Attar : Ehsas al Arabia
ঘ্রাণের জগতে এক অতি ভদ্র নাম!
অফিসে পাশে ডেস্কে বসা ভাইটিকে সবাই চেনে অতি সজ্জন মানুষ হিসেবে চেনে। সবার সাথে মিশতে পারার এক অনন্য ক্ষমতা নিয়ে ভাই বড়ো হয়েছেন। ভাইয়ের প্রতিটা জিনিসেই একটা শালীনতার ফিল পাওয়া যায়। পোশাকি নম্রতার পাশাপাশি আচরণও অনেক নম্র। ভাই যখনই ডেস্কে এসে বসেন তখন থেকে ওনার নিজের মতো একটা অতি ভদ্র ঘ্রাণ নাকে এসে লাগে। ডেস্কে এসে বসার পর থেকেই চারপাশটাকে মুগ্ধ করে রাখে ঘ্রাণের এই আবেশ দিয়ে। অফিসের শুরুর দিন থেকেই এই এক ঘ্রাণের বাহিরে অন্যকোনো ঘ্রাণ আসেনি ওনার ডেস্ক থেকে। ওনার ভদ্রতা-নম্রতার সাথে যেন এই ঘ্রাণের অনেক সখ্যতা। একদিনের জন্যও খারাপ লাগেনি এই বাসনাটিকে। একদিন কথায় কথায় নাম জিজ্ঞেস করে জানতে পারি এটা কোনো পারফিউম না, ভাই আতর ব্যবহার করেন। যার নাম এহসাস আল আরাবিয়া। এর ভদ্র-নম্র বাসনা আপনাকেও মুগ্ধ করে ছাড়বে।
চকোলেট পাউডারি একটা ঘ্রাণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আবিষ্ট করে রাখবে।
Anonymous – :