ছোটদের ঈমান সিরিজ
বই: ৬টি
পৃষ্ঠা: প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা
গল্প: প্রতি খণ্ডে ১১-১৩ টি গল্প
ছাপা: ৪ কালার (আর্টপেপার)
সাইজ: ৮ X ৯ ইঞ্চি
শিশুরা গল্পপ্রিয়। তারা গল্প শুনতে চায়। গল্পের জগতে ডুবে থাকতে চায়। তাই শিশুদেরকে কোনো কিছু সহজে শেখানোর মাধ্যম হলো গল্প। এ গল্প হতে পারে সত্য কিংবা মিথ্যা; হতে পারে কার্টুন কিংবা কুরআন-হাদীসের গল্প। আপনি আপনার সন্তানকে কী ধরনের গল্প শুনাতে চান? আপনার ছোট্ট ভাই-বোনকে কোন ধরনের গল্প পড়াতে চান? আমরা চাই ছোটদেরকে গল্পে গল্পে ঈমান শিখাতে। মুমিন হওয়ার প্রথম শর্তই যে বিশুদ্ধ ঈমান! তাই ঈমানের তালীম হওয়া প্রয়োজন শৈশব থেকেই। আর এজন্যই ঈমানের মৌলিক বিষয়গুলো নিয়ে ছোটদের ঈমান সিরিজ প্রকাশ করা হয়েছে। এ বইগুলোতে—আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও পুনরুত্থান দিবস এবং তাকদীর বিষয়ে গল্প বলা হয়েছে। প্রায় প্রতিটি গল্পই কুরআন, হাদীস কিংবা তাফসীর গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি।
-
-
এসো জান্নাতের গল্প শুনি
লেখক : তানবীর হাসান বিন আব্দুর রফিকপ্রকাশনী : পরিশুদ্ধি প্রকাশন115 ৳সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা: ...
-
শিশু আকিদা (১-১০ খন্ড)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম350 ৳শিশু আকিদা ১ - আল্লাহ শিশু আকিদা ...
-
গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খন্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারীপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স450 ৳অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার ...
-
শিশু সীরাত খণ্ড (১ -১০)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম400 ৳মাওলানা আবু তাহের মিছবাহ লিখিত এই ...
-
hotহাদীস শিখি ইউশার সাথে
লেখক : মাদরাসাতুল ইলমপ্রকাশনী : ফিউচার উম্মাহ বিডি105 ৳ – 135 ৳সম্পাদনা ও সহযোগিতা: শাইখ ইসমাইল হোসেন ...
-
hotকুরআনি গল্পগুচ্ছ
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার200 ৳150 ৳শিশুদের মন অতি নির্মল। আর সেই ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳164 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
আমি হতে চাই সিরিজ (৬টি বই)
লেখক : ড. উম্মে বুশরা সুমনাপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স510 ৳পৃষ্ঠা: প্রতি খণ্ডে ২৪ পৃষ্ঠা করে কাগজের ...
-
hotছোটদের সাহাবি সিরিজ (১ম থেকে ৫ম খণ্ড)
লেখক : সালাহউদ্দীন জাহাঙ্গীরপ্রকাশনী : নবপ্রকাশ800 ৳600 ৳পশ্চিমা ও হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের ...
-
kredoy239 – :
ছোটবেলা থেকেই যেমন একটা শিশুকে “অ,আ,ক,খ, A,B,C” শেখানো হয় যাতে সে পরবর্তীতে জ্ঞানের তত্ত্বগুলোকে সহজে বুঝতে পারে, তেমনি সেই একই বয়স থেকে শিশুদের মনে ঈমান-আকাইদের পরিচর্চা করতে হবে। আর দশটা শিশুর মত তাকে শুধু দুনিয়া শিখালে চলে না বরং তার আখিরাতের বুনিয়াদি ভিত্তিও এসময়ই স্থাপন করে দিতে হয়।
যেখানে আমাদের আইডল হওয়া উচিত নবী-রাসুল, সাহাবী গন, সেখানে অস্তিত্বহীন কিছু কার্টুন তাদের আইডলের স্থানে ভরপুর। ছোট থেকেই তারা পরিচিত হয় অশ্লীল গান-বাজনা, কার্টুন এর সাথে যা শিক্ষনীয় তো নয় ই বরং ঈমান নস্ট করে ছোট থেকেই দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে এক ব্যর্থ প্রজন্মের জন্ম দেয়।বাবা মা নিজেরাই এসব গান বাজনা শিশুর মনে ঢুকিয়ে দেন, গর্বিত হন যদি বাচ্চা গান গাইতে পারে, নাচতে পারে। তাই এই বেড়াজাল থেকে বাঁচতে এমন কিছুর সন্ধান করছিলাম যে শিশুদের অজান্তেই তাদের মনে ইসলামের মৌলিজ ভিত্তিগুলোকে গেঁথে দিবে।
আল্লাহ মিলিয়ে দিলেন তেমন কিছু আলহামদুলিল্লাহ। ”সমর্পণ টিম” প্রকাশ করেছে ছোটদের শৈশবের দ্বীনি তালিমের প্রয়োজনে অসাধারণ ৬টি বই এর সমন্বয়ে “ছোটদের_ঈমান_সিরিজ”
❒ বই পরিচিতিঃ
সিরিজের নামঃ ছোটদের ঈমান সিরিজ
মোট বইঃ ৬ টি
লেখকঃ সমর্পণ টিম
শারঈ সম্পাদনাঃ শাইখ আবদুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ
❒ যা যা জানতে পারবেনঃ
“ছোটদের ঈমান সিরিজ” মোট ৬টি বইয়ের সমন্বয়ে তৈরি। এই ৬টি বই ইসলামের সর্বপ্রথম খুঁটি ‘ঈমান’ এর মৌলিক ৬টি বিষয়ে আলোকপাত করে। এ বইগুলোতে—আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও পুনরুত্থান দিবস এবং তাকদীর বিষয়ে গল্প বলা হয়েছে। বইগুলোর ইলাস্ট্রেটেড ফ্রন্ট ও ব্যাক কভার প্রাথমিক অবস্থায় শিশুদের কৌতুহলী করে তুলবে, বইটিতে কি আছে তা জানার জন্য।
❒ বৈশিষ্ট্যঃ
***ছোটদের ঈমান সিরিজ এর বই গুলোতে খুব সাবলীল ভাবে গল্পগুলোকে তুলে ধরা হয়েছে। যার কারণে আশা করা যায় বানান করে পড়তে পারা বাচ্চাও বইটিকে সহজে পড়তে সক্ষম হবে।
*** রং ও ছবি হলো মানুষকে আকৃষ্ট করার অন্যতম সহজ পথ। শিশুদের ক্ষেত্রে ঠিক সেটিই ঘটে। রঙিন বস্তুর প্রতি তারা সহজেই আকৃষ্ট হয়। তার সাথে ছবি সংযুক্ত থাকলে তো কোন কথাই নেই রং-বেরঙের ছবি মিশ্রিত এ্যানিমেশনগুলো যেমন শিশুদের মন জয় করে নেয় ঠিক সে কাজটি করা হয়েছে এই সিরিজের বইগুলোতে। প্রতিটি গল্পের সাথে তদনুযায়ী ছবি সংযোজন করা হয়েছে। যেমনঃ মূর্তির কথা তুলে ধরা হলে মূর্তির ছবি, রাজার কথা বলা হলে রাজপ্রাসাদের ছবি, হজ্বের কথা বলা হলে কাবা শরীফের ছবি, মরুভূমি, ঘোড়া, হেরাগুহা অর্থাৎ প্রতিটি গল্পকে আংশিকভাবে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে, আর আমাদের মস্তিষ্ক কোন তথ্য ছবি আকারে সংরক্ষণ করতে বেশি ভালোবাসে। মস্তিষ্ক শব্দের তুলনায় ছবিকে বেশি মনে রাখতে সক্ষম। আরেকটি মজার বিষয় হচ্ছে গল্পগুলোকে বাস্তবিক রূপ দেওয়ার জন্য লেখার সাথে পৃষ্ঠার রং পরিবর্তন করা হয়েছে। যেমনঃ রাতের দৃশ্য ফুঁটিয়ে তোলার জন্য সম্পূর্ণ পৃষ্ঠাতে রাতের চিত্ত ফুঁটিয়ে তোলা হয়েছে ইলাস্ট্রেশনের মাধ্যমে।
***প্রতিটি গল্পের যথাযথ রেফারেন্সও দেওয়া হয়েছে এই বইগুলোতে। প্রায় প্রতিটি গল্পই কুরআন, হাদীস কিংবা তাফসীর গ্রন্থকে অবলম্বন করে সাজানো হয়েছে।
***বইগুলোর সূচিপত্র কে করা হয়েছে শিশুদের জন্য বোধগম্য। কেবলমাত্র গল্পের শিরোনাম পড়ার দ্বারাই সম্পূর্ণ গল্প পড়ার ইচ্ছা জাগ্রত হবে ইন শা আল্লাহ। লোভনীয় কিছু গল্পের শিরোনাম হচ্ছেঃ-
➜ মাঝি ছাড়া নৌকা চলে?
➜ চোখ দিয়ে সব দেখা যায় না
➜ কোথাও পানি নেই
➜ ফেরেশতা এলেন ঘোড়ায় চড়ে
➜ কষ্ট দেবনা ফেরেশতাকে
➜ ফেরেশতারাও লড়াই করে
➜ ধবধবে সাদা কিতাব
➜ এক মলাটে কুরআন কারীম
➜ খুলে গেল এগারো গিঁট
❒ পাঠ্যানুভূতিঃ
“ছোটদের ঈমান সিরিজ” না দেওয়ায় বইগুলো কেবল ছোটদের পড়ার জন্য তৈরি একথা বলা যায় না। বড়ভাই হিসেবে ছোটভাইকে প্রায় সময়ই গল্প শুনাতে হয়। কিন্তু যেসব ইসলামিক গল্প আমরা জানি সেগুলো ঐ শিশুর মাথায় ঢুকবে না। তাই এই বইগুলো থেকে নিজে ছোটদের গল্প শিখে ছোটদের শোনানো যাবে। মা-বাবা, দাদী-নানী, বড় ভাই-বোন সকলেই এটি পড়তে পারেন। নিজ সন্তানকে, নাতি-নাতনি কিংবা ছোট ভাই-বোনকে রাজা রাণীর অবাস্তব গল্প শুনিয়ে ঘুম না পাড়িয়ে বাস্তবমুখী কুরআন ও হাদীসের গল্প শুনান। আমার মতে নানা রােগের কবল থেকে বাঁচানাের উদ্দেশ্যে যেমন নানা ভ্যাকসিন দেওয়া হয়, তেমনি এই বিশ্বায়নের যুগে বেশি বেশি করে সন্তানদেরকে ঈমানী টীকা দেওয়া প্রয়োজন। আর সেই ঈমানী টীকার শুরু হিসেবে এই বইটি যথোপযুক্ত।
প্রতিবছরই তো জন্মদিন, ঈদ বা কোনো বিশেষ কারণে বাচ্চাদের খেলনা, জামা কিনে দেন। এইবার সেগুলোতে ইনভেস্ট না করে, বইগুলো কিনেই দেখুন। অর্থ বৃথা যাবে না।
Anisur Rahman – :
মোঃ সেলিম রেজা – :
Moklesur Rahman Russel (রাসেল) – :
আলহামদুলিল্লাহ্।
আজ সকাল থেকে কাজ করে এক রকম প্রচন্ড ক্লান্ত হয়ে যোহরের সালাহ আদায় করে ঘরে ফিরেছি একটু দেরি হওয়িতে খুব ক্লান্তিতে ঘুম আসছিলো মেয়ে আমীরা রহমান তুবা যার বয়স ৫ বছর ১মাস ৪দিন সে মোবাইলে তার পছন্দের কার্টুন দেখছিলো।আমি তাকে মোবাইল থেকে বিরত রাখার জন্য বললাম আম্মু তুমি খেয়েছো সে জবাব দিলো হ্যা তখন আমি তাকে বললাম তবে আমি খেয়ে তোমাকে ঐ নতুন বইয়ের গল্প পরে শোনাব সে সাথে সাথে বলল ঠিক আছে বাবা তবে আমি মোবাইল রেখে দেই বই গুলো বের করি। সে বই বের করে অপেক্ষা করছে বাবার খাওয়া শেষ হবার জন্য।আমি তাকে গল্প পরে শোনাতে গিয়ে ঘুমিয়ে যাচ্ছিলাম।মেয়ে গল্প শুনছে আর বলছে বাবা কতো সুন্দর বই গুলো খুব পরিপাটি ও অনেক ভালো লাগে আমার । ছোট মেয়ের কথা শুনে আনন্দে আমার চোখে এক রকম পানি চলে আসছিলো। ছোট মানুষ গল্প শুনতে শুনতে আর কতো শত হাজারও প্রশ্ন করতে ছিলো । সময় ও লেখা দীর্ঘায়ীত না করার জন্য আজ বিদায় নিচ্ছি।
আপনাদের মেহনত কে কবুল ও নেক হায়াত আল্লাহ্ র কাছে চেয়ে সেই সাথে আমাদের পুরো পরিবার কে আপনাদের দোয়ায় সামিল রাখির দরখাস্ত জানাচ্ছি।
Muhammad Abdur Rahman A – :
গল্পগুলো আকারে ছোট্ট হলেও অনেক গভীর চিন্তার খোরাক আছে। অনেক সময় এমন হয় বাচ্চা আমাদের দিকে চেয়ে আছে গল্প শুনবার জন্যে, কিন্তু আমরা গল্পে ডুবে গিয়ে তাকে শুনাতে ভুলে যাই।
আশা করি অন্যদেরও ভাল লাগবে।