বুক পকেটে জোনাকি
লেখক : মাহদী আবদুল হালিম
প্রকাশনী : মাকতাবাতুন নূর
বিষয় : ইসলামী সাহিত্য
পৃষ্ঠা : 136, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st Edition
-
-
hotকুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন330 ৳241 ৳এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳201 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳255 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
save offফেরা ২
লেখক : বিনতু আদিলপ্রকাশনী : সমকালীন প্রকাশন190 ৳139 ৳জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ...
-
hotপ্রদীপ্ত কুটির
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন192 ৳142 ৳মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের ...
-
save offদুজন দুজনার
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার240 ৳120 ৳এক ছাদের নিচে একত্রে অনেক বছর ...
-
hotআই লাভ ইউ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার280 ৳140 ৳বাজারে অশ্লীল প্রেম আর রগরগে বর্ণনার ...
-
save offজীবন জাগার গল্প ১৩ঃ ওগো শুনছো
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার260 ৳130 ৳বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি ...
-
hotআই লাভ কুরআন
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার600 ৳420 ৳প্রতিটি মুমিনই কুরআন কারীমকে ভালোবাসে। সবাই ...
-
ফারহানা আকতার – :
★ভূমিকা–
————–
‘বুক পকেটে জোনাকি’ মূলত শিশূ- কিশোর উপযোগী ইসলামিক গল্পগ্রন্থ। যাতে রয়েছে তেত্রিশটি গল্প। প্রতিটি গল্প আমাদের ভিন্ন ভিন্ন বিষয়ের শিক্ষা দেয়। চমৎকার এই বইটি লিখেছেন মাহদী আব্দুল হালিম। শিশু কিশোরদের জ্ঞান পরিধি বৃদ্ধির জন্য অসাধারণ এই কাজটি করেছেন ‘মাকতাবাতুন নূর’ প্রকাশন।
★পাঠ সংক্ষেপ–
———————–
আজকের শিশূরাই আগামী দিনের ভবিষ্যত এই কথা কারো অজানা নয়। তাদেরকে আগামীর জন্য যোগ্য করে গড়ে তোলার জন্য ইসলামিক জ্ঞানের কোনো বিকল্প নেই। কারন ইসলাম কেবল একটা ধর্ম নয়। এটা আপনার আমার দ্বীন। আপনি কি খাবেন, কার সাথে বন্ধুত্ব করবেন, কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন সবকিছু ইসলাম আপনাকে আগে থেকে ঠিক করে দিয়েছে। এখন আমাদের কাজ হলো আগামী দিনের এসব কর্ণধার, কোমলমতি শিশুদের অন্তরে ইসলামের বাণী গেঁথে দেওয়া যাতে পৃথিবী উপহারস্বরূপ কিছু মানবরূপী মণি-মুক্তা পায়। তাদেরকে শিক্ষা দিতে হবে গল্পে গল্পে। কারন গল্পের প্রতি শিশুদের ঝোঁক বেশি। ‘বুক পকেটে জোনাকি’ শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষা দানের জন্য বেশ কার্যকরী বই। বইটি এমনভাবে লিখিত হয়েছে যেন শিশু-কিশোররা জীবনের দিকনির্দেশনা পায় সামনে এগিয়ে যাওয়ার। অনুপ্রেরণা পায় পৃথিবীকে ভালো কিছু উপহার দেওয়ার। এই বইয়ে অতীতের বেশ কিছু ঘটনা গল্পকারে উপস্থাপন করা হয়েছে কাব্যিকতার মাধ্যমে। যা আপনার শিশুর মনে রেখাপাত করতে বাধ্য। সাহাবিদের সততার পরিচয়, নামাজের প্রতি আগেকার মুসলিমদের একনিষ্ঠতা, ইসলামের সোনালী যুগে ন্যায় বিচারের কিছু উৎকৃষ্ট ঘটনা আপনার মনকে নাড়া দিবে। এখান থেকে আমরাও এমন সব গল্প সম্পর্ক ধারনা অর্জন করবো যা আগে জানতাম না। কত মহান ছিলেন আমাদের পূর্বপুরুষরা। সুবহানাল্লাহ।
★পাঠ_প্রতিক্রিয়া-
————————-
যখন আমরা কোনো বই পড়ার সিদ্ধান্ত নিই তখন তার সম্পর্কে ধারনা নিয়ে অধ্যয়ন শুরু করি। কারন যে বই কোনো উপকারে আসবে না তা পড়া মানে সময়ের অপচয়। ‘বুক পকেটে জোনাকি’ বইটিতে এমন সব গল্প রয়েছে যা আমাদেরকে ইসলামের সোনালি দিনের কথা মনে করিয়ে দেয়। এসব গল্প পড়ে মনে হবে রূপকথার কোনো কাল্পনিক কাহিনি কিন্তু এখানে বেশিরভাগ গল্পই বাস্তব এবং প্রতিটি গল্পই শিক্ষণীয়।
★ভালো দিক—
——————–
বইটির সবচেয়ে ভালো দিক হলো- জনাব মাহদী আবদুল হালিম গল্পগুলো সুন্দরভাবে কাব্যিকতার ছোঁয়ায় উপস্থাপন করতে পেরেছেন। এক্ষেত্রে উনি বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। গল্পগুলো আপনার, আমার, আমাদের অনাগত ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ।
★ভালো লাগা লাইনসমূহ–
———————————-
♠.জ্ঞান তোমাকে ওই পর্যন্ত কিছুই দেবে না, যে পর্যন্ত না তুমি তাকে তোমার সবকিছু উজাড় করে দেবে।তাই তো জ্ঞান লাভ করা সম্মানিত এবং প্রশংসিত হয়েছে। যার যত বেশি জ্ঞান সে তত বেশি ধৈর্যশীল। মানুষ তার জ্ঞানের সমান মহান।
♠.যে-কোনো নেক কাজের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছে; শরীর-মন ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায়– খুব অর্থকষ্ট যাচ্ছে বা কোনো বিষয়ে খুব পেরেশান, সেই মুহূর্তেও যদি কেউ সামান্য অর্থ দান-সদকা করে তাহলে এর প্রভাবে অর্থকষ্ট ও পেরেশানি দূর হয়ে যায়।
★পাঠক কেন বইটি পাঠ করবে-
—————————————
এই বইয়ের প্রতিটি গল্পে রয়েছে কোনো না কোনো শিক্ষা। কোনো না কোনো ভালো লাগার মতো উক্তি যার প্রভাব পড়বে আপনার অন্তরে ও আমলে ইনশাআল্লাহ। কোন গল্প আমাদের ন্যায় বিচারের শিক্ষা দেয় আবার কোনোটি প্রতারনা থেকে বেঁচে থাকার শিক্ষা দেয়। কিছু গল্প নামাজের প্রতি উদ্বুদ্ধ করে আবার কিছু গল্প লোভ থেকে বেঁচে থাকতে অনুপ্রেরণা দেয়। আপনার সন্তানের নৈতিক শিক্ষার জন্য, যাতে সে আনন্দ নিয়ে উপভোগ করে শিক্ষা অর্জন করতে পারে ইত্যাদি বহুবিধ কারণে বইটি তাকে পড়তে দেওয়ার আহ্বান।
★এই বইয়ের শিক্ষা
—————————
♣. মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন সে নিজের লোকদের সংস্পর্শ ত্যাগ করে এবং তাদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়।
♣. যেকোনো বিপদে বা কাজের জন্য আল্লাহর ওপর ভরসা করা উচিত। নিঃসন্দেহে আল্লাহই ভালো জানেন মানুষের কোথায় মঙ্গল আর কোথায় বিপদ লুকিয়ে আছে।
♣. কারও বাহ্যিক কথা দিয়ে তাকে দোষী ভাবা যায় না। কারও বিচার করার আগে তার বক্তব্য শুনতে হবে। পরিস্থিতি, অবস্থা, অপারগতা ইত্যাদি বিবেচনা করে অপরাধের শাস্তি প্রদান করা উচিত।
aar17943 – :
“বুক পকেটে জোনাকি” একটি গল্পের বই। এটি “গল্পে গল্পে শিক্ষা” সিরিজের প্রথম বই।
শিশুমনের তৃপ্তিহীন একটি বাসনা হচ্ছে গল্প। শিশু গল্প শুনতে চায়। গল্প থেকে শিখতে চায়। গল্পের সাহসী চরিত্রে নিজেকে দেখার প্রয়াস পায়। গল্প শিশুর মনে সেই আলোটি জ্বালাতে সক্ষম হয়, যা দিয়ে ঘোর অন্ধকারও সে পথ চলতে সক্ষম হবে।
◉ বইটিতে মোট ৩৩ টি গল্প ১৩৫ পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে। যার কোনটি ২ পৃষ্টা, আবার কোনটি ৭ পৃষ্ঠার বেশি।
◉ গল্পগুলো শিশু উপযোগী শব্দ-বাক্য, চিন্তা-চেতনা ও স্নেহ-মমতা দিয়ে লেখা হয়েছে। প্রতিটি গল্পের শেষে, গল্পটির শিক্ষা লেখা হয়েছে। এই শিক্ষা অংশটা বইটিতে এক বা দুই বাক্যে না লিখে, একটু প্রাণবন্ত ভাবে লেখা হয়েছে। প্রতিটি গল্পই শিশুসুলভ কথাবার্তা ও শিশুমন উপযোগী করেই লেখা হয়েছে। তবে শেষের গল্পটা একটু অন্যরকম।
◉ শিশুর পছন্দের বইটা তার কোমল হাতে তুলে দেবার আগে, আমাদের দেখতে হবে বইটা নীতি নীতিনৈতিকতায় উন্নীত কিনা। আমি অন্যরকম বা ওই ধরণের কিছুই পাইনি। আপনার যেকোনো সম্পর্কের ছোট কেও থাকলে তাকে দিতে পারেন বা আপনি পড়তে পারেন। আমার মনে হয়েছে বইটা ১০ বছরের বাচাদের জন্য পারফেক্ট হবে। আর ছোটদের পড়ে শুনতে হলে আপনার বাচনভঙ্গি গল্পের সাথে মিলতে হবে। আমরা যদি আগামীতে একটা সুন্দর সুস্থ সমাজের প্রত্যাশী থাকি, তাহলে আমাদের শিশুদের সব প্রচেষ্টা দিয়েই গড়ে তুলতে হবে।
বই: বুক পকেটে জোনাকি
লেখক: মাহদী আবদুল হালিম
প্রকাশনী: মাকতাবাতুন নূর
প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না
পৃষ্ঠা: ১৩৫
প্রচ্ছদ মূল্য: ২২০ টাকা।
রিভিউ : Md. Azizur Rahman Aziz
◉ বইটির লেখক, প্রকাশক, এর সাথে যারা কাজ করেছে তারা, যারা বইটা পড়েছে বা উপহার দিয়েছে তারা, যারা বইটা পড়তে বা উপহার দিতে ইচ্ছুক এবং যারা এই লেখা টা পড়ছেন তাদের সবার জন্য শুভকামনা
আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতু
Ree Rumi – :
অনেক গল্পেই ইসলামি শিক্ষা পাবেন, পাবেন কুরআন ও হাদিস এবং তার শিক্ষা ৷
ব্যক্তিগতভাবে বইটি পড়তে আমি ভীষণ উপভোগ করেছি ৷ বিশেষ করে পরিবারেল ছেলেমেয়েদের জন্য বইটি সংগ্রহ করতে পারেন ৷ শিশুরা গল্পপ্রেমী হয় ৷ গল্প তাদের শেখার উপরণ হিসেবে ভীষণ কার্যকর ৷ তাই তাদের মানসিক বিকাশে গল্পের বই হিসেবে এই বইটি রাখতে পারেন ৷ এবং বললাম আপনারা নিজেরাও কিন্তু বইটি পড়তে পারেন ৷
কিছু গল্পের শিরোনাম বলছি ৷ ‘নাপিতরাজের দুঃখ, ধৈর্যের সবক, লোভের ফল, সততার পুরস্কার, বোকা হাতি, বুদ্ধিমান বণিক, তিনটি আশ্চর্য বিচার, বুদ্ধিমান গাধা প্রভৃতি ৷
গল্পসমূহ থেকে কিছু নীতিকথা তুলে ধরছি
ক. প্রশংসা তার মুখেই মানায় যে প্রশংসার যোগ্য হওয়ার কারণ জানে ৷
খ. পৃথিবীর কোনো বস্তুই অহেতুক নয় ৷ সবকিছুই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে ৷
গ. যত প্রয়োজনই হোক, হারাম পথে, হারাম উপায় অবলম্বন করা কিছুতেই ঠিক নয় ৷
ঘ. কারো বাহিরের অবস্হা দেখে ভেতরটা ভেভে নেওয়া যায় না ৷
ঙ. লোভ কখনোই ভালো নয় ৷লোভের পরিণাম সবসময় মন্দই হয় ৷
বইটি আপনার রকমারি, ওয়াফিলাইফসহ অসংখ্য অনলাইন প্লাটফর্মে পাবেন ৷ সংগ্রহ করে নেন ৷
হ্যাপি রিডিং :)
— রি রুমি
Ree Rumi – :
লেখক : মাহদী আবদুল হালিম
প্রকাশনী : মাকতাবাতুন নুর
প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না
পৃষ্ঠা সংখ্যা : ১৩৫
প্রচ্ছদ মূল্য : ২২০ টাকা
গল্প পড়তে কে না ভালোবাসে ? গল্প করতেও কিন্তু সব্বাই বেশ ভালোবাসে ৷ আমিও একজন গল্পপ্রেমিক মানুষ, গল্প পড়তে ভালোবাসি ৷ ‘মাহদী আবদুল হালিম’ এর লেখা ‘বুক পকেটে জোনাকি’ গল্পগ্রন্হটি পড়লাম( একটু বাকি এখনো ) ৷ বইটি একটি সিরিজের প্রথম বই ৷ সিরিজটির নাম ‘গল্পে গল্পে শিক্ষা’ ৷ এটিই সিরিজটির প্রথম বইটি ৷ বইটিতে মোট তেত্রিশটি গল্প রয়েছে ৷ প্রতিটি গল্পই শিক্ষামূলক, নীতিকথামূলক ৷ গল্পগুলি বেশ মজার, হাস্যরসপূর্ণ ৷ বলা যায় বইটি শিশু-কিশোরদের জন্য রচনা করা হয়েছে ৷ তবে বড়োরাও কিন্তু সমানতালে পড়তে পারেন ৷
অনেক গল্পেই ইসলামি শিক্ষা পাবেন, পাবেন কুরআন ও হাদিস এবং তার শিক্ষা ৷
ব্যক্তিগতভাবে বইটি পড়তে আমি ভীষণ উপভোগ করেছি ৷ বিশেষ করে পরিবারেল ছেলেমেয়েদের জন্য বইটি সংগ্রহ করতে পারেন ৷ শিশুরা গল্পপ্রেমী হয় ৷ গল্প তাদের শেখার উপরণ হিসেবে ভীষণ কার্যকর ৷ তাই তাদের মানসিক বিকাশে গল্পের বই হিসেবে এই বইটি রাখতে পারেন ৷ এবং বললাম আপনারা নিজেরাও কিন্তু বইটি পড়তে পারেন ৷
কিছু গল্পের শিরোনাম বলছি ৷ ‘নাপিতরাজের দুঃখ, ধৈর্যের সবক, লোভের ফল, সততার পুরস্কার, বোকা হাতি, বুদ্ধিমান বণিক, তিনটি আশ্চর্য বিচার, বুদ্ধিমান গাধা প্রভৃতি ৷
গল্পসমূহ থেকে কিছু নীতিকথা তুলে ধরছি
ক. প্রশংসা তার মুখেই মানায় যে প্রশংসার যোগ্য হওয়ার কারণ জানে ৷
খ. পৃথিবীর কোনো বস্তুই অহেতুক নয় ৷ সবকিছুই কোনো না কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে ৷
গ. যত প্রয়োজনই হোক, হারাম পথে, হারাম উপায় অবলম্বন করা কিছুতেই ঠিক নয় ৷
ঘ. কারো বাহিরের অবস্হা দেখে ভেতরটা ভেভে নেওয়া যায় না ৷
ঙ. লোভ কখনোই ভালো নয় ৷লোভের পরিণাম সবসময় মন্দই হয় ৷
বইটি আপনার রকমারি, ওয়াফিলাইফসহ অসংখ্য অনলাইন প্লাটফর্মে পাবেন ৷ সংগ্রহ করে নেন ৷
হ্যাপি রিডিং :)
— রি রুমি
harunorroshis095 – :
বই কিনুন Wafilife থেকে ❤️
কেন কিনবেন👉পড়ুন👇
যারা rokomari থেকে বই কেনেন তাদেরকে বলছি Rokomari.com & Wafilife এর মধ্যে বই এর মূল্য যাচাই করে বই কিনুন।
আমি,মো:হারুন অর রশিদ।আমি একজন ছাত্র।
আমি ইসলামিক বই প্রেমিক❤️।
প্যারাডক্সীক্যেল সাজিদ পরে আমার বই পড়ার আগ্রহ তৈরি হয়েছে❤️।
আগে আমি Rokomari.com থেকেই বই কিনতাম।আমার এক চাচাত ভাই এর কথা শুনে এই Wafilife এ একদিন প্রবেশ করি,এবং অনেক সময়ে ধরে বই দেখি,এবং Rokomari.com & Wafilife এর মধ্যে বয়ের মূর্ল্যের অনেক পার্থক্য দেখতে পাই।Rokomari.com এর চেয়ে Wafilife এ, দাম অনেক কম।
তাই আমি Rokomari থেকে আর বই কিনিনা।এখন আমি Wafilife থেকে বই কিনি।গত ২৮ জানুয়ারিও এখান থেকেই বই কিনছিলাম। আবার ২৮ ফেব্রুআরিও এই পাবলিকেশন থেকেই বই অর্ডরা করলাম।
আমি আরো বই কিনতাম,কিন্তু টাকার সমস্যার কারনে
অনেকগুলো বই কিনতে পারলাম না😰😰😰
তবে ওই বইগুলো আমি পছন্দের তালিকাতে যুক্ত করে রেখেছি,আল্লাহর রহমতে টাকা জোগার করে যদি বইগুলো কিনি তবে ওই বই গুলোও এই wafilife থেকেই কিনব ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহু খাইরুন❤️