আতর : সি এইচ একুয়া
গরমে প্রশান্তির খোঁজ করছেন? ঠিক আপনার জন্যই আমাদের টাটকা ‘জলজ’ সুবাসঃ সি এইচ একুয়া! নামের শুরুতে ‘সমুদ্র’ আর শেষে ‘জল’ এর উপস্থিতি টের পেয়ে বুঝে গেছেন হয়তো, অসম্ভব মাত্রার ফ্রেশনেস এবং নোনাসমুদ্রের উপর দিয়ে বয়ে যাওয়া হৃদয়-বিগলানো বাতাসের প্রতিনিধি সে। মানুষের জটলা আর প্লাস্টিক-ক্যান ছড়িয়েছিটিয়ে থাকা নোংরা সৈকত না ; জনকোলাহল-বিবর্জিত শান্ত সমুদ্রতট ধরে বহুদূর খালিপায়ে হেঁটে যাওয়ার (এতটাই পরিষ্কার!) সাহসিকতা আর পাশ দিয়ে বয়ে চলা নোনাবাতাসের বোতলজাত ককটেল সে! কিছু মানুষ থাকেনা, কোনোরকমের কিপটেমি-কুণ্ঠাবোধ ছাড়াই নিজের যা কিছু আছে সবই বিলায়ে দেয়? লোকের স্মৃতির মধ্যে বেঁচে থাকে যারা? Sea H Aqua তাদেরই একজন! কাপড়ে মাখার পর থেকেই কড়া রোদের সাথে লড়াই চালায়ে যায় সে, সর্বস্ব উজাড় করে দেয়। ঘণ্টাচারেক পরে তাকে তাই আর খুঁজে পাওয়া যায়না। কিন্তু সে জাগরুক থাকে স্মৃতির পাতায়ঃ গত বেশ কিছুক্ষণ যাবত ফ্রেশ সুবাসটা আমাকে এনার্জিতে ভরপুর রেখেছিলো, ঘামের উটকো গন্ধ টের পেতে দেয়নি কাউকে! জাম্বুরা, নোনাবাতাস, আর জীবনে বৈচিত্র্য আনতে অল্পস্বল্প কাঠ-মশলা’র উপস্থিতি — নতুন এই এলকোহলমুক্ত সুবাসকে করেছে বাকিদের থেকে ‘ইট্টুসখানি’ আলাদা। ইনাকে সংগ্রহে রেখে গরমে নিয়মিত ব্যবহারকে আমি ‘বুদ্ধিমানের কাজ’ হিসেবেই চিন্তা করবো।
আতরের স্থায়িত্বকথন:
সামুদ্রিক ঘ্রাণের আতরগুলো ২-৩ ঘন্টা স্থায়ী হবে। তবে তা আবহাওয়া, কোন কাপড়ে ব্যবহার করছেন ইত্যাদির উপর নির্ভর করবে। যেমন গরম, আর্দ্রতা ও অতিরিক্ত ঘামের কারণে গ্রীষ্ম ও শরতের আবহাওয়ায় আতরের ঘ্রাণ কম স্থায়ী হবে আবার যেসব ঋতুতে আবহাওয়া তুলনামূলক ঠাণ্ডা থাকে সে সময়ের আতরে স্থায়িত্ব তুলনামূলক বেশি পাবেন।
তাছাড়া এই আতরগুলো পুরোপুরি অর্গানিক না হওয়াতে আমরা স্কিনে আতর না মাখতে সাজেস্ট করি। আর স্কিনে আতর বেশিক্ষণ স্থায়ী হয় না। আরেকটি বিষয় না বললেই না। একটি আতর নিয়মিত ব্যবহার করলে আপনি আতরে ঘ্রাণে অভ্যস্ত হয়ে যাবেন। দেখা যাবে আপনি অল্প কিছুক্ষণ পর আতরের ঘ্রাণ আর পাবেন না কিন্তু আপনার চারপাশের মানুষ ঠিকই পাবে।আমাদের প্রতিটা আতরের ঘ্রাণ যার যার ক্ষেত্রে সেরা ও অনন্য। রুচি, পছন্দ ও আতরের প্রকারভেদ অনুযায়ী একেকটি আতর একেকজনের কাছ একেক রকম লাগবে। আবার সব আতরের স্থায়িত্ব সমান হবে না। তবে আমরা চেষ্টা করি যাচাই- বাছাই করে সেরা আতরটিই আপনাদের কাছে নিয়ে আসার।
প্রথম রিভিউটি আপনিই লিখুন - "আতর : সি এইচ একুয়া"
পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য