আল্লাহর প্রতি সুধারণা
জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রসূল ﷺ-কে মৃত্যুর তিনদিন আগে বলতে শুনেছি, “তোমরা অবশ্যই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করো।”
একজন মুমিনের জন্য যেসব গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তন্মধ্যে ‘আল্লাহর প্রতি সুধারণা’ অন্যতম। এটিই মুমিনের মূল পুঁজি। কেননা, তার যত আমলই থাকুক না কেন, ত্রুটির কোনো শেষ নেই। উপরন্তু, আল্লাহর মহান শানের সম্মুখে পাহাড়সম আমলও ছাইতুল্য। আর গুনাহে নিমজ্জিত বান্দা যখন আল্লাহর শাস্তির কথা স্বরণ করে, তখন তার আশাকেই শেষ অবলম্বন হিসেবে দেখতে পায়। তাই আল্লাহর প্রতি সুধারণা রাখা প্রত্যেক মুমিন মুসলিমের জন্য অপরিহার্য।
কিন্তু আল্লাহর প্রতি সুধারণা বলতে কী বোঝায়? কীভাবে সুধারণা রাখতে হয়? এ বিষয়ে ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এর রচিত حسن الظن بالله বা ‘আল্লাহর প্রতি সুধারণা’ একটি চমৎকার বই। এতে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে নবীজি ﷺ-এর হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তি সংকলন করেছেন, দেখিয়েছেন কীভাবে আমরাও আল্লাহর প্রতি সুধারণা রাখতে পারি।
-
-
hotবেলা ফুরাবার আগে
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন335 ৳218 ৳বেলা ফুরাবার আগে... নিজেকে আবিষ্কারের একটি আয়না। ...
-
hotমনের ওপর লাগাম
লেখক : আল্লামা ইবনুল জাওযী (রহঃ)প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন173 ৳128 ৳বিবেক আছে বলেই মানুষ পশুপাখি থেকে ...
-
hotএবার ভিন্ন কিছু হোক
লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সমকালীন প্রকাশন340 ৳221 ৳প্রতিদিন একটা একঘেয়েমি চক্রে কেটে যাচ্ছে ...
-
hotটাইম ম্যানেজমেন্ট
লেখক : ইসমাইল কামদারপ্রকাশনী : সিয়ান পাবলিকেশন228 ৳166 ৳ইমাম আবু হানিফা রহ.-এর রেশমি কাপড়ের ...
-
featureচিন্তাপরাধ
লেখক : আসিফ আদনানপ্রকাশনী : ইলম হাউজ পাবলিকেশন190 ৳পৃষ্ঠা - ১৯২ 'যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার ...
-
hotনফসের বিরুদ্ধে লড়াই
লেখক : মাহমুদ বিন নূরপ্রকাশনী : রাইয়ান প্রকাশন220 ৳161 ৳কতজন-ই তো বলে—আমি তাহাজ্জুদে উঠতে পারি ...
-
hotএপিটাফ
লেখক : সাজিদ ইসলামপ্রকাশনী : বুকমার্ক পাবলিকেশন228 ৳171 ৳ধরণ: লেকচার সংকলণ পৃষ্ঠা: ১৪৪ কভার: পেপার ব্যাক উস্তাদ ...
-
featureম্যাসেজ
লেখক : মিজানুর রহমান আজহারিপ্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স300 ৳ইসলাম এক নক্ষত্র, যার সংস্পর্শে সমস্ত ...
-
hotশিকড়ের সন্ধানে
লেখক : হামিদা মুবাশ্বেরাপ্রকাশনী : সমকালীন প্রকাশন430 ৳279 ৳পৃষ্ঠা সংখ্যা: ২৯৬ টি কভার: পেপার ব্যাক ‘Know ...
-
Sabiha Jannat – :
-বান্দার সাথে আল্লাহর আচরণ আসলে কেমন?
– বান্দা আল্লাহকে যেমন ভাবেন তার জন্যে আল্লাহ ঠিক তেমনি।
কোনো গুনাহগারের চিন্তা যদি এরকম হয় আল্লাহ তার কৃতকর্মের জন্যে তাকে ক্ষমা করবেনই, তখন আল্লাহ তার জন্যে হয়ে যান “গফুরুর রহিম”!
আবার কোনো নেক আমলকারী বান্দা যখন আমলের দম্ভে শীর্ষ চূড়ায় আরোহন করে আল্লাহর বিশালতা ও ক্ষমতাকেই ভুলে বসে, তখন সেই চূড়া থেকে ছূড়ে ফেলে আল্লাহর নিজ কঠোরতার পরিচয় দিতেও এক মুহূর্ত সময় লাগেনা।
,
▣ কি নিয়ে বইটি?
▔▔▔▔▔▔▔▔▔▔▔
আল্লাহর প্রতি সুধারণা বইটিতে মূলত আল্লাহর প্রতি ভয়, তাকওয়া ও প্রবল আশার সমন্বয়ে কিভাবে রব্বের ক্রোধকে মিটিয়ে দিয়ে সন্তুষ্টি অর্জন করতে হয় তারই হাদিসভিত্তিক আলোচনা করা হয়েছে।
–
▣ কি কি পাবেন বইতে?
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
– পৃথক পৃথক ভাবে মোট ১৫২ টি ক্রমিক শিরোনামে কুরআন হাদিসের আলোচনা।
– মূল গ্রন্থের বাইরেও পাঠককে একটা পরিপূর্ণ ধারণার উন্মেষ ঘটাতে আরো ১৬ টি পরিশিষ্ট সংশ্লিষ্ট হাদিসের সংযোজন করা হয়েছে বইটিতে।
– আল্লাহর প্রতি বান্দার আশা ও ভয়ের সংমিশ্রণ ঘটিয়ে এক আধ্যাত্মিক ভালোবাসা তৈরির মূলমন্ত্র পেয়ে যাবেন পাঠক বইটিতে।
,
▣ পঠ্যাভিমতঃ
▔▔▔▔▔▔▔▔▔
বইয়ের প্রচ্ছদ দেখে প্রথমেই অন্তর জুড়িয়েছে অনেকটা, একটা প্রশান্তি আছে এতে। এরপর একের পর এক আল্লাহর পরিচয় প্রাপ্তি, আল্লাহর প্রতি বান্দার ভক্তি ও তাওয়াক্কুলের আলোকচ্ছটাগুলো বিচ্ছুরিত হয়ে পাঠকের মন-মগজে গেথে যাওয়া…! সে তো এক আলাদা-অন্যরকম অনুভূতি। মাঝে মধ্যে ছোট খাটো ভুল কথা ও ধারণার মাধ্যমে রব্বের ক্রোধের শিকার হলাম কিনা, সে কথাও ভাবিয়েছে। তবে দিন শেষে কোথাও না কোথাও একটা আশার বীজ বপন হয়েছে যে, হয়তো আমিও ক্ষমা পাব৷ কারণ রব্ব তো ক্ষমা করতে ভালোবাসেন! আমার পাপের চেয়ে তার ক্ষমা অনেক অনেএএএক বেশি বড়। বিশাল!!
——-
বই- আল্লাহর প্রতি সুধারণা
প্রকাশনী- Wafi Publication
লেখক- মুহাম্মাদ ইবনু আবিদ-দুনইয়া (রহঃ)
বুক লিংক- https://www.wafilife.com/shop/books/allahor-proti-shudharona/
Rakin – :
Ainun nahar tahera – :
আমার ‘আল্লাহ প্রতি সুধারনা’ বইটি পড়ার আগ্রহ বইটির রিভিউ মাধ্যমে হয়নি বরং বইয়ের নাম আর এত সুন্দর কভারে কারনে হয়েছে।বইটা দেখতে যত সুন্দর তার ভিতরটা ততটায় চমৎকার।
এই বইটি মূলত ‘হুসনুষ যন বিল্লাহ’ নামক সুপ্রসিদ্ধ আরবী কিতাবে ভাষান্তর।বাংলা ভাষাভাষী জনসাধারণ অন্তরে আল্লাহ প্রতি সুধারনা বৃদ্ধির লক্ষ্য ওয়াফি পাবলিকেশন পক্ষ থেকে বইটি ভাষান্তর করা হয়।
বইটির গুরুতপূনতা:এই বইটি বিষয়বস্তু কতটা গুরত্বপূর্ণ তা বলে বুঝানো যাবে না। কারন একজন মুমিনের জন্য যেসব গুণ অপরিহার্য তার মধ্যে আল্লাহর প্রতি সুধারনা অন্যতম।
বইটির ভালোলাগার দিকগুলো:
১.বইটির নাম,
২. নয়নপ্রতীকর বইয়ের কভার
৩.কয়েকটি কুরআনের আয়াত রেফারেন্স সহ
৫.মনে দাগ লাগানোর মতন কিছু হাদিস রেফারেন্স সহ।
৪.সাহাবিদের কবিতা আবৃত্তি
৫.উন্নতমানের কাগজ ব্যবহার।(অনেক সময় দেখা যায়,বইয়ের লিখা ভালো কিন্তু উন্নতমানের কাগজ ব্যবহার করা হয় না)
বইটি কারা পড়বেন:সবাই এই বইটি পড়তে পারবেন।এই বইটি ঈমান, আমল ও আল্লাহ প্রতি সুধারনা বৃদ্ধি করতে সাহায্য করবে ইং শা আল্লাহ।
বিশেষ করে পড়তে বলবো।
যারা হতাশায় ভুগছেন
মিফতাহুল জান্নাত – :
এই বইটার আসলে তা-ই যা এর কভার নামে লেখা আছে।
আসলে সবকিছুর প্রতি আমাদের নিরপেক্ষ বা সুধারণা থাকা আবশ্যক।
যদি সেটা আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকে তাহলে তো প্রশ্নই উঠে নাহ? জীবনে চলার পথে পা পিছলে যাওয়াটা স্বাভাবিক তবে এর কারণে আল্লাহকে দোষারোপ না করে খাসদিলে এহসান করাটায় মুমিন বান্দার পরিচয়।
SUMMA JAHAN – :
বই:আল্লাহর প্রতি সুধারণা
লেখক : ইমাম ইবনু আবিদ দুনইয়া
প্রকাশনী : ওয়াফি পাবলিকেশন
বিষয় : ইসলামী জ্ঞান চর্চা, ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদ ও তাখরীজ: মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা নূরুল আমীন আল-হারুনী
সম্পাদনা: মুফতি মাহমুদুল হক
পৃষ্ঠা: ১১২
কভার: হার্ড কভার
মূল্য:১৭৫ টাকা
আবু হুরায়রা ( রা) থেকে বর্ণিত, রসুল (স:) বলেছেন,”আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন,’আমার প্রতি আমার বান্দার ধারণা অনুযায়ী আমি তার প্রতি আচরণ করি। সে যখন আমাকে স্মরণ করে সঙ্গে থাকি।’
জাবের রদ্বি. থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি রসূল (স:)কে মৃত্যুর তিনদিন আগে বলতে শুনেছি, “তোমরা অবশ্যই যেন আল্লাহর প্রতি সুধারণা নিয়ে মৃত্যুবরণ করো।”একজন মুমিনের জন্য যেসব গুণে গুণান্বিত হওয়া অপরিহার্য, তন্মধ্যে ‘আল্লাহর প্রতি সুধারণা’ অন্যতম। মুমিন বান্দার যত আমলই থাকুক না কেন, ত্রুটির কোনো শেষ নেই।আল্লাহর মহান শানের সম্মুখে পাহাড়সম আমলও ছাইতুল্য। আর গুনাহে নিমজ্জিত বান্দা যখন আল্লাহর শাস্তির কথা স্বরণ করে, তখন তার আশাকেই শেষ অবলম্বন হিসেবে দেখতে পায়।
আল্লাহ শির্ক ছাড়া সবই মাফ করেন। আল্লাহ প্রতি সুধারনা উত্তম ইবাদত। মৃত্যু কালে সুধারনা রাখতেই হবে। আল্লাহ সন্তুষ্ট থাকলে সামান্য আমলও হতে পারে মুক্তির উপায়।আর অসন্তুষ্ট থাকলে মন্তব্যও হতে পারে শাস্তির কারণ। আল্লাহ তায়ালার রহমত হতে নিরাশ হতে নেই। আল্লাহ ক্ষমা করা ভালবাসেন।
কিন্তু আল্লাহর প্রতি সুধারণা বলতে কী বোঝায়? কীভাবে সুধারণা রাখতে হয়? এ বিষয়ে ইমাম ইবনু আবিদ দুনইয়া রহ.-এর রচিত ‘আল্লাহর প্রতি সুধারণা’ একটি চমৎকার বই। এতে আল্লাহর প্রতি সুধারণা নিয়ে নবীজি(স:)-এর হাদীস, সাহাবী এবং পরবর্তী প্রজন্মের উক্তি সংকলন করেছেন, দেখিয়েছেন কীভাবে আমরাও আল্লাহর প্রতি সুধারনা রাখতে পারি।
আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে, আল্লাহর প্রতি সুধারনা নিয়েhttps://www.wafilife.com/shop/books/allahor-proti-shudharona/