বউনামা
গজগজ করতে করতে বাবা বললেন, ‘মেয়ে দেখতে গিয়ে দেখতে পারিসনি। পরেরবার গিয়ে মেয়ের জায়গায় তার বিবাহিতা বোনকে দেখে চলে এসেছিস। এখন বলছিস, না দেখেই বিয়ে করবি! আজীবনের ব্যাপার এটা। পরে পছন্দ না হলেও মেয়ের সাথে ইনসাফ করবি, এই গ্যারান্টি দিতে পারবি?’
বাবার কথা যুক্তিযুক্ত। কিন্তু আসিফ ইকবালের আবেগী মন এই যুক্তির উত্তরে একটাই কথা বলে ‘হতে পারে পছন্দ হবে।’ পছন্দ হবে না, এই কন্ডিশনে যেতেই আগ্রহী না সে। আপাতত তার সঙ্গী কল্পনা। তার মনের ভেতর নব্বই দশকের টেপ-রেকর্ডার বাজে। মনের মতো অনুষ্ঠানসূচি সেই টেপে। কিছুক্ষণ মরগান ফ্রিম্যান এসে ভরাট কণ্ঠে রবীন্দ্রনাথের ‘অপরিচিতা’ পাঠ করে চলে যায়। কিছুক্ষণ গান বেজে ওঠে। “আনদেখি আনজানি সি, পাগলি সি, দিওয়ানি সি, জানে ও ক্যায়সি হোগি রে…” তার মনে প্রশ্ন, সংশয় আসে না এমন কিন্তু না! প্রশ্ন আসে, এত বড় রিস্ক নেয়া ঠিক হবে? সংশয় জাগে। কিন্তু সব প্রশ্ন, সংশয়কে ধূলোয় মিশিয়ে দেয় আবেগ। দেখা যাক না কী হয়! না দেখার মধ্যে একটা ভীষণ রকম ‘করতে না চাওয়া’ অপেক্ষা আছে, উত্তেজনা আছে, ভয় আছে আবার আশাও আছে। সব মিলিয়ে একটা থ্রিলিং অনুভ‚তি। সেই অনুভ‚তিকে সম্বল করেই আসিফের দিন কাটছে। আর ক’টা দিন, তার পরই অপরিচিতার পরিচয় মিলবে। আকুতি জানিয়ে বলতে হবে না, “ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হইলো না, হবে না…”।
আগে নাকি এমন হতো, পাত্রী দেখতো ছেলের বাবা-মা, আত্মীয়স্বজন। ছেলে না দেখেই বিয়ে করে ফেলতো। এমন ঘটনা আমাদের দাদা-দাদিদের যুগে ঘটতো।
ভাবুন তো, একই রকম ঘটনা যদি এই যুগে এসেও ঘটে! এরকমই একটি বিয়ের গল্প শুনতে যাচ্ছেন পাঠক। কেমন হবে এই বিয়ে? সেই অপরিচিতাই বা কেমন হবে? তাকে কি আসিফের পছন্দ হবে? কেমন হবে তাদের সংসার? এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে ‘বউনামা’ পড়ার পর।
Out of stock
-
-
আসমান
লেখক : লতিফুল ইসলাম শিবলীপ্রকাশনী : কেন্দ্রবিন্দু100 ৳আমেরিকার কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে থেকে ...
-
hotপ্রদীপ্ত কুটির
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন192 ৳142 ৳মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের ...
-
hotসেদিনও বৃষ্টি ছিল
লেখক : হুযাইফা শামীম ত্বহাপ্রকাশনী : আয়ান প্রকাশন200 ৳115 ৳ধরণীর বুকে কিছু আলোকিত মানুষ থাকে, ...
-
hotশেষ পর্যন্তও
লেখক : সানজিদা সিদ্দিকী কথাপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন170 ৳124 ৳মিতুর বেশ ঘুম পাচ্ছে। কিন্তু ঘুমানো ...
-
featureউমর (রা.)-এর ঢাকা সফর
লেখক : মুহাম্মদ নূরুযযামানপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স140 ৳চারদিকে অন্ধকার অমানিশা। বিপন্ন মানবতার অন্তিম ...
-
hotনুসাইবা
লেখক : আবদুল্লাহ বিন মুহাম্মাদপ্রকাশনী : নিয়ন পাবলিকেশন240 ৳178 ৳পশ্চিমা বিশ্বের দুর্গন্ধ মিশ্রিত নারীনীতির নাম নারীবাদ। যার কবলে পরে ঈমান হারা হচ্ছে শত-শত নারী ও পুরুষ। আল্লাহর দেওয়া বিধানের বাহিরে তাদের চাওয়া দুনিয়ার খাহেশাত পূরণে ব্যক্তিগত স্বাধীনতা। অথচ আল্লাহর বিধানের বাহিরে আদৌ কোনো স্বাধীনতা নেই। যা আছে কেবলই তা ক্ষতিকর—মনুষ্য সভ্যতার জন্য। আর সে ক্ষতিকর বস্তু থেকে মানুষকে এক আল্লাহর পথের আহ্বানই নুসাইবাদের কাজ। সে নুসাইবারা—যারা নুসাইবা বিনতে কাব রাদিআল্লাহু আনহার উত্তরসূরি। ...
-
hotএকমুঠো ভালোবাসা
লেখক : ইলয়াস হায়দারপ্রকাশনী : অশ্রু প্রকাশন136 ৳102 ৳রাতই প্রিয়তমা।’ আসলেই। রাত না থাকলে, আমাদের বুকের দীর্ঘশ্বাসগুলো কোথায় আড়াল করতাম?! দিনের আলোয় হাসিখুশি থাকা মানুষটাই, রাতের আঁধারে কী যে নিঃসঙ্গতায় দগ্ধ হয়— রাত জানে, আর জানেন রাতের যিনি স্রষ্টা, তিনি। কুরআনে তাই তো তিনি বলেছেন— ওয়া জা‘আলনাল লাইলা লিবাসা। আর রাতকে আমি আবরণ বানিয়েছি। বিছানা ছেড়ে উঠার সময়েই ঘুম ভেঙে যায় সুরাইয়ার। কিন্তু ঘুমের বাহানায় পড়ে থাকে সে। আড়চোখে দেখছিলো স্বামীর অস্থিরতা। সন্ধ্যা থেকেই স্বামীর মনখারাপ লক্ষ করেছে। কী গো, তোমাকে এতো মনমরা দেখাচ্ছে কেন? খাবারের টেবিলে বসে প্রশ্নটা করেছিলো। ফাহাদ উত্তর দেয় নি। তারপর আর প্রশ্ন করে নি সুরাইয়া। খেয়েদেয়ে শোবার সময় আবার জিজ্ঞেস করলো— কী হয়েছে তোমার, বলো না প্লিজ! তোমার মনখারাপ দেখলে আমার ভালো লাগে বলো? বলো না কী হয়েছে। আচ্ছা আমি কোনো অপরাধ করেছি? নাকি কেউ তোমাকে কিছু বলেছে? কারো সাথে তো তোমার সামান্য ঝগড়াও হয় না। তাহলে কী হতে পারে, কী হতে পারে? ভাবতে ভাবতে সুরাইয়া আবার জিজ্ঞেস করে— আচ্ছা তোমার কাপড়গুলো ইস্ত্রি করতে ভুলে গিয়েছিলাম। সেজন্য রাগ করেছো? ফাহাদ কেমন নিরামিষভাবে, শীতল গলায় বলে— ঘুমাও তো। তুমিও ভালো করেই জানো, এসবের জন্য আমি কখনো মনখারাপ করি না। একটু পেরেশানি। দুয়া করো শুধু। : না, আমাকে শুনতেই হবে। উঁহু হু হু... অভিমান ঝরে পড়ে সুরাইয়ার কণ্ঠে। : উফফ, জেদ করো না তো সুরাইয়া। ঝাঁজ মিশিয়ে উত্তর দেয় ফাহাদ। সুরাইয়ার খুব কান্না পায়। প্রিয় মানুষটার মন খারাপ, তার কি ভালো লাগে? এতো চেষ্টা করেও কারণটা জানতে পারলাম না। ফাহাদ এমন কেন? কষ্টের বা অপ্রীতিকর কিছুই ...
-
hotশান্তি একটি ফুলের নাম
লেখক : সালমা বিনতে শামসপ্রকাশনী : নবপ্রকাশ140 ৳105 ৳কোনো এক রমজান মাস। হঠাৎ করে ...
-
Kawser Mahmud – :
পার্সোনাল রেটিং: ৪.৫/৫
নাঈমা নবী – :
আবেগের বিড়ম্বনা বলতে বোঝাতে চাচ্ছি, বইটা যখন পড়ছি তখন ঠিকই হাসছি, মজা পাচ্ছি। অথচ বই থেকে যখন অব্যাহতি নিচ্ছি তখনই অবচেতন মনে এলোপাতাড়ি চিন্তা আসছে আর অঝোরে কান্না আসছে্ এটা সেটা ভেবে।
কারণ? ক্রমশ প্রকাশ্য…!
সত্যি বলতে প্রতিটা মেয়ে বোধহয় এমন কাউকেই চায় তার জীবনসঙ্গী হিসেবে, যে তাকে অপ্রীতিকর পরিস্থিতিতে সাপোর্ট করবে, তার ছোট ছোট চাওয়াগুলোকে গুরুত্ব দিবে, অসুস্থতার সময় পাশে থাকবে। বিশেষ করে গড়পড়তা মুসলিম পরিবারে বেড়ে ওঠা কোনো বোন যখন দ্বীনের পথে আসেন তখন আল্লাহর কাছে ব্যক্ত করা অসংখ্য চাওয়ার মাঝে অন্যতম চাওয়া থাকে এমন কাউকে যেনো তার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন যে নিজে দ্বীন পালনের ব্যাপারে সচেষ্ট থাকবে, মাহরাম-নন মাহরাম মেনে চলবে, স্ত্রীকে পর্দা পালনে সাহায্য করবে, তাকে মাহরাম-নন মাহরাম মেনে চলতে সাহায্য করবে, বাবা-মা ও স্ত্রী সবার সাথে আচরণের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখবে, ইত্যাদি। ‘আসিফ’ চরিত্রের মাঝে এই প্রতিটা গুণাবলী খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
এছাড়াও উপমহাদেশে প্রচলিত একটা ব্যাড ম্যানার(ছেলে মেয়ের ঘরে দরজা বন্ধ দেখলেই নেগেটিভ চিন্তা করা) তুলে ধরে প্রাইভেসির গুরুত্ব সামান্য কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদাহরণ টেনে এনে উপস্থাপন করা, কারো সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে মাতৃভাষার পাশাপাশি পরিভাষার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি না করার ব্যাপারে আলোকপাত করার পাশাপাশি একাডেমিক করিকুলাম, জব সেক্টরে পরিবর্তন আনয়ন, ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে প্যালন নামক ভ্রম স্টুডেন্টদের মাঝে ঢুকিয়ে দাস বানানোর ক্ষেত্রে বিভিন্ন মিডিয়ার(বিশেষ করে মুভি) সূক্ষ্ম চাল এতো সুন্দরভাবে উপস্থাপন করার কাজগুলো সত্যিই প্রশংসনীয়। আল্লাহ লেখকের বইটিকে কবুল করে নিন এবং তাঁর ইলম, আমল ও হায়াতে বরকত ঢেলে দিন, আমীন।
তবে সবশেষে “বউনামা”র কনসেপ্টের সাথে রিলিভেন্ট হবে এমন দু’লাইন(সবচেয়ে প্রিয়) বলতে খুব ইচ্ছে করছে। বলি তাহল?
“ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে,
ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে।”
যারাই অসীম ধৈর্য নিয়ে পাগলের প্রলাপ শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খইরন।
আসসালামু আ’লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
মোস্তফা – :
saidulhasan9044 – :
কোন মুসলিম উপন্যাস নাহ তবে ধাচ আছে,
উপহার দেয়া যায় নিজের প্রিয়জন দের!
আর বই এর মজা শুরু হয় শেষ পেইজ থেকে (১৭৮)