Attar : Sicily
ঠিক যেন তুষারের ঘ্রাণ!
যদি কখনো আপনাকে এমন কোনো দেশে নিয়ে যাওয়া হয়। যেখানে সবসময় হতে থাকে তুষারপাত। তুষারের শুভ্রতার চাদর ভেদ করে মাঝেমাঝে ভুল করে উঁকি দেয় সুয্যিমামা, আর ছড়িয়ে দেয় এক পশলা তাজা কিরণ। যেখানে সবুজ হওয়ার আগেই গাছের পাতা আবার শুভ্রতায় হারিয়ে যায়। কখনো কখনো ঘাসেরা তুষারের স্তূপ ভেদ করে উঁকি দেয়। সেখানে নেই কোনো ধূলোবালির চিহ্নটুকুও। যতটুকু যাই খেতে পাওয়া যায় সবই তাজা। সেই তুষারের দুনিয়ায় আপনি কোন ঘ্রাণটাকে সবচেয়ে বেশি মিস করবেন? আমি হলে সেখানে বসে সিসিলিকে খুব বেশি মিস করতাম। সিসিলিকে আমার মনে হয় যেন এটা তুষারেরই ঘ্রাণ।
সিসিলির সবটা জুড়ে আপনি ঠাণ্ডা একটা ঘ্রাণ পাবেন। ফুল, লতা আর লেবুটে ঘ্রাণ দিয়ে শুরুটা হয় এই মশায়ের। মাঝখানের পুরো সময়টা আবার ফুলেল ঘ্রাণে মেতে উঠে, তারপর শেষ হতে হতে কস্তুরি, চন্দনের সাথে ঠাণ্ডা ঠাণ্ডা কিসের যেন একটা ঘ্রাণ মিশে তৈরি হয় অনন্য বাসনা।
Sumaia Mim – :
Tasnim Rahman Maisha – :