আদম থেকে মুহাম্মদ (স.)
শিশু-কিশোরদের গল্প শোনার আগ্রহটা প্রবল। তাদের কচিমনের এই ঝোঁক ও উদ্দীপনার প্রতি লক্ষ রেখে কুরআনের বুনিয়াদি নীতি, নবিদের আগমনের উদ্দেশ্য, তাদের গল্পকাহিনি, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহিমান্বিত জীবন এবং অন্যান্য বিষয় সহজ ভাষা ও গল্পের আঙ্গিকে সংকলন করে প্রকাশ করা হবে। শিক্ষক মহোদয়গণ প্রতিদিন এক-একটি বিষয় শিশুদের সামনে গল্প আকারে আলোচনা করবেন অতঃপর বাচ্চাদের থেকেও সেই গল্প শুনবেন। আল্লাহ তাআলার সুমহান সত্তার কাছে প্রত্যাশা, গল্প ও আলোচনার এই ধারাবাহিকতা বজায় থাকলে কুরআনের মৌলিক বিষয়গুলো শিশুদের মানসপটে অঙ্কিত হয়ে যাবে সহজতরভাবে।
উদাহরণত, শিশুদের সামনে সম্মানিত শিক্ষক হজরত আদম আলাইহিস সালামের গল্প বললেন। তারপর কুরআন তিলাওয়াতের সময় যখন হজরত আদম আলাইহিস সালামের নাম তারা পড়বে, তখন তাদের হৃদয়পটে গল্পের সে চিত্রগুলো একে একে ভেসে উঠবে, যেগুলো শিক্ষক তাদের সামনে আলোচনা করেছিলেন।
বক্ষ্যমাণ গ্রন্থটি আমাদের সে সকল মুসলিম ভাইবোনদের অশেষ উপকার সাধন করবে, যারা কুরআনের এই বিপুল অংশ অনুধাবন এবং তা থেকে উপদেশ ও শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। সেইসঙ্গে মুসলিম শিশু-কিশোর যারা কুরআন সবে পড়তে শিখেছে, অর্থ ও মর্ম অনুধাবনের যোগ্যতা অর্জন করতে জীবনের বেশ একটা সময় পেরিয়ে যায়, তারা জীবনের সূচনায় কুরআন শেখার সময় এ গ্রন্থটি পাঠ করলে কুরআনের মৌলিক একটি বিষয়ের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি হয়ে যাবে।
-
-
hotসুরা ইউসুফ: পবিত্র এক মানবের গল্প
লেখক : শাইখ আলী জাবির আল ফাইফীপ্রকাশনী : সমকালীন প্রকাশন186 ৳136 ৳সুরা ইউসুফ। আল-কুরআনের মনোমুগ্ধকর, শিক্ষণীয় এবং ...
-
নবীদের কাহিনী-১
লেখক : মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিবপ্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ180 ৳মানবজাতির কল্যাণে প্রেরিত বিধান সমূহ প্রচার ...
-
নবীদের কাহিনী-২
লেখক : মুহাম্মদ আসাদুল্লাহ আল-গালিবপ্রকাশনী : হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ150 ৳২৫ জন নবীর নাম আল্লাহ পবিত্র ...
-
save offক্বাসাসুল আম্বিয়া (আল-কুরআনে বর্ণিত ২৫ নবী ও রাসূলের জীবন)
লেখক : আল্লামা ইব্নে কাছীর (রহ.)প্রকাশনী : দারুস সালাম বাংলাদেশ800 ৳464 ৳
-
save offঈসা ইবনে মারইয়াম আ. : যাঁর অপেক্ষায় আগামীর পৃথিবী
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবীপ্রকাশনী : মুহাম্মদ পাবলিকেশন780 ৳569 ৳ঈসা ইবনে মারইয়াম আ.-এর জন্মগ্রহণ মহান ...
-
save offঈসা ইবনু মারইয়াম (আ.)
লেখক : শাইখ আহমাদ মুসা জিবরিলপ্রকাশনী : সন্দীপন প্রকাশন110 ৳82 ৳ঈসা আলাইহিস সালামের আশ্চর্য জীবন-কাহিনি ও ...
-
hotনবিদের জীবন থেকে শিক্ষা : মুসা আ.
লেখক : আলি ইবনু জাবির আল ফাইফিপ্রকাশনী : অর্পণ প্রকাশন174 ৳130 ৳'নবিদের জীবন থেকে শিক্ষা: মুসা (আ.)' ...
-
save offনবীদের গল্প
লেখক : মুহাম্মাদ ওয়ালী উল্লাহপ্রকাশনী : মাকতাবাতুল আযহার600 ৳330 ৳এ বইয়ের নাম ‘নবীদের গল্প’। নামটি ...
-
save offকাসাসুল আম্বিয়া (হার্ডকভার)
লেখক : আল্লামা ইব্নে কাছীর (রহ.)প্রকাশনী : বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স800 ৳520 ৳অনুবাদক: মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন সম্পাদক: মাওলানা ...
-
hotনবিজির মুজিজা
লেখক : শাইখ আহমাদ নাজিপ্রকাশনী : আয়াত প্রকাশন350 ৳192 ৳যে ফুলের খুশবুতে মাতোয়ারা সারা জাহান, ...
-
Eto faltu boi ajkal er jug e kivabe publis hoy god knows – :
Sheikh Israt – :
যুগের আবর্তনে বহু নবী রাসুল-গত হয়েছেন।
আমরা দুনিয়াবি কাজ কর্মে ব্যস্ত থাকায় অনেক সময় কুরআন-হাদিস পড়া হয়ে ওঠে না। অনেকেই এই মহান নবীদের ব্যাপারে জানতেও পারে না।
তাই বলে কি তারা পিছিয়ে থাকবে?
মাওলানা মুহাম্মদ রফীর লেখা আর রুহুল আমীন উবাইদীর অনূবাদিত কুরআনে বর্ণিত সকল নবীর জীবনী ” আদম (আ.) থেকে মুহাম্মদ (স.)..
পৃথিবীতে বহু নবী-রাসুলের আগমন ঘটলেও কুরআনে মাত্র ২৫ জন নবী-রাসুলের কথা বর্ণিত আছে।
এই সর্ম্পকে আল্লাহ
তায়ালা বলেছেনঃআমি তোমার পূর্বে বহু নবী -রাসুল প্রেরণ করেছি তাদের কারো কথা তোমায় বলেছি আর কারো কথা বলিনি। ( আল কুরআন)
তেমনি বইটিতে ধারাবাহিক ভাবে একের পর এক নবী-রাসুলের কাহিনী বর্ণনা করা হয়েছে।
বইটির প্রথমেই পূর্ববর্তী উম্মতগণের ব্যাপারে বলা হয়েছে।
তারপর আল্লাহ তায়ালার সর্ম্পকে আলোচনা করা হয়েছে।
পরবর্তীতে ফিরিশতাও শয়তান কে নিয়ে কিছু সংক্ষিপ আলোচনা করা হয়েছে।
আদম (আ.) কে সৃষ্টি থেকে শুরু করে জান্নাত থেকে বহিষ্কৃত হওয়ার ঘটনা গুলো উল্লেখ করা হয়েছে।
এর পরবর্তীতে হাবিল কে কাবিলের হত্যার কাহিনি বর্ণনা করা হয়েছে। ক্রমানুসারে নূহ আ. হুদ আ. সালিহ আ. এর উম্মতের ব্যাপরে বলা হয়েছে। তাদের উম্মত ছিলো সীমালঙ্ঘনকারী।তাই আল্লাহ তায়ালা তাদের ধ্বংস করেন।
ইব্রাহীম (আ.) ছিলেন নবীদের মধ্যে সম্মানিত নবীদের একজন যাকে আল্লাহ কুরআনুল কারিমে খলিল বলে অবহিত করেন।
আল্লাহ তায়ালা কুরআনে বার বার ঘোষণা করেছেন, নিশ্চয় ইব্রাহীম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলো না।
যখন তার সম্প্রদায় তাকে আগুনে নিক্ষেপ করে তখন আল্লাহ বলেন:
قُلْنَا يَٰنَارُ كُونِى بَرْدًا وَسَلَٰمًا عَلَىٰٓ إِبْرَٰهِيمَ
আমি বললাম, ‘হে আগুন, তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহীমের জন্য’ । (সূরা আম্বিয়া:৬৯)
ইব্রাহীম আ. এর অধ্যায়ে এছাড়া জমজমকূপ,কুরবানি, কাবা শরিফ নির্মাণ এর কাহিনী গুলো বিষদ ভাবে বর্ণনা করা হয়েছে।
ইউসুফ (আ.) এর প্রতি তার ভাইদের ষড়যন্ত্র সহ তার ঈমানের দিক গুলো উল্লেখ করা হয়েছে।
শোয়াইব আ. ও মুসা আ. এর অধ্যায়টা বনী ইসরাইলের কাহিনী দিয়ে সাজানো হয়েছে।
এর পরবর্তী অধ্যায়ে দাঊদ (আ.), লুকমান (আ.), সুলাইমান (আ.), এবং ঈসা (আ.) এর জন্ম ও তাকে আল্লাহ তায়ালা আসমানে তুলে নেওয়ার ঘটনা গুলো ব্যাখা করা হয়েছে।
সবার শেষে আমাদের প্রিয় নবী (স.) এর জীবনীর কিছু অংশ তুলে ধরা হয়েছে..
এই অধ্যায়ে:
জাতিকে দ্বীন ও ঈমাদের প্রতি দাওয়াত,মিরাজ,হিজরত,ইসলামের বড় বড় যুদ্ধের ব্যাপারে বর্ণনা করা হয়েছে…
এরপর ক্রমানুসারে ইসলামের মূল ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে।
সব মিলিয়ে বইটি একজন মুসলিমের জন্য অনেক বড় প্রাপ্তি