Attar : Joopy
এটি পুরুষের চিরন্তন আবেদনের বহিঃপ্রকাশ। কমলাফুল, দারুচিনি এবং অ্যাম্বারের মিশ্রণ ধারন করেছে পুরুষের তেজস্বি অথচ সংযত ব্যক্তিত্বকে।
ঘ্রাণঃ উডি ওরিয়েন্টাল ঘরানার এই পারফিউমের যাত্রা শুরু হয় কমলা এবং বারগামোটের সিট্রাস সুবাসে। এর ব্যাকগ্রাউন্ডে আছে দারুচিনি দ্বীপ থেকে ভেসে আসা জেসমিন ফুলের সুবাস।
মাঝের এই মিষ্টি নোটের সাথে দারুণ এক ভারসম্য তৈরি করে শেষের স্থায়ী নোট, যেখানে আপনি পাবেন কাঠ ও অ্যাম্বারের আলিঙ্গনের উষ্ণতা।
টপ নোটঃ কমলাফুল, বারগামোট
মিডল নোটঃ দারুচিনি, জেসমিন, অ্যাম্বার
বেইজ নোটঃ চন্দনকাঠ, পাচৌলি, টোংকাবিন
স্থায়িত্ব এবং ব্যবহারবিধিঃ
ইউনিক অ্যান্ড পাওয়ারফুল! সুদীর্ঘ না হলেও টিকে থাকে অনেকটা সময়। তবে এই পারফিউমে “ওলফেক্টিভ ফ্যটিগ” হতে পারে, অর্থাৎ অনেকক্ষন পর আপনার নাক ‘টায়ার্ড’ হয়ে যেতে পারে, আপনি আর গন্ধ পাচ্ছেন না। এতে ভড়কে যাবার কিছু নেই, আপনি না পেলেও অন্যরা ঠিকই ঘ্রাণ পাবে।
ফরমাল মিটিং বা ডিনার পার্টিতে, খোলা জায়গার ইভেন্টে, জুমার সলাতে যাবার সময় মেখে গেলে আপনাকে আলাদা করে চেনা যাবে। শান্ত আবহাওয়ায়, কিংবা সন্ধ্যা বা রাতে একটু উত্তাপ পেতে চাইলে “জুপি” মেখে নিন। দারুণ কাজে দেবে!
প্রথম রিভিউটি আপনিই লিখুন - "Attar : Joopy"
পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য