মেন্যু
apni non ovvaser das

আপনি নন অভ্যাসের দাস

পৃষ্ঠা : 112, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2022
আইএসবিএন : 9789848012857
মানুষ অভ্যাসের দাস নাকি অভ্যাস মানুষের? যুক্তিতর্ক দিয়ে বহু পুরোনো এ বিতর্ক নিরসনের জন্য এই বইটি নয়। বরং বইটি লেখা হয়েছে একটি সত্যকহন আপনার মনে গেঁথে দেওয়ার জন্য। আর তা হচ্ছে... আরো পড়ুন
পরিমাণ

120  200 (40% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

1 রিভিউ এবং রেটিং - আপনি নন অভ্যাসের দাস

4.0
Based on 1 review
5 star
0%
4 star
100%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 4 out of 5

    kabir.bdkhan:

    বইটিতে মুলত পাঠককে সাবলিল ভাষায় ধাপে ধাপে দিক-নির্দেশনা দিয়েছেন যে কিভাবে একজন মানুষ তার বদ অভ্যাসগুলো থেকে বের হয়ে আসতে পারবে এবং কিভাবে ভালো অভ্যাসগুলোকে নিজের মধ্যে গড়ে তুলতে পারবে।

    বইটি শুরু করা হয়েছে বাস্তব জীবনের একটি ঘটনা উপস্থাপনের মাধ্যমে, যেখানে পাঠক ছোট্ট গল্পটি পড়া মাত্রই অভ্যাসের দাস বিষয়টি বুঝতে পারবেন।

    প্রথম অধ্যায়ে অভ্যাসের পরিচয়, সমস্যা, বন্দিত্ব ,প্রশিক্ষণ ইত্যাদি বিষয়াদি তুলে ধরেছেন। এখানে পাঠক জানতে পারবেন কিভাবে আমাদের নিত্যদিনের অভ্যাস চিন্তা জগতের বিশাল এক অংশ থেকে আমাদের বঞ্চিত রেখেছে এবং অজান্তেই নিজেদের পৃথিবীকে সংকির্ণ করে রেখেছে। অভ্যাসের অনুসরণ করতে করতে কিভাবে আমরা তার দাসত্যে ডুবে যাই তা তুলে ধরেছেন। আবার অনেকে নিজের অভ্যাসকে পরিবর্তন করতে সংশয়ে ভুগেন এবং যেভাবে অভ্যাসকে পরিমর্জিন করতে অজুহাতের আশ্রয় নেন, তার কিছু চিত্র তুলে ধরেছেন।

    দ্বিতীয় অধ্যায়ে অভ্যাস পরিবর্তনের ৩টি মূল করনীয়কে আলোকপাত করা হয়েছে। প্রথমে আপনার মাঝে যে বদ অভ্যাসগুলো আছে এবং সেগুলো সত্যিকার অর্থেই যে ক্ষতিকর তা আপনাকে অনুধাবন করতে হবে। দ্বিতীয়ত, আপনার আগ্রহ থাকতে হবে যে এই বাজে স্বভাবগুলোকে বাদ দিয়ে ভালো স্বভাবের চর্চা করতে হবে। এবং সর্বশেষ আপনাকে এর উপর দ্ররতার সাথে অটল থাকতে হবে।

    অতঃপর তৃতীয় অধ্যায়ে অভ্যাস গঠনের স্তরগুলো জানতে পারবেন যে, কোনো অভ্যাস চর্চা শুরু করলে এর বিপরিতে যেসব সমস্যার সম্মুখিন হবেন তা কিভাবে মোকাবেলা করবেন। বাধার মুখোমুখি হলেও দমে যাওয়া যাবেনা বরং কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে লেগে থাকতে হবে। ইন’শা’আল্লাহ এভাবেই দীর্ঘদিন চর্চার ফলে তা স্বতঃস্ফূর্ততায় রূপ নিবে।

    সর্বশেষ অধ্যায়ে লেখক বাস্তব অভিজ্ঞতা ও মনোবিজ্ঞানের আলোকে অভ্যাস গঠনের বেশ কিছু টিপস এবং উপদেশ দেয়া হয়েছে যা পাঠককে অভ্যাস গঠন ও বর্জনে দক্ষ করে তুলতে সহায়তা করবে।

    বই থেকে ভালো লাগা:

    অমুসলিম লেখকদের অভ্যাস বিষয়ক বই প্রচুর পাওয়া গেলেও মুসলিমদের জন্য মুসলিম লেখকদের বই খুবই সীমিত। এর মধ্য হতে বইয়ের লেখক এমন এমন অভ্যাসগুলোর উদাহরণ এনেছেন যা মুসলিমদের জন্য খুবই প্রাসঙ্গিক ও মানানসই। কুর’আন হাদিসের কিছু উক্তি, সাহাবি ও সালাফদের কিছু ঘটনা বর্ণনার পাশাপাশি ইসলামি বিশ্বাসের কিছু বিষয় যেমন দুয়া করা, নিয়ত বিশুদ্ধ রাখা ইত্যাদির মতো আমল গুলো তুলে ধরেছেন; যা কিনা একজন মুসলিম পাঠককে অনুপ্রাণিত করবে।

    আরেকটি ভালো দিক ছিল বইটির পৃষ্ঠা গুলো খুব গোছালো, রঙিন ও প্রাণবন্ত ছিল যা বইটির সৌন্দর্য প্রকাশে সহায়ক হয়েছে। এবং ছোট একটি বই হয়েও বইটি খুব পাওয়ারফুল শিক্ষা দিয়েছে।

    বইটির কিছু খারাপ লাগা:

    এককথায় বইটির তেমন কোনো খারাপ দিক নেই। তবে লেখক প্রতিটি অধ্যায়েই প্রায় একই উদাহরণ বার বার উল্লেখ করেছেন যা পাঠকের জন্য কিছুটা অস্বস্থিকর লাগতে পারে। তাছাড়া, বইটির চতুর্থ অধ্যায়ে কিছু টিপস বর্ণিত হয়েছে যা ইতিপূর্বের অধ্যায়গুলোতে বর্ণিত হয়েছে।

    Was this review helpful to you?
    Yes
    No
Top