আমি হতে চাই সিরিজ (৬টি বই)
পৃষ্ঠা: প্রতি খণ্ডে ২৪ পৃষ্ঠা করে
কাগজের ধরণ: গ্লোসি আর্ট পেপার, রঙিন ছবিযুক্ত
এক দেশে এক ছিল ছোট্ট মেয়ে…সে ছিল মহা রূপবতী…তার রূপে রাজ্যে সবাই বিমোহিত! কিন্তু তার অনেক দুঃখ, অনেক কষ্ট! একদিন এক রাজপুত্র এসে তাকে উদ্ধার করে। সিনড্রেলা, স্নো ওয়াইট, বারবি, রুপানজিল, বিউটি এন্ড বিস্ট প্রায় সব রূপকথার গল্পতে আছে এমন ফুটফুটে সুন্দরী কন্যা।
শিশু-কিশোরেরা এসব পড়ে বড় হয়। একটা রূপকথার অবাস্তব জগত তাদের মন আচ্ছন্ন করে রাখে। তারা কল্পনায় ঘোড়ায় চড়া রাজপুত্র দেখে, বাহ্যিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ভেতরের সৌন্দর্য যে কত দামি তা শিশুমন বোঝে না। অবাস্তব জগতের কল্পকাহিনী পড়ে বড় হওয়া শিশু বাস্তবতা ও মানবিকতাহীন হয়ে পড়ে।
‘আমি হতে চাই’ সিরিজের গল্পগুলো কোনো রূপকথা বা অবাস্তব জগতের নয়। সাধারণ দুই শিশু আনাস-নকিব দু’ভাইয়ের জীবনের গল্প যেন এই সমাজের শিশুদের জীবনকে প্রতিফলিত করে।
এই সিরিজের ছয়টি গল্প ভিন্ন ভিন্ন স্বাদের, ছয়টি ভিন্ন ঋতু-প্রকৃতির রূপে আঁকা আর বিভিন্ন মানবিক গুণ সহজ সাবলীল ভাষায় বর্ণনা করা হয়েছে।
একেক গল্প একেক রঙে, একেক রূপে সাজানো হয়েছে যা শিশুদের সহজেই আকৃষ্ট করবে। কোনোটি হাসি-আনন্দে ভরিয়ে দেবে, কোনো গল্প ভাবাবে, অন্যের দুঃখ-কষ্ট ছুঁয়ে দেবে, কোনোটাতে এডভেঞ্চারের স্বাদ পাবে আবার কোনোটাতে রহস্যের মোড়ক উম্মোচিত করবে। কিন্তু সবগুলোই যেন একই সুতোয় গাথা যা গল্প শেষে শিশু পাঠক খুব সহজেই খুঁজে বের করতে পারবে।
গল্পগুলোর মাধ্যমে শিশুরা সত্যবাদিতা, পরোপকারিতা, উদারতা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতাবোধ ইত্যাদি মানবিক গুণাবলি শিখতে পারবে। প্রতিটি গল্পে একটি করে শিক্ষণীয় বিষয় আছে যা শিশুকে মানবিক বোধ সম্পন্ন আলোকিত মানুষ হতে সাহায্য করবে।
বইগুলো যথাক্রমে:
১)আমি সত্যবাদী হতে চাই
২)আমি সাহায্যকারী হতে চাই
৩)আমি উদার হতে চাই
৪)আমি পরিচ্ছন্ন মানুষ হতে চাই
৫)আমি সহনশীল হতে চাই
৬)আমি কৃতজ্ঞ হতে চাই
-
-
hotছোটদের ঈমান সিরিজ
প্রকাশনী : সত্যায়ন প্রকাশন960 ৳787 ৳বই: ৬টি পৃষ্ঠা: প্রতি বইয়ে ৩৬ পৃষ্ঠা গল্প: ...
-
এসো জান্নাতের গল্প শুনি
লেখক : তানবীর হাসান বিন আব্দুর রফীকপ্রকাশনী : পরিশুদ্ধি প্রকাশন115 ৳সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া পৃষ্ঠা: ...
-
শিশু আকিদা (১-১০ খন্ড)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম350 ৳শিশু আকিদা ১ - আল্লাহ শিশু আকিদা ...
-
গল্পে গল্পে আল কুরআন সিরিজ (১-৫ খন্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারীপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স450 ৳অভিভাবকগণ, আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার ...
-
শিশু সীরাত খণ্ড (১ -১০)
লেখক : মাওলানা আবু তাহের মেসবাহপ্রকাশনী : দারুল কলম400 ৳মাওলানা আবু তাহের মিছবাহ লিখিত এই ...
-
hotকুরআনি গল্পগুচ্ছ
লেখক : মাজিদা রিফাপ্রকাশনী : রাহবার200 ৳150 ৳শিশুদের মন অতি নির্মল। আর সেই ...
-
hotচার বন্ধুর সমুদ্র অভিযান
লেখক : আলী আবদুল্লাহপ্রকাশনী : সত্যায়ন প্রকাশন200 ৳164 ৳ইশকুলের এক বাচ্চাকে পর্ণ দেখা অবস্থায় ...
-
hotছোটদের সাহাবি সিরিজ (১ম থেকে ৫ম খণ্ড)
লেখক : সালাহউদ্দীন জাহাঙ্গীরপ্রকাশনী : নবপ্রকাশ800 ৳600 ৳পশ্চিমা ও হিন্দু সংস্কৃতির প্রভাবে আমাদের ...
-
hotগল্পে আঁকা চল্লিশ হাদিস
লেখক : প্রফেসর ড. ইয়াসার কাঁদেমীরপ্রকাশনী : মাকতাবাতুল আসলাফ320 ৳234 ৳অনুবাদক: কামরুল হাসান নকীব কখনো কি ভেবেছি, ...
-
Abu zayed – :
Umme Fatima – :
শিশু-কিশোরদের নৈতিক শিক্ষার ভিত আরো মজবুত করতে এবারের গ্রন্থমেলায় গার্ডিয়ান পাবলিকেশন্স লেখক ড. উম্মে বুশরা সুমনা রচিত ৬ খণ্ডের শিশুতোষ গল্প সিরিজ ‘আমি হতে চাই’ প্রকাশ করেছে। বইগুলো পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশের ২০১-২০২ নম্বর স্টলে।
‘আমি হতে চাই’ সিরিজে দুই ভাই নকিব-আনাসের জীবনের সাধারণ গল্পগুলো অসাধারণ হয়ে উঠেছে। বইগুলো সরাসরি উপদেশমূলক নয়, গল্পগুলো তাদের আনন্দ দেবে আবার শেখাবেও।
লেখক ড. উম্মে বুশরা বলেন, ‘বর্তমান শিশুরা কার্টুনের জগতে বুঁদ হয়ে থাকে। ভার্চুয়াল গেইমের মারামারি, কার্টুনের অবাস্তব ও রূপকথার জগত শিশুমনকে আচ্ছন্ন করে রাখে। শিশুরা অনুকরণপ্রিয়, যা দেখে তাই শেখে। তাই শিশুদের ভালো কিছু দেয়া উচিৎ, যাতে তাদের মনের জগৎ সুন্দর হয়। বই শিশুর মনের ভেতর সুন্দর জগৎ তৈরি করে, তার কল্পনাশক্তিকে উজ্জীবিত করে।’
লেখক পরিচিতি
ড. উম্মে বুশরা সুমনা একজন গল্পকার ও প্রবন্ধকার। তার লেখা অনেক গল্প ও প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় এবং ব্লগে প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে মাস্টার্স পাস করেন এবং পরবর্তী সময়ে ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে একটি বেসরকারি ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে সহকারি অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
Umme Amatullah – :
আরিফুর রহমান – :
গল্পগুলোর ভাষা সহজ ও সাবলীল। ছবিগুলো গল্পের সাথে মানানসই ও চমৎকার। এই সিরিজের গল্পগুলো শিশুদের হৃদয়ে মানবীয় মূল্যবোধের ভিত গেঁথে দেবে এবং নরম মনের ক্যানভাসে এঁকে দেবে সুন্দর মানুষ হওয়ার প্রত্যয়।”
আমি হতে চাই-১ : আমি সত্যবাদী হতে চাই
আমি হতে চাই-২ : আমি সাহায্যকারী হতে চাই
আমি হতে চাই-৩ : আমি উদার হতে চাই
আমি হতে চাই-৪ : আমি পরিচ্ছন্ন মানুষ হতে চাই
আমি হতে চাই-৫ : আমি সহনশীল হতে চাই
আমি হতে চাই-৬ : আমি কৃতজ্ঞ হতে চাই
Dr. Arifur Rahman – :
একেক গল্প একেক রঙে, একেক রূপে সাজানো হয়েছে যা শিশুদের সহজেই আকৃষ্ট করবে। কোনোটি হাসি-আনন্দে ভরিয়ে দেবে, কোনো গল্প ভাবাবে, অন্যের দুঃখ-কষ্ট ছুঁয়ে দেবে, কোনোটাতে এডভেঞ্চারের স্বাদ পাবে আবার কোনোটাতে রহস্যের মোড়ক উম্মোচিত করবে। কিন্তু সবগুলোই যেন একই সুতোয় গাথা যা গল্প শেষে শিশু পাঠক খুব সহজেই খুঁজে বের করতে পারবে।
এই সিরিজের গল্পগুলো শিশুদের সত্যবাদিতা, পরোপকারিতা,উদারতা, সহনশীলতা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতাবোধ, দায়িত্ববোধ, ভালো-মন্দের পার্থক্যকরণ, মানুষের প্রতি ভালোবাসা ইত্যাদি মানবিক গুণাবলি অর্জনে উৎসাহিত করবে। প্রতিটি গল্পে শিক্ষণীয় বিষয় আছে যা শিশুকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে উদ্ধুদ্ধ করবে।
🌾🌾লেখক পরিচিতি:
ড. উম্মে বুশরা সুমনা একজন গল্পকার ও প্রবন্ধকার। তার লেখা প্রচুর গল্প ও প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় এবং ব্লগে প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে মাস্টার্স পাস করেন এবং পরবর্তীতে ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজী ডিপার্টমেন্ট থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। বর্তমানে একটি বেসরকারি ইউনিভার্সিটির ফার্মেসী ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছেন।
২০১৮ সালের একুশে বইমেলায় ‘বলয় ভাঙার গল্প’ নামে তার প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয়। শিশুদের পাঠ্যপুস্তকের অতিরিক্ত চাপ নিয়ে লেখা কলাম ‘আমাকে একটু ভালোবেসে পড়াও’ এর জন্য দৈনিক ইত্তেফাক দ্বারা তিনি পুরস্কৃতও হন।