মেন্যু
biye: sopno theke ostoprohor

বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর

পৃষ্ঠা : 62, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 4th Printed, 2017
আইএসবিএন : 9789843375872
বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হয়। কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজানো দাম্পত্য জীবন শুধু স্বামী-স্ত্রী... আরো পড়ুন
পরিমাণ

94 

পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

19 রিভিউ এবং রেটিং - বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর

4.7
Based on 19 reviews
5 star
73%
4 star
26%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 4 out of 5

    মারুফ আহমেদ:

    বিয়ে পরবর্তী দায়িত্ব সম্পর্কে জানার জন্য এর চেয়ে ভালো বই আর হয় না।
    3 out of 3 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  2. 4 out of 5

    মারিয়াম বিনতে ইউনুস:

    সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য। সলাত ও সালাম তার প্রিয় হাবীব ও রাসুল (স) এবং তার পরিবার পরিজনের প্রতি।
    বিয়ে নিয়ে আমরা কল্পনা করতে ভালবাসি, কত শত স্বপ্ন দেখি এই বিয়েকে ঘিরে। আর তার সবটাই রোমাঞ্চকর, আনন্দের। বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর বইটি আমাদের সেই কল্পনার সাথে বাস্তবতাকেও চিন্তা করতে শেখায়। বইটিতে বার বার বলা হয়েছে আপনি বিবাহিত জীবনের দায়িত্ব কর্তব্য পালনের উপযুক্ত না হলে দয়া করে বিয়ে করবেন না। একথাও বলা হয়েছে জোরের সাথে ভালবাসা আগে নয় বরং সত্য বলা + পারস্পরিক শ্রদ্ধাবোধ + যত্ন নেওয়া = ভালবাসা। যে দাম্পত্য জীবনে যত বেশি এই তিনটি বিষয় উপস্থিত থাকবে তাদের মধ্যে ভালবাসাও তত বেশি থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হল এই ভালবাসার চক্রবৃদ্ধি।

    যাইহোক, বিবাহিত ও অবিবাহিত সবার জন্য বইটি খুবই উপকারী হবে ইং শা আল্লাহ। আর অবশ্যই বইটি কেউ একবার পড়বেন না। নিজের সংগ্রহে রেখে বার বার পড়বেন রিমাইন্ডার হিসেবে।

    জাজাকুমুল্লাহ।

    8 out of 8 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  3. 5 out of 5

    Hasnain Islam Emon:

    ❀বিসমিল্লাহির রহমানির রহীম!

    ❝ আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। ❞
    (সূরা রুম : আয়াত ২১)

    বিয়ে মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামতের নাম। নবীজী(সঃ) এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত। বিয়ে যুবক-যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে, যা প্রত্যেক মানুষের স্বভাবজাত চাহিদা।কুরআন ও সুন্নাহ অনুযায়ী সাজানো দাম্পত্য জীবন শুধু স্বামী-স্ত্রী উপরই নয় বরং গোটা সমাজের উপর আল্লাহর অনুগ্রহ বয়ে আনে।

    বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ অভিশাপে পরিণত হতে পারে যদি বিয়ের আগের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হয়।
    পরিবারের বাঁধগুলো যে আজ ভাঙতে বসেছে,তা মেরামতের উদ্যোগ না নিলে ব্যক্তিগত জীবন থেকে যেমন শান্তি হারিয়ে যাবে,ভবিষ্যৎ প্রজন্মও বিপদের মুখে পড়বে।

    বিয়ে এবং বিয়ে পরবর্তী দাম্পত্য জীবনের খুঁটিনাটি বিষয়ে করনীয়, বর্জনীয় এবং সামাজিক দৃষ্টিকোনের সুবিধা এবং অসুবিধা বিয়ে পরিচ্ছন্নভাবে জানাতে
    সিয়ান পাবলিকেশন্স এবং অনুবাদক শরীফ আবু হায়াত অপু আমাদের জন্য বাংলা ভাষায় আয়োজন করেছেন মির্জা ইয়াওয়ার বেইগের লেখা
    ❝ বিয়ে-স্বপ্ব থেকে অষ্টপ্রহর ❞ বইটি। আমাদের আজকের আলোচনা এই বইটিকে ঘিরেই।

    ♦বইটিতে যা যা রয়েছে সংক্ষেপেঃ

    মির্জা ইয়াওয়ার বেইগের ❝ Marriage: Making and living of it ❞ বইয়ের বাংলা অনুবাদ হলো
    ❝ বিয়ে-স্বপ্ব থেকে অষ্টপ্রহর ❞ বইটি।

    এখানে জানা যাবে,বিয়ে সম্পর্কে ইসলাম কি বলে,সুখী দাম্পত্য জীবন গড়তে কোন কোন বিষয়গুলো অবলম্বন করা বেশি জরুরি,এছাড়া রাসূল(সঃ) বিয়ের বিষয়ে যে ৪ টি জিনিস দেখতে বলেছেন,লেখক আলাদা করে বিয়ের বিষয়ে ছয়টি পরামর্শও দিয়েছেন। এছাড়াও দাম্পত্য জীবনে কিভাবে সুন্দর করা যায়,সঠিক পাত্র-পাত্রী নির্বাচন,সংসারে স্বামী-স্ত্রীর কর্তব্য, দাম্পত্য জীবনে ধনসম্পদ, সন্তানলাভ,শ্বশুর শাশুড়ির অনুপ্রবেশ কতোটা ফলপ্রসূ এমন সমসাময়িক ২০ টি প্রশ্নের মাশাআল্লাহ গুরুত্বপূর্ণ উত্তর রয়েছে,যা একজন বিবাহিত,অবিবাহিত সকলের জন্য জানা জরুরি।
    একজন আন্তরিক পাঠক বইটি থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করলে সুখী ও শান্তিপূর্ণ জীবন যাপনে সক্ষম হবেন, ইন-শা আল্লাহ।

    ♦আমার অনুভূতিঃ

    আলহামদুলিল্লাহ! বাংলা ভাষায় বিয়ে বিষয়ক এমন ইসলামিক,সামাজিক এবং আধুনিক দৃষ্টিভঙ্গিতে দাম্পত্য সমস্যাগুলো নিরসনে এমন বই দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। এক কথায় আধুনিক দাম্পত্য জীবনের গাইডলাইন বলা যেতে পারে বইটিকে । কি নেই এখানে, আধুনিক যুগে দাম্পত্য জীবনের সকল সমাধানের জন্য এর চেয়ে উত্তম বই আর হতেই পারে না।

    নবীজী(সঃ) বলেন,
    ❝ এ পৃথিবীর সর্বোত্তম নিয়ামত হলো পূন্যবান স্ত্রী। ❞

    বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে, এমন কাউকে বিয়ে করুন যাকে দেখে অনুকরন করতে ইচ্ছে করে,যার থেকে ক্ষমা শেখা যায়।সর্বদা ভালো স্মৃতিগুলোকে মনে রাখুন,খারাপ স্মৃতিগুলোকে অপসারন করুন,জীবনসঙ্গীকে উপহার দিয়ে চমকে দিন। মনে রাখবেন, বিয়ে নবীজীর সুন্নাহ।এমনভাবে বৈবাহিক সম্পর্ক শুরু
    করুন যাতে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়,আল্লাহর রহমত এবং নিয়ামত অর্জন করা যায়।তাই আমি বলবো, ❝ বিয়ে-স্বপ্ব থেকে অষ্টপ্রহর ❞ সকলের জন্য মাস্টরিড একটি বই।

    ♦বইটি পড়া কেনো জরুরিঃ

    দিনকে দিন বৈবাহিত জীবনে কলোহ বিবাদ যেনো বেড়েই চলেছে,নাগরিক জীবন যেনো এই বিষয়টিতে বড্ড হতাশ, যা হুমকিস্বরূপ পরবর্তী প্রজন্মের জন্যও। আমার ধারনা তাদের মনে একটু হলেও আশার আলো এবং স্বস্তি জাগাবে এই বইটি।

    বিয়ের জন্য বর কনে নির্বাচন থেকে শুরু করে মৃত্যুর পূর্ব পর্যন্ত বিভিন্ন পর্যায়ে একজোড়া মুসলিম দম্পতির করনীয় ও বর্জনীয় বিষয়গুলো বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।মির্জা ইয়াওয়ার বেইগের ❝ Marriage: Making and living of it ❞ বইয়ের বাংলা অনুবাদ ❝ বিয়ে-স্বপ্ব থেকে অষ্টপ্রহর ❞ বইটি সকল যুবক ভাইয়েরা এবং বিবাহিত ভাইয়েরা জীবনে একবার হলেও পড়ুন। বিবাহিতদের জন্য তো বটেই, অবিবাহিত দের জন্যও বইটি সমানভাবে ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি ইনশাআল্লাহ। বইটির সাথে জড়িত সকলকে মহান রব্বুল আলামীন কবুল করুক,আমিন।

    7 out of 8 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  4. 4 out of 5

    মোঃ মাহমুদ হোসেন:

    অনেক সুন্দর একটা বই। বিবাহিত অবিবাহিত সবারই বইটা পড়া উচিত। এক একটা বাক্য যেন সারাংশ। প্রতিটি বাক্য নিয়ে ভাববার মত। সংক্্ষিপ্ত কথায় অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি সবাই কম বেশি উপক্রত হবেন ইনশাআল্লাহ।
    5 out of 5 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
  5. 5 out of 5

    নাজমুন নাহার নিপু:

    “দেশে গত ৭ বছরে ডিভোর্সের হার বেড়েছে প্রায় ৩৫%।ঢাকায় প্রতি ঘন্টায় ১ তালাক।”

    ___আঁতকে ওঠার মতো একটা খবর তাই না? অনুসন্ধান করলে দেখা যাবে এই বিচ্ছেদের কারন পরকীয়া, স্ত্রীর স্বাবলম্বিতায় বাধা,মনোমালিন্য, ‘তাকে আর ভাল্লাগে না’, ‘কোন স্বাধীনতা নাই’ __এ-ই কারন।আসলেই কি তাই?আমার মত এর কারন ইসলাম থেকে দূরে যাওয়া,সঠিক পাত্র-পাত্রী নির্বাচন না করা,বস্তুত বিবাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাভ না করা।এই যে বিচ্ছেদের হার আশংকাজনকভাবে বাড়ছে,এর প্রভাব কি শুধুই ব্যক্তিজীবনে পরে?মোটেই না, এর সুদূর প্রভাব ব্যক্তিজীবনকে ছাপিয়ে সমাজের অলিগলিতে ছড়িয়ে পরে,ফলাফল ___মানসিকভাবে প্রতিবন্ধী ভবিষ্যত প্রজন্ম।

    #আলোচ্য_বিষয়★

    বিয়েঃ স্বপ্ন থেকে অষ্টপ্রহর….
    নামটাই কেমন যেন রোমান্টিক, তাই না?
    মির্জা ইয়াওয়ার বেইগ রচিত বইটিতে মূলত আলোচনা করা হয়েছে বিবাহ ও এর উদ্দেশ্য, বিয়ের হুকুম-আহকাম,দাম্পত্য জীবনের গুরুত্ব, পারিবারিক জটিলতা, সমস্যা ও এর সমাধান সম্পর্কে আলোচনা করা হয়েছে।বিবাহিত তো বটেই অবিবাহিতদের জন্য ও বইটি অতীব জরুরি।

    #যা_আছে_বইটিতে

    মোট ৪ টি গুরুত্বপূর্ণ বিষয় ঢালাওভাবে আলোচনা করা হয়েছে বইটিতে।

    #১_ইসলামে বিয়েঃ অধ্যায়ের নাম শুনেই বোঝা যায় এ অধ্যায়ে বিয়ের প্রয়োজনীয়তা এবং হুকুম -আহকাম নিয়ে আলোচনা করা হয়েছে। বিয়ে ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন নারী ও পুরুষের মধ্যকার জীবনঘনিষ্ঠ দ্বিপাক্ষিক চুক্তি। বিয়ের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সুকুন তথা শান্তি।এর পরে যথাক্রমে মাওয়াদ্দাহ (ভালোবাসা) এবং রাহমাহ(দয়া,মমতা)।একটু খেয়াল করলে বোঝা যাবে নবদম্পতি গন বিয়ের পর প্রথম প্রথম একে অপরের ভালোবাসায় বাঁধা পরে।ছোট্ট ছোট্ট পাগলামি, অগোছালো স্বভাব,দোষ-ত্রুটি গুলোও যেন ভালো লাগে।সময় গড়ায়,নব প্রেমের ফোটা ফুল আস্তে আস্তে শুকিয়ে আসে।এখন সময়মতো হাতের কাছে তোয়ালেটা না পেলে বিরক্ত লাগে,খাবারে লবনের তারতম্য ও যেন মেনে নেয়া যায় না।তারপরও একে অন্যকে ছেড়ে থাকা যায় না_এটা রাহমাহ।বিধাতার হাতে গড়া কি আশ্চর্য বাঁধন! আল্লাহ তায়ালা বলেন___

    “তাঁর নিদর্শনসমূহের মধ্যে এই যে,তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন।যাতে তোমরা তাদের পেয়ে পরিতৃপ্ত হও।তিনি তোমাদের মধ্যে পারষ্পরিক প্রেম-ভালবাসা ও মমত্ববোধ সৃষ্টি করেছেন।এর মধ্যে চিন্তাশীল লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। ”

    #২_বিয়ের_জন্য_প্রয়োজনীয়_বিষয়ঃ বিয়ে করতে ইচ্ছুক এমন ব্যক্তিদের জন্য লেখক এ অধ্যায়ে জীবন সঙ্গী নির্বাচন করার কিছু টিপস দিয়েছেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য লেখকের পরামর্শ বিয়ের ক্ষেত্রে মূলত ৬টি বিষয় আবশ্যিকভাবে যাচাই করা।এগুলো হলো__১.ইসলাম(দ্বীন,চরিত্র ইত্যাদি),২.হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসুন,৩.আচার-আচরণ, ৪.কথোপোকথন,৫.দুজনের জীবনের অভিন্ন লক্ষ্য, ৬.পরিবার।

    #৩_বিবাহিত জীবন সুখী করার উপায়ঃ এটি এই বইয়ের সবচেয়ে জরুরি অধ্যায় বলে আমি মনে করি।এখানে লেখক সুখী জীবন-যাপনের জন্য করনীয় সম্পর্কে আলোচনা করেছেন।এছাড়াও অধ্যায়ের একাংশ জুড়ে প্যারেন্টিং এর উপর জোরালো বক্তব্য রেখেছেন।লেখকের মতে সুন্দর দাম্পত্য জীবনের বৈশিষ্ট্যই হচ্ছে___সত্য বলা,যত্ন নেয়া ও পারষ্পরিক শ্রদ্ধাবোধ।খেয়াল করুন!লেখক একবারও ভালোবাসার কথা উল্লেখ করেননি।কারন যেখানে এই তিন গুনের উল্লেখ আছে সেখানেই ভালোবাসা আছে কারন ভালোবাসা সৃষ্টিই হয় এই তিনের সমন্বয়ে।লেখকের ভাষায়___

    “দাম্পত্য জীবনের সুখ শান্তি কেবল স্বামী-স্ত্রীর মন মানসিকতা এবং আচরনের উপর নির্ভর করে।তারা যদি সত্যিই সুখী হতে চায় তাহলে কেউ তাদের রোধ করতে পারবে না।আর তারা অশান্তি করলে কেউই তাদের শান্তি এনে দিতে পারবে না।”

    পরের অংশে সুখী দাম্পত্য জীবনে স্বামী -স্ত্রীর ও পরিবারের ভূমিকা, বৈবাহিক সম্পর্কের ক্ষতিকারক দিক,সন্তানের ভূমিকা ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছেন।পাশাপাশি অসুখী দম্পতিদের সুখ ফিরিয়ে আনতে কিছু ফলপ্রসূ উপায় ও বাতলেছেন।এখানে লেখক পিতা মাতা হিসেবে তাদের দায়িত্বের কথা স্মরন করে দিয়েছেন।এছাড়াও সন্তান লালন-পালনের কিছু সফল পদ্ধতির উল্লেখ করেছেন।

    #৪_বিয়ের খুতবাঃ এটি এই বইয়ের সর্বশেষ আলোচনা। মূলত পুরো বইয়ের আলোচনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা দেয়া আছে এ পর্ব তে।

    বিয়ের মতো অনবদ্য একটি আশীর্বাদ দুঃসহ বেদনায় পরিনত হবে যদি বিয়ের আগের ও পরের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন না হয়।সুন্দর দাম্পত্য জীবনের কল্যানের প্রভাব ব্যক্তিগত জীবন ছাড়িয়ে সমাজেও ছড়িয়ে পরে।তাই লেখকের প্রত্যাশা___একজন আন্তরিক পাঠক যেন বইটি থেকে প্রাপ্ত শিক্ষা বাস্তবে প্রয়োগ করে সুখী হতে পারে।

    #কেন_পড়বেন_বইটি?

    _আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে চান?
    _ আদর্শ জীবনসঙ্গী পেতে চান?
    _বিবাহের হুকুম আহকাম সম্পর্কে জানা আছে কি?
    _হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান কিন্তু পারছেন না?
    _দাম্পত্য জীবনের দায়িত্ব সম্পর্কে জানা আছে কি?অধিকার সম্পর্কে সচেতন তো?
    _সন্তান লালন-পালনে অনেক পিতামাতাই ব্যর্থ হন,সন্তান লালন-পালনের কৌশল সম্পর্কে জানতে চান?

    তাহলে বইটি পড়তে হবে আপনাকে….

    #ভালো_লাগা,মন্দ লাগা

    যা ভালো লেগেছে,
    _নজরকাড়া প্রচ্ছদ
    _সাবলীল ভাষা
    _আলোচনার বিষয়বস্তু
    _বিবাহ ভীতি দূর হলো

    যা মন্দ লেগেছে,
    বইটি এককথায় অসাধারণ মন্দ লাগার মতো কিছুই নেই।

    #লেখক_সম্পর্কে_দু_লাইন

    লেখক মির্জা ইয়াওয়ার বেগের জন্ম প্রাচ্যে।জীবনের বড় একটা অংশ প্রাচ্যে কাটিয়েছেন তিনি।কর্পোরেট জগতের বহু ডাকাবুকোর গুরু তিনি।আলোকিত মানুষটি যেন এক ভিন্ন চোখে দুনিয়াকে দেখেন

    #শেষ_কথা

    বিয়ে তো প্রায় সবাই করে।কেউ স্বামী হয়,কেউবা স্ত্রী?।
    কিন্তু প্রিয়জন?প্রিয়জন পাওয়া কি এতোই সহজ? অথবা চাইলেই কি কারো প্রিয়জন হওয়া যায়?
    আমাদের পরিবর্তন করতে হবে নিজেকে।ছাড় দেয়া নয় মানিয়ে নিতে হবে নিজেকে।কখনো সময়ের সাথে,কখনো বা পরিস্থিতির খাতিরে অথবা কখনো বা প্রিয়জনের জন্য___আর এই মানিয়ে নেয়ার ক্ষেত্রে বইটি অসীম সহযোগিতার দাবি রাখে।
    বইটি বিবাহিত -অবিবাহিত এমনকি যাদের আমার মতো বিবাহ ভীতি রয়েছে তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ।

    পরিশেষে সবাইকে অনুরোধ, বইটি আপনি নিজে পড়ুন এবং অপরকে পড়ার উৎসাহ দিন। আল্লাহ তায়ালা আমাদের বইটি পড়ার এবং এর অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার তৌফিক দান করুন।

    সকলকে জাঝাকুমুল্লাহ খাইরান।

    [আমি আল্লাহর নিকট আশ্রয় চাই মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে ]

    5 out of 6 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No
Top