থাকে। চোখের পলকেই আবার সেই রামাদান চলেও যায়। কিন্তু কয়জন আছে যারা নিজেদের গুনাহের তালিকা মাফ করিয়ে নিতে পারে।
রামাদান মাসে শুধু সেই সব আল্লাহর বান্দারাই সফল যারা এই মাসের মেহনতের বিনিময়ে আল্লাহর কাছে ক্ষমার পুরস্কার লাভ করেন।এই জন্য দরকার সঠিক পূর্বপ্রস্তুতি।
আমরা রামাদানে সিয়াম, নামাজ,কোরআন তেলাওয়াত,তারাবীহ,সাদাকা, যিকির আজগার,নফল নামাজ, দোয়া-দুরুদ কিভাবে করবো তার একটা পূর্ব চিন্তা করে রুটিন করলে ইবাদত করা সহজ ও সুন্দর হয়। সুন্দর একটা পরিকল্পনা কাজের কিছু অংশ সম্পূর্ণ করার সমান।তাই সামনের রামাদানে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী সঠিক ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেদের নফসকে পাপ-পঙ্কিলতা দুর করে পবিত্র করতে পারি।
আর মাত্র কয়েক দিন পরেই প্রবিত্র রামাদান মাস।
সাহাবায়ে কেরামগণ ছয় মাস আগেই রামাদান এর প্রস্তুতি নিতে শুরু করতেন।
রামাদান এর প্রস্তুতি নিতে”ধূলিমলিন উপহার রামাদান” বইটি অতুলনীয়।
২১৯ পৃষ্ঠার এই বইটি আমাকে রামাদান এর গুরুত্ব গভীর ভাবে বুঝতে সাহায্য করেছে।
আমি আশা করি আমার জীবনের ২৮ বছর পার করে আসা রামাদান আর এই বছর রামাদান অন্য রকম আলাদা হবে ইনশাআল্লাহ।
শেষে আমি ধন্যবাদ দিব wafilife.com কে, আমাকে এত সুন্দর একটা বই ক্রয়ের সুযোগ দেয়ার জন্য।
তাহাসিন আহাম্মেদ – :
এই বই প্রিয়,বইয়ের প্রতি পৃষ্টা প্রিয়,প্রতিটা লাইন,প্রতিটা বাক্য,বাক্যের প্রতিটা শব্দ এবং প্রত্যেকটা অক্ষর প্রিয়।
এবং আরও বেশি প্রিয় শায়খ আহমাদ মুসা জিবরীল।
আমার ঘুমন্ত হৃদয়কে একটু একটু করে জাগিয়ে তুলেছিল বইটির প্রতিটা কথা। হ্যাঁ কথা।
মনে হতো গাফিলতির ঘোরে তলিয়ে যেতে যেতে কেউ যেন শক্ত করে হাত ধরে তুলে আনছেন। কেউ যেন আশ্চর্য দরদ দিয়ে বুঝাচ্ছেন।
আর…
সব থেকে বড় পাওয়া শায়খের লেকচার সিরিজ শুনার পর আমার ধূলোমাখা কুরআনটা হাতে নিয়েছিলাম।
কত ক্ষণ কেটে যায়।
উদাসীনতায়,বেখেয়ালে।
এর হিসাব কে দিবে? কিভাবে দিবে?
Summa jahan – :
এই বইটা রমজান মাসের ফজিলত, সিয়াম পালন,আমল সম্পর্কে বিস্তারিত এবং সোহী হাদীস দ্বারা প্রমাণিত ইবাদত গুলো খুব সতর্কতার সাথে যুক্ত করেছে।