মেন্যু
alor sondhane

আলোর সন্ধানে

প্রকাশনী : আয়ান প্রকাশন
পৃষ্ঠা : 144, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st published 2021

সম্পাদকঃ আব্দুল আহাদ তাওহীদ

পরিমাণ

130  260 (50% ছাড়ে)

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন

32 রিভিউ এবং রেটিং - আলোর সন্ধানে

4.8
Based on 32 reviews
5 star
84%
4 star
15%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    anikahossainjeem:

    রিভিউ:
    ✨বই: আলোর সন্ধানে
    ✨ লেখক: মুমিনুল হক মিহাদ

    আমাদের জীবনে প্রতি বাঁকে বাঁকে আমরা কতই না পরিকল্পনা করে থাকি…কখনো ভালো থাকার, কখনো ভালো রাখার..কিন্তু এই দু’দিনের দুনিয়ায় আমাদের আসল উদ্দেশ্যটিই আমরা ভুলে যাই। আমাদের কেনই বা আল্লাহ সৃষ্টি করলেন?এই জীবনের অন্তিম সফলতা কি?দুনিয়ার চাকচিক্যে আমরা প্রতিনিয়ত পাপের খাতাটাকে পরিপূর্ণ করে চলি!! আমাদের মনে কোনো অনুশোচনা জাগে না! আমাদের অন্তর যে আঁধারে নিমজ্জিত, তা আমাদের চোখে দৃশ্যমান হয় না! কবে আমরা আসব আলোর পথে??
    .
    .
    ইমানের আলোয় নিজেদেরকে অন্তরকে আলোকিত করতে এই বইটি আমাদের সাহায্য করবে ইন শা আল্লাহ। ‘আলোর সন্ধানে’ বইটি আমাদের আলোর সন্ধান দিবে ইন শা আল্লাহ… আমাদের অন্তরের কলুষতাকে চিরতরে বিলুপ্ত করতে ইন শা আল্লাহ এই বইটি অবদান রাখবে বলে আমার বিশ্বাস। কুরআন এবং সুন্নাহের আলোয় আলোকিত হতে এই বইটি আমাদের সঙ্গি হবে ইন শা আল্লাহ।
    আল্লাহ এই বইয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুক…..

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 5 out of 5

    মনিরুজ্জামান রাব্বি:

    ⬛আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত। আমরা কি আসলেই মৃত্যুর জন্য প্রস্তুত? আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার লোভে পড়ে আমাদের দ্বীনটা নষ্ট করে দিচ্ছি। আমরা তো সবাই ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত। আর এজন্য আমাদের চাই আলো। উক্ত বইটিতে সবাইকে আলোর সন্ধান দেওয়া হয়েছে।যে আলো আমাদেরকে চরম অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে আলোর মধ্যে নিয়ে যেতে পারে। এই আলো আমাদের রবের নিকট প্রিয় বান্দা বানাতে পারে।

    ⬛আমরা তো আমাদের জীবনে কত কিছু সঞ্চয় করি। যেমন :বাড়ি, গাড়ি, টাকা-পয়সা, ধন-সম্পদ ইত্যাদি। কিন্তু আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি কতটুকু আমল জমিয়েছি। নাকি আমরা কোন আমলের জমাই নি। এতে আমাদের মৃত্যুর পর কি অবস্থা হবে।আমরা তো সবাই দুনিয়ার ধ্যান-ধারণার চিন্তায় সবাই নিমজ্জিত।

    📖”আলোর সন্ধান” এই বইতে সবাইকে রবে সম্বন্ধে জানানো হয়েছে বলা হয়েছে।মৃত্যুর প্রস্তুতি নিতে। এই বইয়ে কিছু গল্প উপস্থাপন করা হয়েছে যা ছিল সত্য ঘটনা অবলম্বনে। আর এই ঘটনাগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। নিয়ে যেতে পারে আমাদেরকে জান্নাতের পথে। মুক্তি দিতে পারে জাহান্নাম থেকে। আমাদেরকে বানাতে পারে আল্লাহর কাছে প্রিয় বান্দা 💚।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    MD Sazol:

    পৃথিবীর প্রতিটি মানুষই আলোকিত হতে চায়। কুরআন আলো। ইসলাম আলো। সুতরাং আমরা আলোকিত মানুষ হতে চাই। কিন্তু সেই পন্থাটি কি? যার মাধ্যমে মানুষ আলোর মুখ দেখবে? ইসলামের সূচনালগ্নে মানব ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল। সভ্যতা সংস্কৃতী বলতে তারা কিছুই বুঝতনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হানাহানি ছিল তাদের নিত্তমৈত্তিক কর্ম। এ সমাজকে অন্ধকার থেকে পরিত্রান দেয়ার জন্য এ ধরায় আগমন করেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ। তিনি নবুওয়াতে ভূষিত হওয়ার পর পর্যায়ক্রমে তাঁর উপর অবতীর্ণ হয় মানবজাতির জীবন চলার সংবিধান, সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী মহাগ্রন্থ আল কুরআন। এ কুরআনের মাধ্যমেই মানূষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছে। এ কুরআন মানুষকে দিয়েছে সঠিক পথের দিশা। এ কুরআনই মানবজাতিকে শিক্ষা দিয়েছে ইসলামী সভ্যতা আর সংস্কৃতী ও সঠিকতম দিকনির্দেশনা। আমাদের কর্তব্য হল ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্টীয় জীবন পর্যন্ত প্রতিটি স্থানে কুরআনের নির্দেশ বাস্তবায়ন করা। তাহলেই আমরা আলোকিত মানুষ হতে পারবো। এ দেশকে উপহার দিতে পারবো একটি আলোকিত সমাজ।
    প্রিয় পাঠক! মুমিনুল হক মিহাদ আলোকিত হওয়ার সেই গল্পগুলো তুলে ধরেছে পাঠক বোদ্ধাদের সমীপে। একজন অমুসলিম, সেও তার এ বইটি পড়ে নিজেকে আলোকিত করতে মানুষরূপে গড়ে তুলতে পারে, সোনার মানুষ হিসাবে নিজেকে উপস্থিত করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার সন্নিকটে। আশা করি হৃদয়ের খোরাক পাবেন এ বইটি শুরু থেকে শেষ অবধি অধ্যয়ন করার মাধ্যমে। মহান প্রভুর কাছে সেই কামনাই করছি।

    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 5 out of 5

    সাদ্দাম হোসেন:

    #রিভিউ:

    ❖ বই: আলোর সন্ধানে
    ❖ লেখক: মুমিনুল হক মিহাদ

    ❖❖
    ‘আলো’ নিয়ে এসেছিলেন আমাদের নবী ﷺ রবের পক্ষ থেকে। সে আলো সংরক্ষিত আছে পবিত্র কুরআনে, পবিত্র হাদিসে। আমরা খোঁজে পায় না বা সেভাবে খুঁজি না যেভাবে খোঁজ করা প্রয়োজন। গল্পে গল্পে কুরআন ও হাদিসে রাসূল ﷺ থেকে তরুণ, উদীয়মান ও প্রতিশ্রুতিশীল লেখক মুমিনুল হক মিহাদ আমাদেরকে ‘আলোর সন্ধানে’ নেয়ার চেষ্টা করেছেন উক্ত গ্রন্থে। পুরো গ্রন্থে শিক্ষণীয় ও ঠিকঠিক ‘আলোর ফোঁয়ারা’ উপচে পড়ে এমন ২৫ গল্প বা অধ্যায় রয়েছে। জাজাকাল্লাহ খাইরান।

    বইয়ের ভেতর কী?

    হ্যাঁ, বইয়ের ভেতর ‘আলো’। সূর্যের আলো?
    – না।
    – চাঁদের আলো?
    – না।
    – তা হলে?
    শুনেন, এই আলো রবের প্রেরিত আলো, কুরআনের আলো, হাদিসের আলো, নবীয়ে রহমতের ﷺ আলো। এই আলোর খবর দিতে বা সন্ধান দিতে লেখক ২৫টি গল্প দাঁড় করিয়েছেন। ঠিক গল্প নয়, আবার প্রবন্ধও নয়। একচিমটি ‘আলো’। হ্যাঁ, ‘আলো’। যে আলো সম্পর্কে আমরা জানি, শুনি। কিন্তু সেভাবে ভাবি না বা নিজের জীবনে ঘেষতে দিই না।

    বইটি যেমন:

    মন দিয়ে পড়লাম। আর অভিভূত হয়েছি।

    🔘 ‘আলোর সন্ধানে’ বইটি বাস্তবে আলোর ছোঁয়া নিয়ে হাজির হয়েছে।

    🔘 এমনসব গল্প লেখক দাঁড় করেছেন যেগুলো আমাদেরকে জীবন সম্পর্কে বা জীবন-ঘনিষ্ট অনেক বিষয়ে পুনরায় ভাবতে শুরু করবে। যেমন, ‘বোকার রাজ্যে বসবাস’ গল্পে চিরায়ত মৃত্যু বা মৌলিক ইবাদত নামাজ।

    🔘 গল্পের পরতে পরতে বা লেখকের কথামালার পরতে পরতে কুরআন ও হাদিসের রেফারেন্সগুলো আমরা নতুনভাবে উপলব্ধি করতে পাররতেছি। যা ইতোপূর্বে আমরা সেভাবে ভাবতাম না বা জানতাম না।

    🔘 শেষকথা, শিরোনাম যেমন আশাকরি বইটি হয়েছে তেমন, লেখক দিয়েছেন ঠিকই, সুন্দর নাম ‘আলোর সন্ধানে’।

    বইটি পড়বেন কেন?

    শুনেন, ‘জীবনের আলো খোঁজে পেতে’।

    আরো যা যা ভালো:

    ঝকঝকে প্রচ্ছদ, চমৎকার ও চলনশীল ভাষাশৈলি ও বর্ণনাশৈলি। খুব প্রশংসনীয় সেটাপ। সবিশেষ, ভবিষ্যৎ বইটির প্রতি আমার ধারণা পজিটিভ। আশাকরি প্রতিবারের মতো আয়ান প্রকাশন থেকে তাঁর সেরা বইটি পেয়েছি। জাজাকাল্লাহ খাইরান।
    ❖❖

    বই সংক্ষেপ:
    ❖ বই: আলোর সন্ধানে
    ❖ লেখক: মুমিনুল হক মিহাদ
    ❖ প্রকাশন: আয়ান প্রকাশন
    ❖ মলাট মূল্য: ২০০/-

    Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    সিরাজুম মুনীরা:

    দুনিয়ার মোহে পড়ে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্যকে ভুলে যাচ্ছি।আমরা চাকচিক্যময় দুনিয়ার ভবিষ্যতের জন্য অনেক কিছুই সঞ্চয় করেছি।দুনিয়ার মোহ আমাদের এতটাই গ্রাস করে ফেলেছে যে, আমরা আল্লাহর রহমতের দিকে অগ্রসর হচ্ছি না, তার ডাকে সাড়া দিচ্ছি না। আমরা যে কোন জিনিসের ক্ষেত্রে সততা খুঁজলেও নিজের ভিতরে সততাকে লালন করতে গড়িমসি করি। আমাদের চাহিদার কোন সীমা-পরিসীমা নেই। এ জন্য দুনিয়াতে সব কিছু করছি। ভাল কিছু করতে না পারলে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি তাও মনের ভুলে মহান আল্লাহর কাছে চাইছি না। দুআ কবুল হয়না বলে নিরাশ হয়ে হাজারো অভিযোগ করছি অথচ মহান রবের উদ্দেশ্যে সিজদা করে প্রার্থনা করছি না। জীবনে চলার পথে অসংখ্য সমস্যার সম্মুখীন হয়, কোনটা ভাল কোনটা মন্দ। ভাল মন্দ নির্ধারণের ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারি না। এক্ষেত্রে আমরা আল্লাহর রাসূলের শেখানো ইস্তিখারা নিয়মের অনুসরণ করতে পারি। আমরা জানি, একদিন আমাদেরকে পৃথিবী হতে বিদায় নিতে হবে নিঃস্ব হয়ে, তারপরেও আমাদের চাহিদার সীমার শেষ হয়না। এক আশা পূরণ হলে শত আশা লাইন ধরে। এতকিছুর পরও আমর তাওবা করিনা। তাওবা আল্লাহর কাছে ফিরে যাবার প্রিয় একটা মাধ্যম। সুতরাং সময় থাকতে আমাদের সচেতন হওয়া দরকার। যেন আমাদেরকে খালি হাতে বিদায় না নিতে হবে । তাই আমারা তাওবা করে নিজ ভুল স্বীকার করলে, আল্লাহ আমাদের নিরাশ করবেন না।
    বইটি পড়ে বুঝতে পারছি- একজন মুসলমানকে তার বিবেকের কাঠ গড়ায় দাঁড় করানো হয়েছে, সে কি করছে? কিন্তু তার কি করা উচিৎ ছিল? আমাদের গন্তব্য জান্নাত, সেখানে যাবার জন্য আল্লাহ এবং তার রাসুলের অনুকরণ প্রয়োজন। বইটি পড়লে পাঠক নিশ্চয় মনের খোরাক পাবেন এবং নিজেকে সংশোধনের উপায় খুঁজে পাবেন।
    1 out of 1 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top