বাইতুল্লাহর মুসাফির
মূলত হজের সফরনামা হলেও কত ধরনের কত শিক্ষা যে রয়েছে!
ইখলাস, লিল্লাহিয়্যাত, রূহানিয়্যাত হলো এ বইয়ের প্রাণ! পাশাপাশি আদাবে মুআশারা-মুআমালা ও আদাবে ইনসানিয়াতেরও অপূর্ব সমাহার ঘটেছে এতে। তাহযীবুল আখলাক ওয়াল আফকার ওয়াল লিসান (ভাষা, চিন্তা ও আচরণের সংশোধন)-এর জন্যও অত্যন্ত উপকারী এ বই আদাবুল ইলম ও আদাবুল মুতাআল্লিমীন বিষয়েও যথেষ্ট খোরাক রয়েছে।
.
হজ পালন তো সহজ। কিন্তু আল্লাহর দরবারে কবুল হওয়া? আগে তো মানুষ হজ করতো ‘হাজী’ উপাধি গ্রহণের জন্য। এখন হজ করে সেলফি তোলার জন্য। হজের সময় কলবের কাইফিয়্যাত কেমন হওয়া উচিত তা তো মানুষ জানেই না, হবে কিভাবে! আমার প্রবল ধারণা, হজ কবুল হওয়ার জন্য হৃদয়ের অবস্থা তেমন হওয়া জরুরি, যেমনটা আদীব হুযুর এ বইয়ে উল্লেখ করেছেন। কেননা খুশু-খুযু ও রূহানিয়্যাতই হলো প্রতিটি ইবাদতের প্রাণ।
.
আদীব হুযুর কত উঁচু স্তরের বুযুর্গ, তা এ বই পড়লেই স্পষ্ট হয়।
হজের সময় তাঁর অন্তরের হালত যেমন ছিল, তিনি ঠিক তেমন বর্ণনা দিয়েছেন। বরং অনেক ক্ষেত্রে কলমের সংযমও করেছেন।
তাছাড়া পুরো বইই ইলহামের মতো, যা তাঁর ভূমিকা পড়ে বোঝা যায়।
.
আমার মতে, প্রত্যেকের জন্য এ বই পাঠ করা আবশ্যক। যাদের এখনো হজের সৌভাগ্য হয়নি, তাদের জন্য উত্তম সান্ত্বনা এ বই। তাদের মনে বাইতুল্লাহর মুসাফির হওয়ার আকাঙ্ক্ষা তীব্র করে তুলবে এ বই। আর আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা তীব্র হলেই তো উপর থেকে ডাক আসে। বাইতুল্লাহর মুসাফির হওয়ার সৌভাগ্য যাদের হয়, তাদের জন্য সফরে যাওয়ার আগে একবার হলেও এ বই পাঠ করা উচিত। হজ পালনের সময় অন্তরের কাইফিয়্যাত কেমন হতে হবে, তা জানার জন্য। কেবল হজযাত্রীদের জন্যই নয়, বাইতুল্লাহর প্রেমিক সকল মুসলিমদের জন্য এতে রয়েছে আত্মার খোরক।
-
-
hotকুরআন থেকে নেওয়া জীবনের পাঠ
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন330 ৳241 ৳এককথায়— কুরআন কীভাবে আমাদের জীবনের কথা ...
-
hotজীবন যেখানে যেমন
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন275 ৳201 ৳আরিফ আজাদের নতুন বই 'জীবন যেখানে ...
-
hotগল্পগুলো অন্যরকম
লেখক : সিহিন্তা শরীফা, আনিকা তুবা, আফিফা আবেদিন সাওদা, আরমান ইবন সোলাইমান, আরিফ আজাদ, আরিফ আবদাল চৌধুরী, আরিফুল ইসলাম, আলী আবদুল্লাহ, জাকারিয়া মাসুদ, নুসরাত জাহান, মাহমুদুর রহমান, যাইনাব আল-গাযি, শারিন সফি, শিহাব আহমেদ তুহিন, শেখ আসিফ, সাদিয়া হোসাইন, সানজিদা সিদ্দীক কথাপ্রকাশনী : সমকালীন প্রকাশন350 ৳255 ৳জীবনের কাছে মাঝে মাঝে গল্পও তুচ্ছ ...
-
save offফেরা ২
লেখক : বিনতু আদিলপ্রকাশনী : সমকালীন প্রকাশন190 ৳139 ৳জাগতিক নিয়মে, সব পাখি নীড়ে ফেরে। ...
-
hotপ্রদীপ্ত কুটির
লেখক : আরিফুল ইসলামপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন192 ৳142 ৳মাহির আর লাফিজা। ভার্সিটিতে পড়াবস্থায় দুজনের ...
-
save offদুজন দুজনার
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার240 ৳120 ৳এক ছাদের নিচে একত্রে অনেক বছর ...
-
hotআই লাভ ইউ
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার280 ৳140 ৳বাজারে অশ্লীল প্রেম আর রগরগে বর্ণনার ...
-
save offহজ্জের আধ্যত্মিক শিক্ষা
প্রকাশনী : আস-সুন্নাহ পাবলিকেশন্স40 ৳28 ৳হজ্জে কী কী করতে হবে, এ ...
-
save offজীবন জাগার গল্প ১৩ঃ ওগো শুনছো
লেখক : মুহাম্মাদ আতীক উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার260 ৳130 ৳বইটি পড়লে অবিবাহিতদের মনে হবে এখনি ...
-
fahimmuhammad.iisd – :
চাই না ধনসম্পদ, চাই না খ্যাতি ও সম্মান
তোমার ঘরের ছায়া মাওলা শুধু করো দান…”
পৃথিবীর সব মানুষেরই কোন না কোন স্বপ্ন থাকে,স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে। স্বপ্নই মানুষের জীবন এবং স্বপ্নই অবলম্বন। মানুষের জীবন যেমন বিচিত্র তেমনই বিচিত্র তার জীবনের স্বপ্ন, কিন্তু মু’মিনের সারাজিবনের স্বপ্ন শুধু একটি, দীদারে বাইতুল্লাহ এবং যিয়ারাতে মাদীনাহ। মু’মিন স্বপ্ন দেখে কালো গিলাফের এবং সবুজ গম্ভুজের। একদিন সে বায়তুল্লাহ তাওয়াফ করবে এবং নবীজীর রওযায় সালামের নযরানা পেশ করবে-এই সুমধুর স্বপ্ন দেখেই মু’মিন বেঁচে থাকে,দিনাতিপাত করে। এ স্বপ্নই মুমিনের জীবন, তার জীবনে বেঁচে থাকার অবলম্বন।সেজন্য বাংলার কবি লিখেছেন- “বক্ষে আমার কাবার ছবি,নয়নে মুহাম্মদ রাসুল…”
○ বইটির বিষয়বস্তু ও প্রধান আকর্ষণঃ
“বায়তুল্লাহর মুসাফির” বইটি লেখকের যিয়ারাতে বায়তুল্লাহর আবেগ মিশ্রিত যথাপযুক্ত বর্ণনার বহিঃপ্রকাশ। সাথে আছে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়কালের মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য দেশ গুলোর ভৌগলিক নান্দনিকতার বিবরণ, রাজনৈতিক প্রেক্ষাপটের সুচিন্তনীয় মতামত এবং অকপটে দিয়ে গেছেন দেশবাসীর জন্য মুক্তোঝরা উপদেশাবলি। এ সফরনামায় লেখক সউদি আরব সহ বিভিন্ন দেশের গন্যমান্য ব্যক্তিদের সাথে সাক্ষাত করেছেন, মুসলিম বিশ্বের সংকট নিরসনের সুচিন্তনীয় মতামত দিয়েছেন এবং প্রেস্ক্রাইব করেছেন অমূল্য দিকনির্দেশনাসমুহ ।
○ আমার অনুভূতিঃ
বইটি পড়ে আমার মনে হয়েছে আমি যেন ভ্রমন করছি লেখকের সাথে সেই সুদূরবিস্তৃত মক্কা এবং মদীনার প্রশস্ত রাস্তাধরে। লেখক লিখেছেন কেবল নিজেকে নিয়ে নয় বরং প্রত্যেক পাঠককে সাথে নিয়েছেন তার যাত্রাপথের বিভিন্ন প্রান্তরে। লেখকের ভ্রমন বিস্তর, পাঠক হিসেবে পেয়েছি বিস্তর বর্ণনার দক্ষ প্রকাশভঙ্গী। অন্তর দুলেছে ইশকে ইলাহির তরঙ্গদোলায়। বায়তুল্লাহ যিয়ারাতের তামান্না অন্তরে কষাঘাত করেছে প্রতিমুহূর্তে। বইটির পাঠক সৌভাগ্যবানদের তালিকায় আপনাকে স্বাগতম।
○ বইটির কিছু বিশেষত্বঃ
০১. চমৎকার বর্ণনাভঙ্গি ও নির্মোহ বিশ্লেষণ।
০২. বাইতুল্লাহর প্রতি অপরিসীম আবেগের পরিস্ফুটন।
০৩.শ্রেষ্ঠ ইসলামি চিন্তাবিদদের সাথে মতবিনিময়।
০৪. পাঠকের প্রতি নসিহাহ ও বায়তুল্লাহ যিয়ারাতের কিছু সতর্কবাণী।
০৫. অকপটতা এবং আদবের শিক্ষণ।
০৬. টুকরো-টুকরো ইতিহাসের পাতায় সাময়িক বিচরণ।
০৭. বায়তুল্লাহ সফরকারীর প্রতি উপদেশ ও দিকনির্দেশনা।
০৮.অনবদ্য লেখনী এবং উক্তির প্রয়োগযোগ্যতা।
○ বইটি কাদের জন্যঃ
এ পয়েন্টে বলতে বাধ্য হচ্ছি যে,বইটি কাদের জন্য নয়? সমৃদ্ধ শব্দসম্ভারের নান্দনিকতাপ্রিয় সকল বইপ্রেমি এবং সুন্দর শব্দগঠনপদ্ধতির প্রিয়সী সকল বয়সী মানুষের জন্য এই বইটি পড়া উচিত। বিশেষ করে বায়তুল্লাহ যিয়ারাতের আবেগের ফুল্কি যাদের হৃদয়ে পরিস্ফুটিত হয় তাদের জন্য বইটি পড়া অবশ্য বাঞ্চনীয়। বইটি তাদের জন্য, যারা এবার বায়তুল্লাহর মুসাফিরদের কাতারে শামিল হবেন।আশা করা যায়, এর মাধ্যেম তাদের দিলে ইশক ও মোহাব্বত আরো উদ্দীপ্ত হবে। তাদের অন্তরে প্রেম ও ভালবাসার প্রদীপ নতুন করে প্রজ্জ্বলিত হবে। নতুন নতুন অনুভব-অনুভূতির তরঙ্গদোলায় তাদের হৃদয় আরো আন্দোলিত হবে।
○ বইটির ভাল দিক সম্বলিত অংশঃ
বইটির প্রত্যেকটি অংশে খুব সুন্দর হেডলাইনের অধীনে যথোপযুক্ত বর্ণনার পাশাপাশি বিভিন্ন আরবি,ফারসি কবিতার ছন্দ প্রয়োগ করা হয়েছে।লেখক তার লেখনীতে বাঙালি কবিদের ধর্মীয় ছন্দগুলোরও যথা প্রকাশ ঘটিয়েছেন। বর্ণনাচ্ছলে কুরআনের আয়াত এবং হাদিস থেকে বিভিন্ন শিক্ষামুলক ঘটনার অবতারণা করেছেন নিপুণতার সাথে।
বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, স্বল্পমূল্য। ৪৩১ পৃষ্ঠার বৃহৎ বইটির ক্রয়মূল্য মাত্র দুইশত টাকা।
○ যে বিষয়টি ভাল লাগে নিঃ
এ পয়েন্টে আসলে বলার মত কিছু নেই। কারণ বিশাল সমুদ্রের অজস্র জলরাশিতে এক ফোঁটা কালি তেমন মুল্যই পায়না। তবুও যে দিকটি প্রকাশকদের দৃষ্টি আকর্ষণ করার মত তা হলো, লিখার ফন্টগুলো আরেকটু বড় হলে পড়তে সুবিধা হয়। এতে করে চোখের উপর নির্বিচার চাপ প্রয়োগ কিছুটা লাঘব হবে বলে আশা করা যায়।
○ লেখক সম্পর্কেঃ
সাহিত্যের গুনগত মানে সমৃদ্ধ “বায়তুল্লাহর মুসাফির” বইটির লেখক “আবু তাহের মিসবাহ” হুজুর। তার লিখিত কোনো বই যারা পড়েছেন, অকপটেই স্বীকার করতে বাধ্য হবেন তার লিখার সাহিত্যিক মনন, শব্দচয়নের যৌক্তিকতা, বানানের ব্যাকরণসিদ্ধতা, উক্তির প্রয়োগযোগ্যতা এককথায় অনন্য আর অনবদ্য। তথ্যবহুল বর্ণনার পাশাপাশি আবেগের এক অপূর্ব মিশ্রন কোন বইয়ের পাতায় কোনো লেখক যদি লিখে থাকেন,তাহলে তাদের কাতারে নিঃসন্দেহে প্রথম দিকের অবস্থান এই বইটির লেখকের।
○ বইটি থেকে পছন্দের একটি উক্তিঃ
“দুনিয়াতে সন্তানের জন্য মা হলেন আল্লাহর রহমতের ‘আঁচল’। তুমি যত বড় হও, কিংবা যত ছোট; তুমি যত ভালো হও কিংবা যত মন্দ, মা শুধু জানেন তোমার মাথার উপর মমতার আঁচল ধরে রাখতে। দুর্ভাগা সন্তান অনেক সময় নিজের হাতে মাথার উপরের এই মমতার আঁচল ছিন্ন করে ফেলে।তারপরো মমতাময়ী মা সেই ছিন্ন আঁচলটুকু ধরে রাখেন সন্তানের মাথার উপর ।
প্রিয় পাঠক, তুমি যদি বিশ্বাস করো যে, আমি তোমার কল্যাণকামী তাহলে একটি উপদেশ শোনো, সারা জীবন মায়ের আঁচলের নীচে থাকার চেষ্টা করো । যতদিন তিনি বেঁচে আছেন চোখের পানি দিয়ে তাঁর পায়ের পাতা ভিজিয়ে রেখো, আর মৃত্যুর পর ভিজিয়ে রেখো তাঁর কবরের মাটি ! তাহলে আল্লাহ্ তোমাকে চিরকাল সিক্ত করে রাখবেন তাঁর করুণার শিশিরে।”
○ শেষ কথাঃ
পরিশেষে, ‘বায়তুল্লাহর মুসাফির’ বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। প্রত্যেক মুমিনের অন্তরের লুক্কায়িত আজন্ম লালিত স্বপ্ন “বায়তুল্লাহ যিয়ারাত ও যিয়ারাতে মাদিনাহ” বাস্তবায়ন করে হজ্জ্বে মাকবুল ও মাবরুর নসীব করে সৌভাগ্যবানদের তালিকা আরো সম্প্রসারিত করুন মহান আল্লাহ তা’য়ালা, আমাকে এবং আপনাকে দিয়ে।
M. Hasan Sifat – :
বইটি নিছক কোনো সফরনামা ছিলো না, ছিলো আল্লাহর ঘরে আল্লাহর এক প্রেমিক বান্দার জীবন্ত সফর,জীবন্ত হজ্ব এবং যিয়ারত । যা ভাবিয়েছে, কাঁদিয়েছে আর কল্পনার জগতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে । লেখকের কলম কালি ঝড়িয়েছে বইয়ের পাতায়-পাতায় আর দাগ কেটেছে আমার মতো পাঠকদের হৃদয়ের অলিতে-গলিতে । মৃত হৃদয়েও জাগিয়ে তুলেছে প্রানের স্পন্দন । বহু বছরের শুকনো চোখকেও করেছে অশ্রুসিক্ত । সফরের আবেগঘন মূহুর্তগুলোকে শব্দ আর বাক্যের অলংকারে মুড়িয়ে দিয়ে পাঠক হৃদয়ে ঝড় বইয়ে দিয়েছেন লেখক । নিঃসন্দেহে এই বইয়ের সাহিত্যমান উঁচু স্তরের । ইসলামি অঙ্গনে সাহিত্যমানের যে দুর্বলতা ছিল তার ভিত নাড়িয়ে দিয়েছে এই বই । বাংলা সাহিত্যের বিচারে বইটি একটি অনন্য সংযোজন । বইটির পাতায় পাতায় লেখক সাহিত্যের যে মায়াজাল বুনে গিয়েছেন তা সাহিত্যপ্রেমী যেকোনো পাঠককে এক প্রশান্তিময় সুখ দান করবে ।
–
❖ পাঠ্যানুভূতি—
▔▔▔▔▔▔▔▔▔▔▔
একজন লেখকের ভ্রমন কাহিনীর বিবরণ কতটা জীবন্ত আর হৃদয়গ্রাহী হতে পারে “বাইতুল্লাহর মুসাফির” না পড়লে হয়তো বুঝতেই পারতাম না । পড়ার সময় মনে হয়েছে, সব ঘটনাগুলো নিজের চোখের সামনে ঘটছে । অজান্তেই ভিজে উঠেছে চোখ । রয়েছে “আদবিয়্যাত” ও “রূহানিয়্যাতের” অপূর্ব সম্মিলন । বইটি পড়ে যেমন লেখকের সাহিত্য সৌন্দর্যে মুগ্ধ হয়েছি ঠিক তেমনি, হৃদয়ের গভীরে ভাবের তরঙ্গে আন্দোলিত হয়েছি । যার কারনে আমার মত পাঠক হৃদয়ে এই বই ও বইয়ের লেখক স্থান করে নিয়েছে মনের মণিকোঠায় ।
–
তবে বইয়ের শেষ দিকে, মানে হজ্বের আলোচনার পর ধৈর্য হারিয়ে ফেলেছি । শেষ দিকের আলোচনাগুলো বইয়ের সাথে অপ্রাসঙ্গিক মনে হয়েছে । বইয়ে শুধু বাইতুল্লাহর সফর নিয়ে আলোচনা থাকলেই ভাল লাগতো ।
–
❖ বইটির শিক্ষনীয় বিষয়—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
বইয়ের প্রতিটি পাতায় রয়েছে প্রচুর শিক্ষনীয় বিষয় । এই গোটা সফরনামায় ৩টি শিক্ষনীয় দিক বারবার সামনে এসেছে । সেগুলো হচ্ছেঃ—
(১) সকল আমলের তাৎপর্য অনুধাবন করা এবং স্মৃতিকে জাগরূক রাখা ।
(২) হজ্ব ও হজ্বের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে নিজেকে দূর অতীতের মাঝে বিলীন করে দেয়া এবং তার সাথে অন্তরকে জুড়ে দেয়া ।
(৩) সূক্ষ থেকে সূক্ষতর এবং উচ্চ থেকে উচ্চতর ভাব ও ভাবনা এবং আবেগ ও অনুভূতির মাঝে নিমগ্ন থাকা ।
–
❖ বইটি যাদের জন্য—
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
এই সফরনামাটি মূলত চার শ্রেনীর লোকের জন্য ।
[১]— যারা শীঘ্রই বাইতুল্লাহর মুসাফির হতে যাচ্ছেন তাদের জন্য ।
[২]— যারা হজ্বের গুরুত্বের প্রতি উদাসীন ।
[৩]— যারা সফরনামায় বাংলা সাহিত্যের অমৃত স্বাদ পেতে চান ।
[৪]— যারা মনে করে টাকা আছে হজ্বে না গেলে মানুষ কি মনে করবে ! কিংবা এলাকার লোকের কাছে “হাজী সাব” উপাধী পাওয়ার মানসিকতা নিয়ে থাকেন তাদের চিন্তাধারায় আমূল পরিবর্তন আনার জন্য বইটি এক কথায় অনবদ্য ।
–
❖ শেষ কথা—
▔▔▔▔▔▔▔▔▔▔
প্রিয় ভাই, আপনি যদি সাহিত্য দিয়ে আপনার হৃদয়কে আন্দোলিত করতে চান, তন্ময় হয়ে বইয়ের পাতায় ডুবে থাকতে চান, তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ??
আপনার জন্য করজোরে মিনতি রইলো মহান রবের নিকট একবার হলেও যেন মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন । আশা করি, বইটি পড়লে সফর থেকে লেখকের কুড়িয়ে আনা মুক্তোগুলো পাঠক হৃদয়ে “বাইতুল্লাহ্ এবং নবীজির রওজা” নিয়ে স্বপ্নের এক নতুন ডানা মেলতে সাহায্য করবে । হৃদয়ে ভালোবাসার এক নতুন প্রদীপ প্রজ্বলিত হবে আর নতুন নতুন সব অনুভব-অনুভূতির তরঙ্গ দোলায় হৃদয় আন্দোলিত হবে ।
.
==============================
➤ বইটি “দারুল কলম” প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয়ঃ– ২০০৯ সালে ।
➤ পৃষ্ঠা সংখ্যাঃ— ৪৩১ ।
➤ নির্ধারিত মূল্যঃ—- ২০০ টাকা ।
arefeen.study39 – :
M. Hasan Sifat – :
–
আজ থেকে প্রায় ৩৭ বছর আগে ১৪০৩ হিজরীর কয়েকটি সফরের জীবন্ত বর্ননা উঠে এসেছে এই বইটিতে । বইটি নিছক কোনো সফরনামা ছিলো না, ছিলো আল্লাহর ঘরে আল্লাহর এক প্রেমিক বান্দার জীবন্ত সফর,জীবন্ত হজ্ব এবং যিয়ারত । যা ভাবিয়েছে, কাঁদিয়েছে আর কল্পনার জগতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে । লেখকের কলম কালি ঝড়িয়েছে বইয়ের পাতায়-পাতায় আর দাগ কেটেছে আমার মতো পাঠকদের অন্তরের অলিতে-গলিতে । মৃত হৃদয়েও জাগিয়ে তুলেছে প্রানের স্পন্দন । বহু বছরের শুকনো চোখকেও করেছে অশ্রুসিক্ত ।
একজন লেখকের শব্দ-ভান্ডার এবং তথ্য-ভান্ডার হতে হয় সমৃদ্ধ এবং সৌন্দর্যমন্ডিত । লেখক এ ক্ষেত্রে পূর্ন পারদর্শীতার পরিচয় দিয়েছেন । সফরের আবেগঘন মূহুর্তগুলোকে শব্দ আর বাক্যের অলংকারে মুড়িয়ে দিয়ে পাঠক হৃদয়ে ঝড় বইয়ে দিয়েছেন । চোখকে করেছেন অশ্রুসজল । অন্তরকে দিয়েছেন সজীবতা ।
নিঃসন্দেহে এই বইয়ের সাহিত্যমান উঁচু স্তরের । ইসলামি অঙ্গনে সাহিত্যমানের যে দুর্বলতা ছিল তার ভিত নাড়িয়ে দিয়েছে এই বই । বাংলা সাহিত্যের বিচারে বইটি একটি অনন্য সংযোজন । ভিন্ন ধারার বেশ কয়েকজন লেখক এই বইয়ের প্রশংসা করে বলেছেনঃ— “সফরনামা বিষয়ে বাংলা সাহিত্যের একটি শূন্যতা পূরন করতে সক্ষম হয়েছে বইটি” । আলহামদুলিল্লাহ্, এই শূন্যতা পূর্ন হয়েছে কিনা আমাদের ইসলামী অঙ্গনের একজন আলিমের কলম দ্বারা ! ভাবতেই ভালো লাগে ! বইটির পাতায় পাতায় লেখক সাহিত্যের যে মায়াজাল বুনে গিয়েছেন তা সাহিত্যপ্রেমী যেকোনো পাঠককে এক প্রশান্তিময় সুখ দান করবে ।
—
প্রথমে মাসিক আল কাউসারে এই সফরনামাটি ২৪ টি কিস্তিতে প্রকাশিত হয় এবং পরে পাঠকদের জনপ্রিয়তার স্রোতে দুই মলাটের মাঝে একত্রিত হয়ে গ্রন্থরূপ ধারন করে । মক্কা,মদিনা ছাড়াও বইটিতে
পাকিস্তান,আবুধাবি, ইরাক সফরের কথাও এসেছে । লেখা হয়েছে রক্তভেজা ও অশ্রুঝরা কারবালার কাহিনীও । আরো আছে সমকালীন ইসলামী ইতিহাস ও ইরাক-ইরান যুদ্ধের অজানা সব রহস্য । একটি সফরনামার যেসব বৈশিষ্ট্য এবং সৌন্দর্য থাকা দরকার, তার সবগুলোই এই বইয়ে রয়েছে ।দ্বীনে আসার পর থেকে এর চেয়ে ভালো ইসলামি সাহিত্যমান সম্পন্ন বই আমি আর একটাও পড়িনি ।
–
লেখক তার সমস্ত ভাব ও আবেগের উচ্ছ্বাস দিয়ে বইটি লিখেছেন । প্রথমেই বলেছিলাম, বইয়ের প্রতিটা বর্ননাই জীবন্ত । পড়ার সময় মনে হবে, সব ঘটনাগুলো নিজের চোখের সামনে ঘটছে । অজান্তেই ভিজে উঠবে চোখ । বইয়ের প্রতিটি পাতায় রয়েছে প্রচুর শিক্ষনীয় বিষয় । এ বইতে ফুটে উঠেছে “আদবিয়্যাত” ও “রূহানিয়্যাতের” অপূর্ব সম্মিলন । বইটি পড়ে একদিকে যেমন লেখকের সাহিত্য সৌন্দর্যে মুগ্ধ হবেন ঠিক তেমনি, অন্যদিকে হৃদয়ের গভীরে ভাবের তরঙ্গে আন্দোলিত হবেন । সফরনামার গ্রন্থসমগ্রে তথ্য ও ইতিহাসের চেয়ে জীবন গঠনের উপাদান ও দিকনির্দেশনাই বেশি পাওয়া যায় । সচেতন পাঠক তা থেকে সমষ্টিগত জীবনের নিয়মনীতি, চিন্তার বিশুদ্ধতা,আত্নার পরিশুদ্ধি ও হৃদয়ের উত্তাপ গ্রহন করতে পারে । আর এসকল উপাদানের সবগুলো পাওয়া গেছে এই বইয়ের পাতায় পাতায় । যার কারনে পাঠক হৃদয়ে এই বই ও বইয়ের লেখক স্থান করে নিয়েছে মনের মণিকোঠায় ।
–
এবার সফরের শিক্ষনীয় ঘটনা ও অনুভূতির দিকগুলো নিয়ে কথা বলা যাক……
============================
.
❒ দীর্ঘ দিনের লালিত স্বপ্ন যখন আল্লাহ্ পূরন করে দেন, তখন কৃতজ্ঞতায় পূর্ন সেই অনুভূতিগুলো কেমন হয় তা দেখেছি বইটির পাতায় পাতায় । লেখকের শৈশব থেকে লালিত স্বপ্ন– বায়তুল্লাহ্-য় যাওয়ার ইচ্ছে পূরন হতে চলেছে অবশেষে । লেখক তখন ২৫ বছর বয়েসী একজন যুবক । সেটাই জীবনের প্রথম দীদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মাদীনাহ । স্বপ্ন পূরনের সেই অনুভূতি গুলো ছিল একরাশ আবেগ আর ভালোবাসার সংমিশ্রনে লেখা । যার প্রভাবে আমার মনের গহীনেও “বাইতুল্লাহ্” নিয়ে স্বপ্নের ডানা মেলতে শুরু করেছে । কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর আর সবুজ গম্বুজের নিচে নবিজীর রওজার সান্নিধ্যে যেতে মানুষের এতো-এতো আবেগ আর ভালোবাসা থাকতে পারে ,তা আমার ধারনায়ও ছিল না কখনো ।
–
❒ পশ্চিম আকাশে রামাযান মাসের চাঁদ উঁকি দিয়েছে । আর তিন দিন পরেই সেই বহুল প্রতিক্ষীত সফর । সফরের আগের রাতে বাড়ি ফেরার সময়ে লেখকের পথ আটকে ধরে পুলিশ । দেশে তখন চলছে সামরিক পরিস্থিতি । রাত পোহালেই সফর আর রাতে এই বিপদ ! অনাকাঙ্খিত বিপদ থেকে বেঁচে আসার ঘটনাটা পড়ার পর লেখকের সাথে সাথে আমিও যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গিয়েছিলাম । পরদিন সকালে সফরের উদ্দেশ্যে বের হবার পর সেই পুলিশগুলোর সাথে লেখকের আবার দেখা হয় । তারপর কি ঘটেছিল ? থাক্, সেই চমৎকার ঘটনাটা না হয় বইয়ের পাতাতেই থাকুক !
–
❒ সকাল ৮ টা । বিমান ছুটছে । বিমান থরথর করে কাঁপছে । লেখক এই অংশে যে আবেগ দিয়ে লিখেছেন তাতে আমার ভাবনার জগতেও কাঁপুনি উঠিয়ে দিয়েছে । ইচ্ছে করছিল লেখকের সাথে আমিও আকাশে উড়াল দেই ।
–
❒ বিমান পৌছায় পাকিস্তানের মাটিতে । ১০ দিনের জন্য মাদ্রাসার কাজে লেখককে পাকিস্তানে কাটাতে হয় । সেই সফর গুলোতে ছিল মুসলিম ভ্রাতৃত্ববোধের অপূর্ব সব গল্প । পাকিস্তানের পর ১০ দিনের জন্য এবার তাদের সফর আবুধাবিতে । আবুধাবির বিমানবন্দরে তাদেরকে নিতে আসার কথা ছিল একজনের । কিন্তু তিনি এলেন না । সেই লোকের ফোন নাম্বারটা পর্যন্ত ভুলে গেছেন । তারা এখন ঠিকানাহীন মুসাফিরের মত । কি করবে,কোথায় যাবে,কাকে ডাকবে কোনো উপায়ই খুঁজে পাচ্ছিল না । হঠাৎ একজনকে ডাকার কথা মনে পড়ে গেল । মানুষের ভীড় এড়িয়ে এক কোণে গিয়ে লেখক দু’রাকাত সালাত পড়লেন । সেই সালাতের কথা উল্লেখ করতে গিয়ে লেখক তার পাঠকদেরকে হৃদয় গলানো এক বার্তা দিয়েছেন । বিপদে পড়লে কোথায় আশ্রয় চাইতে হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন ।
সেই বার্তাটুকু হুবহু উল্লেখ করছি—-
.
✦ “আব্বাকে সারাজীবন দেখেছি , বিপদ এসেছে , সমস্যা প্রকট হয়েছে , আর তিনি জায়নামাযে দাঁড়িয়েছেন । বিপদ ও সমস্যা দূর হয়ে গেছে , কখনো স্বাভাবিকভাবে , কখনো অকল্পনীয়ভাবে ।
সারা জীবন দেখেছি , কিন্তু অনুসরন করতে শিখিনি । বিপদে পড়েই আমরা শুরু করি দৌড়ঝাপ , কিংবা হা-হুতাশ । হয়রানি ও পেরেশানি তাতে কমে না উল্টো বাড়ে । আব্বা বলতেন, যখন তোমার কোনো ঠিকানা থাকে না , নামাজকে বানাও তোমার ঠিকানা , যখন তোমার কোনো আশ্রয় থাকে না তখন নামাজের আশ্রয় ভুলে যেও না । নামাযের মাধ্যমে যাকে ডাকবে তিনি তোমাকে দেবেন নিশ্চিত আশ্রয় ও ঠিকানা” । ✦
লেখক ডাকলেন সেই মহান সত্ত্বাকে । অজানা,অচেনা এইদেশে তাদের দরকার এখন একটা আশ্রয় । এর পরেরটুকু শুনতে চান, কিভাবে এসেছিল সাহায্য ?
থাক্ । সেটুকুও বইয়ের পাতাতেই থাকুক । অবিভূত হয়ে যাবেন পরের ঘটনাটা পড়লে । কিভাবে মহান “রব” লেখককে সেই কঠিন সময়টাতে সাহায্য করেছিলেন । এ বই শুধু সফরনামাই না, যেন দুআ কবুলের এক উপাখ্যান ।
–
❒ এরপর জিদ্দার উদ্দেশ্যে যে বিমানে উঠলেন সেখানে কথা হয় ফিলিস্তীনি এক বৃদ্ধের সাথে । তার পরিবারের সাথে ইহুদী সন্ত্রাসীরা যে বর্বরতা চালিয়েছিল সে ঘটনাটা পড়ে চোখ ছলছল করে উঠবে যেকোনো পাঠকের ।
রিয়াদ বিমানবন্দরে বিমান অবতরনের সময় ঘটলো এক ভয়াবহ ঘটনা । ঘটনাটা পড়েছি আর হৃদকম্পন বেড়েই চলেছিল । বিমান বারবার আকাশে চক্কর দিচ্ছে কিন্তু অবতরন করছে না । বিমানের সামনের চাকা নামছে না । জরুরী অবতরনের ঘোষনা আসলো । যাত্রীদের মধ্যে কান্নার রোল পরে গেল, কেউ কেউ সিটবেল্ট খুলে পাগলের মতো আচরন করতে লাগলো । যেন কিয়ামতের এক ক্ষুদ্র নমুনার সাক্ষী আমিও হয়ে গেলাম !
–
❒ অবশেষে হিযাজের ভূমিতে পা রাখলেন লেখক । পাহাড়ের কোল ঘেঁষে,, কখনো মরুভূমির বুক চিড়ে বাইতুল্লাহর উদ্দেশ্যে বাস ছুটছে । পুরো বাসে ছিল “লাব্বাইক” ধ্বনি । কল্পনা করতেই গায়ে কাটা দিয়ে উঠছিলো আমার । লেখা গুলো পড়তে পড়তে নিজের
অজান্তেই আমারো মুখ থেকে কতবার বেরিয়ে গিয়েছিলো সেই মর্মস্পর্শী ধ্বনি ।
আলোর শহর মক্কা এসে গেছে । দূর থেকে দেখা গেল হারামের আলোকিত মিনার । লেখক এখানে যেভাবে লিখেছেন ইচ্ছে করছে সেই পৃষ্ঠা গুলোর ছবি তুলে পোস্ট করি । লেখকের সাথে সাথে আমারো সমগ্র সত্ত্বায় যেন এক অদ্ভুত শিহরন অনুভূত হচ্ছিলো ।
–
❒ দৃষ্টি অবনত রেখে হারামে প্রবেশ করলেন লেখক । শৈশব থেকে লালিত স্বপ্ন আজ পূর্ন হলো । লেখাগুলো যখন পড়েছি মনে হয়েছিল লেখকের সঙ্গে আমিও প্রবেশ করছি মসজিদুল হারামে । কল্পনার অপূর্ব জগতে হারিয়ে গিয়েছিলাম । পরবর্তী পৃষ্ঠা গুলোর লেখা পড়তে পড়তে আপনিও হয়তো কল্পনায় চলে যেতে পারেন কাবার প্রান্তরে ।
আল্লাহর ঘর প্রথম দেখার এবং পবিত্র ভূমির প্রতিটি স্থানের সান্নিধ্য লাভের আবেগ ও তৃপ্তি, হৃদয়ের শিহরন ও কম্পনের যে চিত্র অঙ্কন করা হয়েছে, তাতে পাঠক হৃদয় আন্দোলিত না হয়ে পারেই না ।
–
❒ স্বপ্ন শুরু হতে না হতেই শেষ হয়ে গেল । মাদ্রাসার কাজে দেশে ফিরতে হবে তাদের । তাই এখন গন্তব্য নবীজির শহর মদীনাতে । সবুজ গম্বুজের সান্নিধ্যে যাওয়ার জন্য লেখকের লেখনীতে যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে, তা ছিল দেখার মতো । যা দেখে আমিও সবুজ গম্বুজের ভালোবাসায় সিক্ত হয়ে গিয়েছিলাম ।
–
❒ মদীনার দিন-রাত্রি শেষ । এবার দেশে ফেরার পালা….
২৮ শে রামাযান ।
জিদ্দার উদ্দেশ্যে গাড়িতে চড়লেন তারা । পথিমধ্যে গাড়ির ইঞ্জিন গেল বিগড়ে । একবার না বেশ কয়েকবার । বিমান ছাড়বে রাত ৮ টায় । অথচ গাড়ি বিমানবন্দরে পৌছলো রাত ৯ টা বাজার কয়েক মিনিট আগে । এতক্ষনে বিমান হয়তো ডানা মেলেছে আকাশে । কিন্তু সত্যি কি তাই ? কি হয়েছিলো সেদিন ? জানতে হলে বইটা পড়তে হবে । ঘটনাটা ছিল বিষ্ময়কর, যা আপনাকে ভাবাবে !
–
❒ ১১২ পৃষ্ঠায় লেখক “মা” এর প্রতি দায়িত্ব-কর্তব্য সম্পর্কে পাঠকদের একটা চমৎকার মেসেজ দেয়ার চেষ্টা করেছেন । যেটা সত্যিই পাঠকদের মনে দাগ কাটার মতো । সেই মেসেজটুকু লিখে দিচ্ছি নিচেঃ—
.
✦ “দুনিয়াতে সন্তানের জন্য মা হলেন আল্লাহর রহমতের ‘আঁচল’। তুমি যত বড় হও, কিংবা যত ছোট; তুমি যত ভালো হও কিংবা যত মন্দ, মা শুধু জানেন তোমার মাথার উপর মমতার আঁচল ধরে রাখতে । দুর্ভাগা সন্তান অনেক সময় নিজের হাতে মাথার উপরের এই মমতার আঁচল ছিন্ন করে ফেলে । তারপরো মমতাময়ী মা সেই ছিন্ন আঁচলটুকু ধরে রাখেন সন্তানের মাথার উপর । প্রিয় পাঠক, তুমি যদি বিশ্বাস করো যে, আমি তোমার কল্যাণকামী তাহলে একটি উপদেশ শোনো, সারা জীবন মায়ের আঁচলের নীচে থাকার চেষ্টা করো । যতদিন তিনি বেঁচে আছেন চোখের পানি দিয়ে তাঁর পায়ের পাতা ভিজিয়ে রেখো, আর মৃত্যুর পর ভিজিয়ে রেখো তাঁর কবরের মাটি ! তাহলে আল্লাহ্ তোমাকে চিরকাল সিক্ত করে রাখবেন তাঁর করুণার শিশিরে” । ✦
–
❒ এরপর মাঝখানে ঘটে গেল বেদনাবিধুর অনেক ঘটনা । এরই মধ্যে হাফেজ্জী হুজুরের হজ্ব যাত্রা শুরু হতে যাচ্ছে । আফসোস আর অনুতাপের আগুনে লেখক যখন পুড়ে ছাড়-খার হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আসে, তার ঘরে আবার মেহমান হয়ে যাওয়ার ডাক । মাত্র পাঁচ দিনের মাথায় আল্লাহর ঘর থেকে ওমরা করে ফিরে আসা সেই মুসাফিরকে আল্লাহ্ সেবছরই দান করেন হজ্ব করার সূবর্ন সুযোগ । তবে এবার দাওয়াত এসেছে লিবিয়া দূতাবাস থেকে । হজ্বের উদ্দেশ্যে বিমানে ওঠার আগ মূহুর্ত পর্যন্ত পর-পর যেসব ঘটনা গুলো ঘটলো তা আপনাকে ভাবিয়ে তুলবে,কাঁদাবে । প্রতিটা কঠিন মুহূর্ত আল্লাহ্ কিভাবে সহজ করে দিয়েছিলেন– তা ছিল দেখার মতো ।
এখান থেকে যেটা শিখেছি, সেটা হলো— “আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য দরকার সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা, ইচ্ছা আর ভালোবাসা” । আর সেটা থাকলে আল্লাহ্ পৌছে দিবেন তার ঘরের শীতল ছায়ায় ।
–
❒ অবশেষে লেখকের সৌভাগ্য হয় হাফেজ্জী হুজুরের সাথে হজ্ব করার । তাদের হজ্বের কাফেলার কেন্দ্রবিন্দু ছিলেন “হাফেজ্জী হুজুর” । তিনি ছিলেন সবার অনুকরনীয় । তাদের কাফেলার হজ্জ্ব যেন জীবন্ত হয়ে উঠেছিল তারই জন্য । মুযদালিফায় রাত্রি যাপনের রাতটির কথা লেখক নিজের সেরাটা দিয়ে লিখেছেন । লেখকের লেখায় যেন নূর ঝড়ছিলো । উপরে তারা ভরা আকাশ এবং একটি প্রায় পূর্ন চাঁদ ; নীচে মুযদালিফার
মরুভূমির বালু । লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে সেই বালুর শয্যায় । আমিও যেন কল্পনার জগতে হারিয়ে গিয়েছিলাম । কল্পনার জগতে নিজেকে আবিষ্কার করি সেই লক্ষ-লক্ষ মানুষের ভীড়ে !
–
❖ একটি গুরুত্বপূর্ন বিষয়ঃ–
“““““““““““““““““““““`
যেই মানুষগুলো বুড়ো বয়সে একটা হজ্ব দিয়ে এসে ভালো হয়ে যাওয়ার আশা করে,তাদের অনেকেই শেষ বয়সে এসে তা আর পারে না । কিংবা অনেক হাজিকেই দেখবেন হজ্ব করে এসেছেন । বেশ ভূষায় পরিবর্তন এসেছে । কিন্তু হজ্বে যাওয়ার আগের যেই তিনি, সেই
তিনিই রয়ে গিয়েছেন । এখনো মাপে কম দেন, মিথ্যা বলেন, লেনদেনে কারচুপি করেন, অকথ্য ভাষায় গালাগালি দেন । ইত্যাদি,ইত্যাদি…….
প্রতি বছর লাখ লাখ মানুষ হজ্ব করতে যায় ঠিকই কিন্তূ নিছক আহকাম ও মাসায়েলের দিক থেকে খুব কম মানুষের হজ্ব সহীহ-শুদ্ধ হয় । লেখক এ কারনে একটি গুরুত্বপূর্ন মেসেজ দিয়েছেন যে, “এত কষ্টের হজ্ব যারা করবেন, হোক ফরয বা নফল,তারা যেন নির্ভরযোগ্য কোনো আলিমের তত্ত্বাবধানে পূর্ন প্রস্তুতি গ্রহন করে তারপরে যায় । তাহলে হজ্বের ন্যূনতম শুদ্ধতা নিশ্চিত হয় । আরো ভাল হয় প্রতিটি কাফেলায় একজন বিজ্ঞ আলিমের উপস্থিতি যদি নিশ্চিত করা যায়” । এই মেসেজটা যে কতটা গুরুত্বপূর্ন সেটা বুঝতে পারবেন বৃদ্ধ বয়সে এসেও হাফেজ্জী হুজুরের জীবন্ত হজ্ব দেখে । অনেক কিছু শেখার আছে । তিনি ছিলেন সকলের অনুকরনের কেন্দ্রবিন্দু । যখনই লেখকের কোনো ভুল বা বিচ্যুতি ঘটতে যাচ্ছিল তখন তিনিই সংশোধন করে দিয়েছেন । তাই হজ্বের ক্ষেত্রে আল্লাহর একজন প্রিয় বান্দার সোহবত খুবই জরুরী । এতে হজ্বের লক্ষ্য ও উদ্দেশ্য কিছুটা হলেও অর্জিত হয় । আর সোহবতের এই গুরুত্বপূর্ন বিষয়টাই লেখক স্পষ্ট ভাবে, পাঠকদের সামনে তুলে ধরেছেন ।
————–
❒ কোরবানীর মাহাত্ন্য এবং সেটা যে কতটা আন্তরিকতার সাথে হওয়া উচিত সেটাও উঠে এসেছে এই সফরনামায় । আল্লাহর যেসব বান্দারা আন্তরিকতা নিয়ে কোরবানি করে তাদের আন্তরিকতার মাত্রাটা আরো বৃদ্ধি করার মতো একটা হৃদয় ছোঁয়া লেখনী এটা । রিভিউ পাঠকদের জন্য সেই লেখাটা হুবহু তুলে ধরছি, যারা বইটা পড়েনি তারা যেন বুঝতে পারে, লেখক কতোটা আবেগ আর ভালবাসা নিয়ে এই সফরনামার কলম ধরেছিলেন ।
.
✦ “আব্বাকে কোরবানি করতে দেখেছি । আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে,পরবর্তীতে কিছুটা অনুভব অনুভূতি সঙ্গে করে । কোরবানির হাটে আব্বাকে দেখেছি । কেমন দেখেছি তা হয়ত বুঝিয়ে বলতে পারবো না,শুধু বলতে পারি,সেখানে আব্বার মতো কাউকে কখনো দেখিনি । রওয়ানা হওয়ার আগে আব্বা দু’রাকাত নামায পড়েন । সে নামাযে আব্বার দাড়ি তো ভেজে জায়নামাযও ভেজে । মোনাজাতে সেকি কাকুতি-মিনতি ! দেখেছি, শিখতে পারিনি । খরিদ করার পর আব্বার প্রথম কাজ হলো পশুটিকে ‘আদর’ করা এবং আশ্চর্য, কোন পশুকে দেখিনি আব্বার আদর প্রত্যাখ্যান করতে !
কয়েকবছর আগে – আব্বার তখন খুব বিপর্যস্ত জীবন এবং জীবনে সেই একবার তিনি শরীকে কোরবানি করেছেন- কোরবানির হাটে আব্বার সঙ্গে আছি; দেখি, চোখে ধরে এমন একটি গাভীর দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে বলছেন, দিলের তামান্না, তোকে কোরবানি দেই, যাবি আমার সঙ্গে ! আমার যে তাওফীক নাই তোকে নেয়ার ।
প্রিয় পাঠক,এমন বাবার কোরবানি দেখা সন্তানকে কি ভাগ্যবান বলা যায় না ! প্রার্থনা করি,প্রতিটি মুসলিম সন্তান যেন দেখতে পায় আমার বাবার মত কোরবানি ।
আব্বা কোরবানির পশু বাড়িতে আনেন ঈদের দু’একদিন আগে । সেই পশুকে তিনি এমন যত্ন করেন যেন আদরের সন্তান ! কত বার যে তাঁর তিরস্কার শুনেছি গরুটার ঠিকমত ‘খিদমত’ হচ্ছে না বলে ! কোরবানির গরুর চারপাশে কয়েল জ্বেলে দেন, যাতে মশা কষ্ট না দেয় । একবার তো রীতিমত মশারি টানানোর ব্যবস্হা করেছিলেন ! হাসছো তুমি ! আমি কিন্তু সত্য কথা বলছি !
কোরবানির দিন আমরা গোসল করি ; আব্বা কোরবানির পশুকে ‘স্নান’ করান । ঈদের নামায পড়ে আসার পরে তিনি একেবারে বদলে যান ! আমার কাছে একেবারেই অচেনা হয়ে যান ! কোরবানির পশুকে যখন শোয়ানো হয় আব্বার চোখে তখন পানি এসে যায়, কখনো শব্দ করে কেঁদে ওঠেন । বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালান তাঁর বেচায়ন অবস্হা হয় দেখার মত; যেন পশুর গলায় নয় তিনি ছুরি বসিয়েছেন আপন সন্তানের গলায় ! এমন কোরবানি আমি আর কারো দেখিনি ! এমন মমতার সঙ্গে ছুরি হাতে নিলেই হয় কোরবানি, নইলে হয়ে যায় কসাই ও জবাই । কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন দান করেন আমার বাবার মত কোরবানি ‘কারনেওয়ালা’ !
কথাগুলো কেন বললাম জানো ? গতবছর কোরবানির হাটে একটি দৃশ্য দেখেছিলাম, মনে হয়েছিলো, একটি ‘পশু’ একটি পশুকে ধরে নিয়ে যাচ্ছে ! কোরবানির প্রতিটি পশুকে আল্লাহ যেন এমন পশু থেকে রক্ষা করেন ।
হে ভাই ! তুমি যখন কোরবানির হাটে যাবে, কোরবানির পশু খরিদ করবে এবং কোরবানির পশুর গলায় ছুরি চালাবে তখন আমার এ কথাগুলো মনে রেখো” । ✦
–
–
❒ দ্বিতীয় জামরা সম্পন্ন করার পর লেখক তার প্রত্যাশার সীমাহীন উচ্ছ্বাস নিয়ে, হৃদয়ের সবটুকু আকুতি ঢেলে আল্লাহর কাছে মুনাজাত করলেন । সেই মুনাজাতের দু’আ গুলো ছিল আল্লাহর প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসার বহিঃপ্রকাশ । প্রতিটা দু’আর শেষে লেখকের সাথে সাথে আমিও “আমীন-আমীন” বলে ফেলেছিলাম অজান্তেই । শেষে মনে মনে এটাও বলেছিলাম,”হে আল্লাহ্, যে লেখকের লেখনীর মাধ্যমে তোমার ঘরের প্রতি আমার হৃদয়ের গহীনে ভালোবাসার বীজ বপন হয়েছে, তুমি তার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিও, তাকে উত্তম প্রতিদান দিও । তার ইহজীবন এবং পরজীবনের জন্য তুমিই যথেষ্ট হয়ে যেও ।
–
❒ এই গোটা সফরনামায় ৩টি বিষয় বারবার সামনে এসেছে । সেগুলো হচ্ছেঃ—
(১) সকল আমলের তাৎপর্য অনুধাবন করা এবং স্মৃতিকে জাগরূক রাখা ।
(২) হজ্ব ও হজ্বের বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে নিজেকে দূর অতীতের মাঝে বিলীন করে দেয়া এবং তার সাথে অন্তরকে জুড়ে দেয়া । কারন এভাবেই হজ্বের আমলের নূর ও নূরনিয়াতের সৃষ্টি হতে পারে ।
(৩) সূক্ষ থেকে সূক্ষতর এবং উচ্চ থেকে উচ্চতর ভাব ও ভাবনা এবং আবেগ ও অনুভূতিন মাঝে নিমগ্ন থাকা ।
–
–
❖ পরিশেষে বলতে চাই,, এই সফরনামাটি দুই শ্রেনীর লোকের জন্য ।
[এক]— যারা শীঘ্রই বাইতুল্লাহর মুসাফির হতে যাচ্ছেন । আর,
[দুই]— যারা হজ্বের গুরুত্বের প্রতি উদাসীন ।
যারা মনে করে টাকা আছে হজ্বে না গেলে মানুষ কি মনে করবে ! কিংবা এলাকার লোকের কাছে “হাজী সাব” উপাধী পাওয়ার মানসিকতা নিয়ে থাকেন তাদের চিন্তাধারায় আমূল পরিবর্তন আনার জন্য বইটি এক কথায় অনবদ্য ।
যারা হজ্ব সম্পর্কে উদাসীন, আশা করি তারা এই বইটা পড়লে সফর থেকে লেখকের কুড়িয়ে আনা মুক্তো গুলো তাদের অন্তরে “বাইতুল্লাহ্ এবং নবীজির রওজা” নিয়ে স্বপ্নের এক নতুন ডানা মেলতে সাহায্য করবে । হৃদয়ে ভালোবাসার এক নতুন প্রদীপ প্রজ্বলিত হবে আর নতুন নতুন সব অনুভব-অনুভূতির তরঙ্গ দোলায় হৃদয় আন্দোলিত হবে ।
–
ভাই, আপনি যদি বাংলা সাহিত্যের অমৃত স্বাদ পেতে চান তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ? আপনি যদি সাহিত্য দিয়ে আপনার হৃদয়কে আন্দোলিত করতে চান, তন্ময় হয়ে বইয়ের পাতায় ডুবে থাকতে চান, তাহলে কেন “বাইতুল্লাহর মুসাফির” পাঠ করছেন না ??
হে পাঠক, আপনার জন্য করজোরে মিনতি রইলো মহান রবের নিকট একবার হলেও যেন মহান রব আপনাকে এই বইটি পড়ার সৌভাগ্য দান করেন । আমিন ।
==========================
–
▌ উপরের রিভিউটিতে আমি ৩ টি গুরুত্বপূর্ন বিষয়ের উপর লেখকের হৃদয় নিংড়ানো কথা গুলো বই থেকে হুবহু তুলে ধরেছি । সেগুলো হচ্ছে—–
(১) বিপদে পড়লে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার গুরুত্ব ।
(২) পাঠকদেরকে “মা” এর প্রতি অনুগত হওয়ার উপদেশ বার্তাটি ।
আর….
(৩) লেখকের বাবার পশু কোরবানির জীবন্ত বর্ননা ।
—– এই তিনটি লেখা এ কারনেই হুবহু তুলে ধরেছি যে, যারা বইটি এখনো পড়েনি,তারা যেন লেখকের হৃদয় নিংড়ানো কথা গুলো পড়ে বইটি পড়ার আগ্রহ জন্মাতে পারে, তার সাহিত্য সৌন্দর্যের এক ঝলক দেখে নিতে পারে, মুগ্ধ হতে পারে ।
বইটি ৪৩১ পৃষ্ঠা বিশিষ্ট একটি দীর্ঘ সফরনামা । যার কারনে এই রিভিউটাও দীর্ঘ হয়ে গেছে । যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে পুরো রিভিউটা শেষ পর্যন্ত পড়েছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা । আল্লাহ্ তাদেরকে উত্তম প্রতিদান দিন । ▌
মশিউর রহমান খান – :