মেন্যু
arbi vasha ovijan

আরবি ভাষা অভিযান (কেন শিখবেন, কীভাবে শিখবেন)

প্রকাশনী : ইলহাম ILHAM
সম্পাদক : মাসুদ শরীফ
পৃষ্ঠা : 136
আরবি ভাষা শেখার কী দরকার? আমরা কি কুরআন পড়তে পারি না? জি, পড়তে পারি, কিন্তু বুঝতে কি পারি? আমরা কি কুরআন পড়তে পড়তে জান্নাতের সুখবর শুনে আপ্লুত হই? জাহান্নামের ভীতিকর অভিজ্ঞতা... আরো পড়ুন
Binding Clear
পরিমাণ
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

5 রিভিউ এবং রেটিং - আরবি ভাষা অভিযান (কেন শিখবেন, কীভাবে শিখবেন)

5.0
Based on 5 reviews
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    talukder_bd:

    khub sundon ekta boi…
    ami arbi vasha shikhte chai, apnarau ei pothe aashun, Quran bujte para, er cheye boro kichu ei duniyate nei…
    Please sobai boita porun…
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মোহাম্মদ তানভীর হক:

    চমৎকার ও গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ বই টি আরবি ভাষা শিক্ষায় পাঠকদের উদ্বুদ্ধ করবে।
    এমন একটি বই আরবি ভাষা প্রেমিক সকলের ঘরে থাকা উচিত।
    লেখক ও প্রকাশক সংস্লিস্ট সকলকে ধন্যবাদ। ব্যাত্কির্মী এ রকম বই আরো আশা করছি।
    Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    humayun126224:

    আচ্ছা এমন কি কখনো হয়েছে, যে কেউ আপনাকে কিছু বলছে আর আপনি কিছুই বুঝছেন না? অথচ তার কথাগুলো বুঝা আপনার খুবই প্রয়োজন। মনে হয় এমন প্রায় সবার সাথেই হয়েছে কখনো কখনো।
    আমার ব্যক্তিগত ছাত্রজীবনের অভিজ্ঞতা হলো আমি যদি কোন অংক বুঝতে চাই এবং একই সাথে অংকটা অনেক গুরুত্বপূর্ন হয় (মানে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে) তাহলে যেকোন ভাবেই হোক আমি ওটা বুঝবোই। এটা সবারই হয়।
    কিন্তু অদ্ভুত হলেও সত্য আমরা একটা বিশেষ ক্ষেত্রে এই ব্যাপারে খুবই উদাসীন যদিও ব্যাপারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মুসলিমরা প্রথমত কুরআন পড়তেই চায় না, আর যারা পড়ে তারা এর অর্থ জানে না বা জানার চেষ্ট করে না। যারা করে তারা শুধু অনুবাদ পড়ে (আমিও এই বোকাদের মধ্যে একজন)। কিন্তু ভাই আম খাওয়া আর আমের জুস খাওয়া কি এক হলো?
    মানুষ আর আল্লাহর মধ্যে যেই পার্থক্য, ঠিক সেই পার্থক্য আল্লাহর কুরআন আর মানুষের তৈরি সাহিত্যের মধ্যে। আল্লাহ যেই শব্দচয়নে কুরআন সাজিয়েছেন, মানুষ নিছক অনুবাদ দিয়ে কখনোই তা অনুভব করতে পারবে না।
    এরকম কিছু কথা, অনুপ্রেরণা, আরবি শেখার বিভিন্ন রিসোর্স দিয়ে ঠাসা এই বইটি।
    এক কথায় বইটি অসাধারণ।
    8 out of 9 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    Sabiha Jannat:

    ✿বই- আরবি ভাষা অভিযান
    ◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍◍
    ❏ পাঠ্যাভিমতঃ
    আসলে আমরা যারাই আরবি ভাষা শিখতে নামি বলতে গেলে এক প্রকার জোড় করেই নামতে হয়, কিন্তু এই জোড় এর পরিবর্তে শেখাটা যদি হয় এ ভাষার প্রতি ভালোভাসা থেকে, তাহলে কি বিষয়টা আরও ফলপ্রসূ হবে না? অবশ্যই হবে!
    ,
    তাই আরবি ভাষা শেখার জন্যে হুট করে নামার আগে মনকে সঠিক দিশা দেখাতে এবং এ ভাষার প্রতি গভীর ভালোবাসায় টইটম্বুর হতে আপনাকে বাধ্য করবে এ বইটি। আপনার মনকে একটা পবিত্র ভাষা নিজের মস্তিষ্কে ধারণ করতে প্রস্তুত করবে এ বইটি, ঈন শা আল্লাহ!
    আপনি প্রস্তুত তো এ পবিত্রতার সাগরে ডুব দিতে???

    ❏ সারসংক্ষেপঃ
    একদল আরবি ভাষা প্রেমীদের আরবি ভাষা শেখার গল্প,আল্লাহর ভাষার প্রতি তাদের ভালোবাসা,ভালোলাগা,মুগ্ধ হওয়া,তাদের আরবি ভাষা শেখা এবং কেন ও কিভাবে আরবি ভাষা শিখব আমরা?এ সকল রোমাঞ্চকর ঘটনা ও প্রশ্নের উত্তরের সংমিশ্রণ নিয়েই বই— ❝আরবি ভাষা অভিযান❞

    ❏ হাইলাইটেড বিষয়গুলোঃ
    ◉”তাদাব্বুরে কুরআন”— অর্থাৎ, কুরআন নিয়ে চিন্তা ভাবনা করা।তাদাব্বুর করতে চাইলে অবশ্যই কুরআনের ভাষা আমাদের জানা দরকার, যা এ বইটি পড়ার মাধ্যমে স্পষ্ট ভাবে উপলব্ধি করতে পারবেন আপনি।
    ◉ আরবি ভাষা শেখার গুরুত্ব গুলো ধাপে ধাপে অনুধাবনের সুযোগ পাবেন,
    ◉ কি দরকার এ ভাষা শেখার? কোনো মতে কুরআন টা পড়তে পারলেই তো হয়.. এসকল মনোভাব দুর করার টেকনিক গুলো পাবেন এখানেই,
    ◉ কিভাবে আরবি ভাষা বিমুখতা থেকে আরবি ভাষার প্রতি ভালোবাসা সৃষ্টি হলো একদল যুবকের? কেনইবা তারা অনুভব করলেন এ ভাষার প্রতি এক অদ্ভুত টান? কি ছিল এমন এই ভাষায়? কেন এত মুগ্ধ হয়ে,হন্নে হয়ে ছুটেছেন এই ভাষার টানে? গল্পগুলো জানতে পারবেন এখানেই।

    ❏ বিশেষত্বঃ
    একটা বই পড়া শেষ করে যদি আপনি আপনার রব ও আপনার নবীর ভাষা বোঝার জন্যে অস্থির হয়ে যান, মনকে স্থির রাখতে না পারেন, এ ভাষায় ডুব দেওয়ার জন্যে এক কদমও যদি অগ্রসর হন…. এর থেকে বেস্ট পার্ট আর কী-ই বা হতে পারে বলুন?
    ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ!
    —————————-

    বুক লিংক- https://www.wafilife.com/shop/books/arbi-vasha-ovijan-ilham/

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    Shahrian Nazim Shihab:

    “আরবি শেখার পর থেকে রামাদানে তারাউইর সালাতে কুরআন তিলাওয়াত শোনাটা অনেকটা কনফারেন্সে গিয়ে লেকচার শোনার মতো হয়ে গিয়েছে। পার্থক্য হলো কনফারেন্সের কথাগুলো হয় মানুষের, আর তারাউইর সালাতে স্বয়ং আল্লাহর ভাষণ শোনা হয়।”
    —ওমর আল জাবির (আরবি ভাষা অভিযান, পৃষ্ঠা-৯৫)

    ‘আরবি ভাষা অভিযান’ বইটি মূলত আরবি শিখতে আগ্রহী জেনারেল শিক্ষিত ভাই-বোনদের জন্য একটি গাইডলাইন। অনেকের কাছে আরবি শেখাটা বাড়াবাড়ি মনে হতে পারে। তাঁরা মূলত আরবি ভাষার গুরুত্ব বুঝেনা। কিন্তু যারা আরবির গুরুত্ব বুঝেছে, যাদের আকাঙ্খা আছে আল্লাহর প্রেরিত কথামালার মর্ম সরাসরি বুঝার, তাঁদের কাছে আরবি শেখাটা মোটেও বাড়াবাড়ি নয়। বরং, আরবি পৃথিবীর কঠিনতম ভাষাগুলোর একটা হওয়া সত্ত্বেও তাঁরা আরবি শেখায় লেগে থাকে। শত ঝড়-ঝাপ্টা তাঁরা উপেক্ষা করে। কারণ তাঁরা আরবি শিখতে চায়, বুঝতে চায় মহান আল্লাহর প্রেরিত কথামালা।

    আমাদের দেশে বর্তমানে অনেকে আরবি শিখছেন, শেখার চেষ্টা করছেন। আরবি ভাষার শেখার এই অভিযানে যারা যাত্রা করেছিলেন তাদের অনেকেই এখন পৌছে গেছেন গন্তব্যে। অনেকে গন্তব্যের মধ্যপথে, অনেকে আবার সবে যাত্রা শুরু করেছেন। এদের মধ্যে কেউ কেউ যাত্রাপথের প্রতিকূলতা দেখে পথচলা থামিয়ে দিয়েছেন। আবার অনেকে যাত্রার কথা ভাবছেন, কিন্তু যাত্রাপথের প্রতিবন্ধকতার কারণে তারা পথচলা শুরু করতে ভয় পাচ্ছেন।

    বইটি মূলত যারা আরবি শিখছেন, শিখবেন বলে ভাবছেন কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, অথবা শুরু করেও থেমে গিয়েছেন তাদের জন্য। লিখেছেন একদল আরবি শিক্ষার্থী; যারা সাধারণ ধারায় পড়াশোনা করেও পরিশ্রম করে শিখেছেন আরবি ভাষা।

    বইটির তিনটি অংশ। প্রথম অংশের আলোচ্য বিষয় আরবি ‘কেন শিখবেন’। আল্লাহ তাঁর সর্বশেষ ঐশীগ্রন্থ আল-কুরআনের ভাষা করেছেন আরবিকে। এই একটা কারণই আরবি শেখার জন্য যথেষ্ট। অনুবাদ পড়ে কুরআনের মর্ম পুরোপুরি বুঝা যায় না। কুরআন অনুবাদ করার মতো কোনো বই না। এর কারণ কুরআনের উৎকৃষ্ট সাহিত্যমান। পাশাপাশি নবি মুহাম্মাদ ﷺ -এর কথামালা এবং ইসলামি জ্ঞানভান্ডারের আকর গ্রন্থগুলো আরবিতেই রচিত। তাই ইসলামি জ্ঞানার্জন করতে হলে আরবি শেখার কোনো বিকল্প নেই।

    আমাদের সালাতে মনোযোগ থাকেনা। এর কারণ আমরা সালাতে কী বলছি না-বলছি তা নিজেরাই বুঝিনা। আরবি শিখলে সালাতে কী বলছি তা বুঝা যাবে, ফলে মনোযোগ ধরে রাখা যাবে। বিনয়-নম্রতার সাথে রবের সামনে দাঁড়াতে পারবেন।

    পাশাপাশি আরবি বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষাগুলোর একটি। পৃথিবীতে ৪২ কোটি মানুষ আরবিতে কথা বলেন। পুরো মুসলিম বিশ্বেই আরবি বিশেষ গুরুত্ব রয়েছে।

    দ্বিতীয় অংশে বলা হয়েছে আরবি শেখার উপায় সম্পর্কে। অনলাইন-অফলাইনের বিভিন্ন রিসোর্সের সন্ধান দেয়া হয়েছে। আরবি শেখার পথে যেসব প্রতিবন্ধকতা আছে সেগুলো জয় করার উপায় বলা আছে এই অংশে।

    তৃতীয় অংশে আরবি শেখার পথে সফল অভিযাত্রীদের গল্প বর্ণিত হয়েছে। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তাঁরা আরবি ভাষা শিখেছেন। সঞ্চিত করেছেন বিপুল অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন তাঁরা, যেন আমাদের কাজে লাগে সেই অভিজ্ঞতা।

    বইটি পড়ে আমি উপকৃত হয়েছি। আশা করি আরবি শেখার পথে চলার ক্ষেত্রে বইটি আপনাদেরও উৎসাহ যোগাবে, গাইডলাইন দেবে।

    6 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top