Attar : Dunhil Desire Red
উদ্দীপ্ত পুরুষের যৌবনের জয়গান রচিত হয়েছে এই পারফিউমে। সুগন্ধী কাঠ ও মশলার সংমিশ্রণে তৈরি হয়েছে এমন মিষ্টি এক আবহ যা আত্মবিশ্বাসী যুবকের ব্যক্তিত্বকে করে তোলে আরও আবেদনময়। এক কথায়, এটি উষ্ণ এবং মিষ্টি। এই শীতে আর কী লাগে!
ঘ্রাণঃ ‘ডিজায়ার রেড’ অসাধারণ মিষ্টি ঘ্রাণে ভরপুর। তবে শুরুর পনের-বিশ মিনিট তা কেবল আড়ালেই খেলা করে। এ সময়টায় কচি আপেলের গন্ধ লেবুর সাথে মিশে চনমনে এক পরিবেশ তৈরি করে।
সেকেন্ড নোটে নিজের হৃদয় নিংড়ানো মধুরতা বিলাতে শুরু করে এই পারফিউম। পাচুলির গভীর মেটে গন্ধ সেগুনকাঠ ও গোলাপের মিশ্রণে আশ্চর্য এক মোহময় জগত সৃষ্টি করে।
এ জগত থেকে আপনি বের হয়ে এলেও মিষ্টতা হারিয়ে যাবে না এতটুকু। বরং তা পরবর্তী বেইজ নোটেও স্বমহিমায় সুঘ্রাণ বিলি করতে থাকে। ল্যাবডানাম এবং আগর কাঠের যৌথতার ফল হিসেবে ধীরেধীরে আবির্ভূত হয় কস্তুরির সুবাস, যা এক চিমটি ভ্যানিলার সংযোজনে হয়ে ওঠে আরও মধুময়। শেষতক যা শরীরে লেপ্টে থাকে।
টপ নোটঃ সবুজ আপেল, লেবু, কমলা ফুল
সেকেন্ড নোটঃ গোলাপ, সেগুন কাঠ, পাচুলি
বেইজ নোটঃ ভ্যানিলা, ল্যাবডানাম, আগর কাঠ
প্রথম রিভিউটি আপনিই লিখুন - "Attar : Dunhil Desire Red"
পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য