মেন্যু
  • You cannot add "রুকইয়াহ" to the cart because the product is out of stock.
bandar dake Allahor shara

বান্দার ডাকে আল্লাহর সাড়া

পৃষ্ঠা : 360, কভার : হার্ড কভার
 দুআ, যিকর ও রুকইয়ার উপরে বিশ্বে সর্বাধিক পঠিত 'আয যিক্‌র ওয়াদ দুআ, ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ' বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ 'বান্দার ডাকে আল্লাহর সাড়া'। বইটির বৈশিষ্ট্য : •... আরো পড়ুন
পরিমাণ

365  500 (27% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

11 রিভিউ এবং রেটিং - বান্দার ডাকে আল্লাহর সাড়া

5.0
Based on 11 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    abdur0rahman99:

    বাংলাভাষী মুসলিম উম্মাহর জন্য একটি নির্ভরঘোগ্য দোয়ার বইয়ের প্রয়োজন যেখানে সকল প্রয়োজনী ছিল বহুদিনের। যেখানে দোয়াসমূহের পাশাপাশি দোয়া সংক্রান্ত যাবতীয় বিধিবিধান আলোচনা করা হবে।
    আলহামদুলিল্লাহ! আনন্দের বিষয় হচ্ছে সেই লক্ষ্য সামনে রেখে সকল প্রয়োজনীয় দোয়া ও তার দিকনির্দেশনা নিয়ে প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল বায়ান থেকে প্রকাশিত হয়েছে ” বান্দার ডাকে আল্লাহর সাড়া ” বইটি। বইটি শাইখ ড. সাঈদ ইবনু আলী ইবনি ওয়াহাফ কাহতানি রাহিমাহুল্লাহর লেখা “আয যিকর ওয়াদ দু’আ ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ” এর অনুবাদ। বইটি অনুবাদ করেছেন শায়খ জিয়াউর রহমান মুন্সী।
    .
    ▶ সার-সংক্ষেপঃ-
    বইটিকে লেখক মূলত তিন পর্বে বিভক্ত করে আলোচনা করেছেন । পর্বগুলো হলো- “জিকর ও আল্লাহর স্মরণ”, “দুআ”, এবং “রুকাইয়া বা ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা” । প্রতিটি পর্বে যোগ হয়েছে অসংখ্য অধ্যায় ও পরিচ্ছেদ।
    .
    * ১ম পর্ব- জিকরঃ-
    প্রথম পর্বের আলোচনা শুরু হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে যিকর বা আল্লাহর স্মরণ এর মহত্ব ও তাৎপর্য বর্ণনার মধ্য দিয়ে। তুলে ধরা হয়েছে কুরআন ও হাদীসে বর্ণিত জিকরসমূহ। এই অধ্যায়ে পাঠক বুঝতে পারবেন সকাল হতে সন্ধ্যা, জন্ম হতে মৃত্যু, সুস্থ অসুস্থ সহ সর্বাবস্থায় রাসূল (স:) আমাদেরকে আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া করতে বলেছেন।
    .
    * ২য় পর্ব- দুআঃ-
    এই অধ্যায়ে লেখক দোয়া সম্পর্কিত বেশকিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচিত হয়েছে দুআর গুরুত্ব, মর্মকথা, প্রকারভেদ ও মহত্ব সম্পর্কে। একজন মানুষ দোয়া করলে কেন কবুল হয়না। কি করলে, এবং কি কি শর্ত পালন করলে দোয়া কবুল হবে, কোন স্থান এবং কোন সময়ে দোয়া করলে কবুল হবে, ইত্যাদি বিস্তারিত জানতে হলে বইটির দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই পড়ুন।
    .
    * ৩য় পর্ব- রুকইয়াহঃ-
    আমরা দৈনন্দিন জীবনে অনেক অসুখ-বিসুখের সমুক্ষীন হয়ে থাকি। অনেক রকম ঔষধ সেবন ও চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেও কিছুতেই অসুখ সারছে না। কিন্তু আমরা চিন্তাও করিনা যে মানব প্রদত্ত এসব পদ্ধতির বাইরেও একটা আলাদা পদ্ধতি রয়েছে। মহান আল্লাহ প্রদত্ত সেই চিকিৎসা পদ্ধতির নাম রুকইয়াহ।
    ,
    ▶ বইটি কাদের জন্য উপযুক্ত এবং কেন পড়বেন??
    ১। আপনি যদি দৈনন্দিন জীবনে দোয়া সম্পর্কিত কোন বিস্তারিত বই সম্পর্কে জানতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন।
    ২। আপনি যদি জানতে চান যে রাসূল (স:) হাদীসে বর্ণিত দোয়াগুলো কখন, কাকে এবং কোন প্রেক্ষাপটে শিক্ষা দিয়েছেন তাহলে বইটি আপনার জন্যই।
    ৩। বইটি পড়ে বিভিন্ন অসুখ বিসুখ, জাদু, জীনের আসর সহ অনেক রুকইয়াহ নিজে নিজেই করতে পারবেন।
    .
    ▶ যা কিছু ভালো লেগেছেঃ-
    ১। দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রচ্ছদ।
    ২। পৃষ্ঠাসজ্জা ও অধ্যায় বিন্যাস।
    ৪। উপস্থাপনার ধরন। দোয়াগুলো একপাশে আরবী ও একপাশে বাংলা দিয়ে লাইন বাই লাইন অনুবাদ করা। যার কারনে দোয়া ও অনুবাদ একই সাথে পড়তে সুবিধা হচ্ছে।
    ২। প্রতিটি দু’আয় তাহকীক সহ হাদীস গুলোর রেফারেন্স।
    .
    ▶ বইয়ের গুণগত মান ও অনুবাদঃ-
    বইয়ের কভার, প্রচ্ছদ, বাইন্ডিং যথেষ্ট ভালো। ভিতরের পৃষ্ঠাসজ্জা ও পেজ কোয়ালিটি উন্নত মানের। দক্ষ অনুবাদক জিয়াউর রহমান মুন্সীর অনুবাদে বইটি হয়েছে সহজ, সাবলীল ও প্রাণবন্ত। বিষয়সমূহের ধারা বর্ণনা, ভাষাশৈলী ও উপযুক্ত শব্দচয়ন বইটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
    বইতে বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন।
    .
    ▶ ব্যক্তিগত অনূভুতিঃ-
    ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী রাখা হয়েছে। পিডিএফ এ যতটুকু পড়লাম তাতেও কোন ভুল পরিলক্ষিত হয়নি। প্রতিটি পাতায় রয়েছে লেখক ও অনুবাদের কঠোর পরিশ্রমের ছোয়া। বইতে লেখক মুসলিম উম্মাহর সামনে রাসূল (স:) হতে বর্ণিত দোয়া সমূহ সগৌরবে তুলে ধরার চেষ্টা করেছেন ।
    বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে রাসূল (স:) হতে প্রাপ্ত দোয়ার ভাণ্ডার কত বিস্তৃত। তার থেকে অল্প পরিমানই আমরা জানি। অথচ প্রত্যেকটি দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।
    12 out of 12 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    আব্দুর রহমান:

    বাংলাভাষী মুসলিম উম্মাহর জন্য একটি নির্ভরঘোগ্য দোয়ার বইয়ের প্রয়োজন যেখানে সকল প্রয়োজনী ছিল বহুদিনের। যেখানে দোয়াসমূহের পাশাপাশি দোয়া সংক্রান্ত যাবতীয় বিধিবিধান আলোচনা করা হবে।
    আলহামদুলিল্লাহ! আনন্দের বিষয় হচ্ছে সেই লক্ষ্য সামনে রেখে সকল প্রয়োজনীয় দোয়া ও তার দিকনির্দেশনা নিয়ে প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল বায়ান থেকে প্রকাশিত হয়েছে ” বান্দার ডাকে আল্লাহর সাড়া ” বইটি। বইটি শাইখ ড. সাঈদ ইবনু আলী ইবনি ওয়াহাফ কাহতানি রাহিমাহুল্লাহর লেখা “আয যিকর ওয়াদ দু’আ ওয়াল ইলাজ বির রুকা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ” এর অনুবাদ। বইটি অনুবাদ করেছেন শায়খ জিয়াউর রহমান মুন্সী।
    .
    সার-সংক্ষেপঃ-
    বইটিকে লেখক মূলত তিন পর্বে বিভক্ত করে আলোচনা করেছেন । পর্বগুলো হলো- “জিকর ও আল্লাহর স্মরণ”, “দুআ”, এবং “রুকাইয়া বা ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা” । প্রতিটি পর্বে যোগ হয়েছে অসংখ্য অধ্যায় ও পরিচ্ছেদ।
    .
    * ১ম পর্ব- জিকরঃ-
    প্রথম পর্বের আলোচনা শুরু হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে যিকর বা আল্লাহর স্মরণ এর মহত্ব ও তাৎপর্য বর্ণনার মধ্য দিয়ে। তুলে ধরা হয়েছে কুরআন ও হাদীসে বর্ণিত জিকরসমূহ। এই অধ্যায়ে পাঠক বুঝতে পারবেন সকাল হতে সন্ধ্যা, জন্ম হতে মৃত্যু, সুস্থ অসুস্থ সহ সর্বাবস্থায় রাসূল (স:) আমাদেরকে আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া করতে বলেছেন।
    .
    * ২য় পর্ব- দুআঃ-
    এই অধ্যায়ে লেখক দোয়া সম্পর্কিত বেশকিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচিত হয়েছে দুআর গুরুত্ব, মর্মকথা, প্রকারভেদ ও মহত্ব সম্পর্কে। একজন মানুষ দোয়া করলে কেন কবুল হয়না। কি করলে, এবং কি কি শর্ত পালন করলে দোয়া কবুল হবে, কোন স্থান এবং কোন সময়ে দোয়া করলে কবুল হবে, ইত্যাদি বিস্তারিত জানতে হলে বইটির দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই পড়ুন।
    .
    * ৩য় পর্ব- রুকইয়াহঃ-
    আমরা দৈনন্দিন জীবনে অনেক অসুখ-বিসুখের সমুক্ষীন হয়ে থাকি। অনেক রকম ঔষধ সেবন ও চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেও কিছুতেই অসুখ সারছে না। কিন্তু আমরা চিন্তাও করিনা যে মানব প্রদত্ত এসব পদ্ধতির বাইরেও একটা আলাদা পদ্ধতি রয়েছে। মহান আল্লাহ প্রদত্ত সেই চিকিৎসা পদ্ধতির নাম রুকইয়াহ।
    ,
    বইটি কাদের জন্য উপযুক্ত এবং কেন পড়বেন??
    ১। আপনি যদি দৈনন্দিন জীবনে দোয়া সম্পর্কিত কোন বিস্তারিত বই সম্পর্কে জানতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন।
    ২। আপনি যদি জানতে চান যে রাসূল (স:) হাদীসে বর্ণিত দোয়াগুলো কখন, কাকে এবং কোন প্রেক্ষাপটে শিক্ষা দিয়েছেন তাহলে বইটি আপনার জন্যই।
    ৩। বইটি পড়ে বিভিন্ন অসুখ বিসুখ, জাদু, জীনের আসর সহ অনেক রুকইয়াহ নিজে নিজেই করতে পারবেন।
    .
    যা কিছু ভালো লেগেছেঃ-
    ১। দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রচ্ছদ।
    ২। পৃষ্ঠাসজ্জা ও অধ্যায় বিন্যাস।
    ৪। উপস্থাপনার ধরন। দোয়াগুলো একপাশে আরবী ও একপাশে বাংলা দিয়ে লাইন বাই লাইন অনুবাদ করা। যার কারনে দোয়া ও অনুবাদ একই সাথে পড়তে সুবিধা হচ্ছে।
    ২। প্রতিটি দু’আয় তাহকীক সহ হাদীস গুলোর রেফারেন্স।
    .
    বইয়ের গুণগত মান ও অনুবাদঃ-
    বইয়ের কভার, প্রচ্ছদ, বাইন্ডিং যথেষ্ট ভালো। ভিতরের পৃষ্ঠাসজ্জা ও পেজ কোয়ালিটি উন্নত মানের। দক্ষ অনুবাদক জিয়াউর রহমান মুন্সীর অনুবাদে বইটি হয়েছে সহজ, সাবলীল ও প্রাণবন্ত। বিষয়সমূহের ধারা বর্ণনা, ভাষাশৈলী ও উপযুক্ত শব্দচয়ন বইটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
    বইতে বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন।
    .
    ব্যক্তিগত অনূভুতিঃ-
    ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী রাখা হয়েছে। পিডিএফ এ যতটুকু পড়লাম তাতেও কোন ভুল পরিলক্ষিত হয়নি। প্রতিটি পাতায় রয়েছে লেখক ও অনুবাদের কঠোর পরিশ্রমের ছোয়া। বইতে লেখক মুসলিম উম্মাহর সামনে রাসূল (স:) হতে বর্ণিত দোয়া সমূহ সগৌরবে তুলে ধরার চেষ্টা করেছেন ।
    বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে রাসূল (স:) হতে প্রাপ্ত দোয়ার ভাণ্ডার কত বিস্তৃত। তার থেকে অল্প পরিমানই আমরা জানি। অথচ প্রত্যেকটি দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।
    5 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    আব্দুর রহমান:

    বাংলাভাষী মুসলিম উম্মাহর জন্য একটি নির্ভরঘোগ্য দোয়ার বইয়ের প্রয়োজন যেখানে সকল প্রয়োজনী ছিল বহুদিনের। যেখানে দোয়াসমূহের পাশাপাশি দোয়া সংক্রান্ত যাবতীয় বিধিবিধান আলোচনা করা হবে।
    আলহামদুলিল্লাহ! আনন্দের বিষয় হচ্ছে সেই লক্ষ্য সামনে রেখে সকল প্রয়োজনীয় দোয়া ও তার দিকনির্দেশনা নিয়ে প্রসিদ্ধ প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল বায়ান থেকে প্রকাশিত হয়েছে  ” বান্দার ডাকে আল্লাহর সাড়া ” বইটি। বইটি শাইখ ড. সাঈদ ইবনু আলী ইবনি ওয়াহাফ কাহতানি  রাহিমাহুল্লাহর লেখা “আয যিকর ওয়াদ দু’আ ওয়াল ইলাজ বির রুকা মিনাল  কিতাবি ওয়াস সুন্নাহ” এর অনুবাদ। বইটি অনুবাদ করেছেন শায়খ জিয়াউর রহমান মুন্সী।
    .
    সার-সংক্ষেপঃ-
    বইটিকে লেখক মূলত তিন পর্বে বিভক্ত করে আলোচনা করেছেন । পর্বগুলো হলো- “জিকর ও আল্লাহর স্মরণ”,  “দুআ”, এবং “রুকাইয়া বা ঝাড়ফুকের মাধ্যমে চিকিৎসা” । প্রতিটি পর্বে যোগ হয়েছে অসংখ্য অধ্যায় ও পরিচ্ছেদ।
    .
    ১ম পর্ব- জিকরঃ-
    প্রথম পর্বের আলোচনা শুরু হয়েছে কুরআন ও সুন্নাহর আলোকে যিকর বা আল্লাহর স্মরণ এর মহত্ব ও তাৎপর্য বর্ণনার মধ্য দিয়ে। তুলে ধরা হয়েছে কুরআন ও হাদীসে বর্ণিত জিকরসমূহ। এই অধ্যায়ে পাঠক বুঝতে পারবেন সকাল হতে সন্ধ্যা, জন্ম হতে মৃত্যু, সুস্থ অসুস্থ সহ সর্বাবস্থায় রাসূল (স:) আমাদেরকে আল্লাহর কাছে নির্দিষ্ট দোয়া করতে বলেছেন।
    .
    * ২য় পর্ব- দুআঃ-
    এই অধ্যায়ে লেখক দোয়া সম্পর্কিত বেশকিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আলোচিত হয়েছে দুআর গুরুত্ব, মর্মকথা, প্রকারভেদ ও মহত্ব সম্পর্কে। একজন মানুষ দোয়া করলে কেন কবুল হয়না। কি করলে, এবং কি কি শর্ত পালন করলে দোয়া কবুল হবে, কোন স্থান এবং কোন সময়ে দোয়া করলে কবুল হবে, ইত্যাদি বিস্তারিত জানতে হলে বইটির দ্বিতীয় অধ্যায়টি অবশ্যই পড়ুন।
    .
    * ৩য় পর্ব- রুকইয়াহঃ-
    আমরা দৈনন্দিন জীবনে অনেক অসুখ-বিসুখের সমুক্ষীন হয়ে থাকি। অনেক রকম ঔষধ সেবন ও চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেও কিছুতেই অসুখ সারছে না। কিন্তু আমরা চিন্তাও করিনা যে মানব প্রদত্ত এসব পদ্ধতির বাইরেও একটা আলাদা পদ্ধতি রয়েছে। মহান আল্লাহ প্রদত্ত সেই চিকিৎসা পদ্ধতির নাম রুকইয়াহ।
    ,
    বইটি কাদের জন্য উপযুক্ত এবং কেন পড়বেন??
    ১। আপনি যদি দৈনন্দিন জীবনে দোয়া সম্পর্কিত কোন বিস্তারিত বই সম্পর্কে জানতে চান তাহলে বইটি অবশ্যই পড়ুন।
    ২। আপনি যদি জানতে চান যে রাসূল (স:) হাদীসে বর্ণিত দোয়াগুলো কখন, কাকে এবং কোন প্রেক্ষাপটে শিক্ষা দিয়েছেন তাহলে বইটি আপনার জন্যই।
    ৩। বইটি পড়ে বিভিন্ন অসুখ বিসুখ, জাদু, জীনের আসর সহ অনেক রুকইয়াহ নিজে নিজেই করতে পারবেন।
    .
    যা কিছু ভালো লেগেছেঃ-
    ১। দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় প্রচ্ছদ।
    ২। পৃষ্ঠাসজ্জা ও অধ্যায় বিন্যাস।
    ৪।  উপস্থাপনার ধরন। দোয়াগুলো একপাশে আরবী ও একপাশে বাংলা দিয়ে লাইন বাই লাইন অনুবাদ করা। যার কারনে দোয়া ও অনুবাদ একই সাথে পড়তে সুবিধা হচ্ছে।
    ২। প্রতিটি দু’আয় তাহকীক সহ হাদীস গুলোর রেফারেন্স।
    .
    বইয়ের গুণগত মান ও অনুবাদঃ-
    বইয়ের কভার, প্রচ্ছদ, বাইন্ডিং যথেষ্ট ভালো। ভিতরের পৃষ্ঠাসজ্জা ও পেজ কোয়ালিটি উন্নত মানের। দক্ষ অনুবাদক জিয়াউর রহমান মুন্সীর অনুবাদে বইটি হয়েছে সহজ, সাবলীল ও প্রাণবন্ত।  বিষয়সমূহের ধারা বর্ণনা, ভাষাশৈলী ও উপযুক্ত শব্দচয়ন  বইটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। 
    বইতে বুক মার্কের জন্য ফিতারও ব্যবহার রয়েছে। আপনি চাইলেই যে যায়গায় পড়া বন্ধ করেছিলেন সেখান থেকে বুকমার্কের সাহায্যে আবার পড়া শুরু করতে পারবেন।
    .
    ব্যক্তিগত অনূভুতিঃ-
     ব্যক্তিগত অনূভুতি যদি বলতে হয় তাহলে বলবো বইটি এককথায় অসাধারন। দামের দিক থেকেও সাশ্রয়ী রাখা হয়েছে। পিডিএফ এ যতটুকু পড়লাম তাতেও কোন ভুল পরিলক্ষিত হয়নি।  প্রতিটি পাতায় রয়েছে লেখক ও অনুবাদের কঠোর পরিশ্রমের ছোয়া। বইতে লেখক মুসলিম উম্মাহর সামনে রাসূল (স:) হতে বর্ণিত দোয়া সমূহ সগৌরবে তুলে ধরার চেষ্টা করেছেন ।
    বইটি পড়ার পর পাঠক বুঝতে পারবে রাসূল (স:) হতে প্রাপ্ত দোয়ার ভাণ্ডার কত বিস্তৃত। তার থেকে অল্প পরিমানই  আমরা জানি। অথচ প্রত্যেকটি দোয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও অনুসরণীয়।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    bappy1200:

    অনেক অনেক উপকারী বই। আরো অনেক বছর পূর্বে বইটি পেলে আরো উপকৃত হতাম। কারো অনুষ্ঠানে গিফট দেয়ার মতন বই।
    6 out of 7 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    muhammad.mahfuj103:

    বিসমিল্লাহ্‌।

    মায়ের আফসোস:
    ইসস!! কত যে আমল আছে, কত দোয়া আছে, কত যিকর আছে, কত মূল্যবান সময় আছে দোয়া কবুলের!!
    জানিও না আর করতেও পারি না।

    এক জনের কাছ থেকে একটা আমল শুনি, কয়েকদিন পালন করি, কিছুদিন পর গিয়ে শুনি যে, এটা ভুল।
    হায়রে, সঠিক কই খুঁজবো তাহলে।
    ..

    জুম্মার দিন বাসায় ফিরলে, ” কিরে! কি বলল হুজুর”। আজকের দিনে কি কি আমল, এই সময়ে কোন আমল করা যায় রে?
    এখন কি পড়া উত্তম হবে রে?
    মাঝে মাঝে বিরক্তও লাগত, কারন আমি নিজেও তো অত কিছু জানি না।আমি শুধু শুনতাম, বলার তেমন কিছু ছিল না। নিজে যতটুকু জানতাম জানানোর চেষ্টা করতাম, দিন শেষে একটা আফসোস থেকেই যেত।
    ..

    আলহামদুলিল্লাহ্‌!!
    অবশেষে একটা কিতাবের সন্ধান পেলাম, সম্মানিত মাহমুদ ভাইয়ের মুখ থেকেই শুনলাম, এই কিতাবটির ব্যাপারে ।

    কখন কি দোয়া পড়তে হয় বা পড়া উত্তম, দু’আ কবুলের সময়, স্থান, শর্ত ও দু’আ কবুল না হওয়ার কারণ ইত্যাদি খুব সুন্দর করে উপস্থাপন করে দেওয়া একটি কিতাব।

    আর একটি বিষয় হল, আমরা সাধারণত দৈনন্দিন আমলের ক্ষেত্রে দেখি এভাবে বলা বা লেখা থাকে যে, ” অমুক আমল করলে অত সওয়াব , এই দোয়া পরলে এত সাওয়াব , এখন দোআ করলে তা কবুল হয়।” কিন্তু এতে কেমন যেন একটা শুন্যতা থেকে যায়।

    গল্পের কাহিনীতে ব্যাকগ্রাউন্ড স্টোরি না জানা থাকলে গল্পের যেমন স্বাদ পাওয়া যায় না, অমন কিছু।

    কিন্তু এই কিতাবটির একটি বিশেষ দিকই হলো, এখানে প্রতিটি দু’আ ও যিকর প্রেক্ষাপট-সহকারে অনুবাদ করা হয়েছে।
    কোন ঘটনার প্রেক্ষিতে কোন আমলটা আসলো, কেন একটা সময়- দু’আ কবুলের জন্য মোক্ষম সময় ইত্যাদি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে
    দেওয়া আছে।

    সবচেয়ে বড় বিষয় হল, প্রতিটি আমল প্রতিটি ঘটনা সহিহ হাদিসের মাধ্যমে দেওয়া হয়েছে।
    তো নিশ্চিন্তে মাকে দিতে পারবো আর নিজেও আমল করতে পারবো।

    জানতাম মাকে বইটি দিলে অত্যন্ত খুশি হবেন। আর ঠিক তাই হল।
    সন্ধ্যায় অফিস থেকে ফিরে যখন বইটি মায়ের হাতে ধড়িয়ে দিলাম আর হালকা ব্যাখ্যা দিলাম বইটির, মা তো খুশিতে আর আহ্লাদে আঁটখানা হয়ে গেলেন। আয়েস করে পড়ে ফেললেন কয়েক পাতা। মায়ের ঐ তৃপ্তিই ছিল আমার জন্য যথেষ্ট , আলহামদুলিল্লাহ্‌।

    নিজে, নিজের পরিবার ও পরিচিতদের, সহিহ আমলের সাথে পরিচয় করানোর এটি একটি অতি উত্তম মাধ্যম হবে বলে আমি মনে করি।

    আল্লাহ্‌ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টি অর্জনের তাওফিক দিন, আ-মিন।

    19 out of 19 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top