মেন্যু
attar : sultanat

আতর : সালতানাত

Sultanat এর ঘ্রাণটা শান্ত এবং এরাবিয়ান ধাঁচের৷ পুদিনা’র ঝক টের পাওয়া যায় একদম শুরুতে, সাথে এলাচি’র ছিটেফোঁটা। তবে দুইজনার কেউই বেয়ারা আচরণ করেনা বরং সীমা’র মধ্যে থেকে স্বাগত জানায় চনমনে তাজাভাব-কে, কাপড় কামড়ে টিকে থাকে শেষ পর্যন্ত। ঠিক যেভাবে সত্যিকারের শাহেনশাহ তার চেহারায় তরতাজা ভাব আর কাজকর্মে অসম্ভব প্রাণশক্তি দেখান ফজর থেকে শুরু করে সারাদিন, জনগণের সামনে ক্লান্তি দেখানো যে দুর্বলতার শামিল..! আধাঘণ্টা পরে টের পাওয়া যায় কাঠ-কাঠ দৃঢ়তা আর মেশকের মোলায়েম স্পর্শ, এরাও একসাথে! রাজ্য টেকাতে শক্তহাতে শত্রু-দমন যেমন দরকার, রাজ্যের অধিবাসীদের সাথে আচরণ হইতে হবে ততখানিই কোমল আর স্নেহমাখা। তবেই সে না আনাচে-কানাচে এদিক ওদিক থেকে ভেসে আসবে সুলতানের জয়জয়কার! বাজারে সুলতান নামের যেই আতরটা পাওয়া যায়, তার সাথে এর মিল আছে খুব। তফাৎ কোথায়? শুরুর যেই ধিমেতালের দামীমশলার ধক সেখানটায়, আর স্থায়ীত্বের স্কেলে বাকিদের থেকে খানিকটা এগিয়েই আছে “সালতানাত”

আতরের স্থায়িত্বকথন:
এই ক্যাটেগরির আতরগুলো ৩-৪ ঘন্টার মতন থাকবে। তবে তা আবহাওয়া, কোন কাপড়ে ব্যবহার করছেন ইত্যাদির উপর নির্ভর করবে। যেমন গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ঘামের কারণে গ্রীষ্ম ও শরতের আবহাওয়ায় আতরের ঘ্রাণ কম স্থায়ী হবে আবার যেসব ঋতুতে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা থাকে সে সময়ের আতরে স্থায়িত্ব তুলনামূলক বেশি পাবেন।
তাছাড়া এই আতরগুলো পুরোপুরি অর্গানিক না হওয়াতে আমরা স্কিনে আতর না মাখতে সাজেস্ট করি। আর স্কিনে আতর বেশিক্ষণ স্থায়ী হয় না। আরেকটি বিষয় না বললেই না। একটি আতর নিয়মিত ব্যবহার করলে আপনি আতরে ঘ্রাণে অভ্যস্ত হয়ে যাবেন। দেখা যাবে আপনি অল্প কিছুক্ষণ পর আতরের ঘ্রাণ আর পাবেন না কিন্তু আপনার চারপাশের মানুষ ঠিকই পাবে।আমাদের প্রতিটা আতরের ঘ্রাণ যার যার ক্ষেত্রে সেরা ও অনন্য। রুচি, পছন্দ ও আতরের প্রকারভেদ অনুযায়ী একেকটি আতর একেকজনের কাছ একেক রকম লাগবে। আবার সব আতরের স্থায়িত্ব সমান হবে না। তবে আমরা চেষ্টা করি যাচাই- বাছাই করে সেরা আতরটিই আপনাদের কাছে নিয়ে আসার।

পরিমাণ Clear
পরিমাণ
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

1 রিভিউ এবং রেটিং - আতর : সালতানাত

5.0
Based on 1 review
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    tahsan ishmam:

    alhamdulillah onk valo akta attar. shobai nite paren. prothome onk chintay chilam kmon hobe. kinto hate peye onk khoshi hoyeche. thank you wafi life. ammar ammu o onk pochondo koreche.
    Was this review helpful to you?
    Yes
    No
Top