Attar : Dunhil Desire Blue
শুরুওয়াদঃ গোধুলী বেলায় গাঢ়ো কমলা রঙ এর অস্তায়মান সূর্যটা অবলোকন করছেন আর পরম মমতায় জীবন সঙ্গিনীর হাতে হাত রেখে হাটছেন পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকতে। মুখে নিয়ে দুজনেই চিবুচ্ছেন তাজা কমলালেবু। আহা! কী অদ্ভুত ফিলিংস !!
“ডানহিল ডিজায়ার ব্লু” এর মন মাতানো সুবাস ঠিক এভাবেই কল্পনার জগতে মাতিয়ে রাখবে আপনাকে!!
ঘ্রাণঃ প্রথমে এটা বলতেই হবে যে, বিভিন্ন উপাদানের পারফেক্ট মিশ্রণ হলে কি চমৎকার খুশবু তৈরি হয় তার উৎকৃষ্ট উদাহরণ এই ডানহিল ডিজায়ার ব্লু। কাঠফাটা গরমে দিনে কিংবা রাতে এর পারফরম্যান্স লা-জবাব। আজকাল তো এটা ছাড়া আমার চলেইনা!
লিচু এবং পদ্মের মিশ্রণ ঘটেছে কমলালেবুর সাথে এবং তৈরি করেছে এমন এক সিট্রাসি নোটের যা স্নিফ না করলে বিশ্বাসই করা যাবেনা এমন সুবাস হতে পারে এই জগৎসংসারে। এই ফিলিংস অনুভব করার পরে আপনি নিজেই বলবেন, আমার টাকাটা জলে যায়নি। এটা value for money.
রোজউড মিষ্টি কাঠের সুগন্ধিকে সূক্ষ্মভাবে ছড়িয়ে দেয় আপন মনে সুবাস প্রেমির হৃদয়ের গোপন কোণে এবং কমলালেবুর সৌরভ শীর্ষ নোটগুলোর সাথে নিজেকে পারফেক্টলি ব্লেন্ড করে সুবাসের পারফরমেন্সকে নেক্সট লেবেলে নিয়ে যায়।এছাড়া সামুদ্রিক নোট একে করে দিয়েছে সল্টি এবং মেটালিক।
রোজউড এবং পদ্ম হল এই সুগন্ধের প্রধান নক্ষত্র, অন্য সবাইকে সাইডে ঠেলে দিয়ে তারাই রাজা। অন্যরা পাত্তাই পাচ্ছেনা।
স্থায়িত্বঃ আট থেকে নয় ঘন্টা নিশ্চিন্তে আপনাকে সার্ভিস দিয়ে যাবে। নো টেনশন। অনেকেই বলবে, ভাই ঘ্রাণটা কিন্তু জোস! লজ্জা পাবেন না যেনো
ব্যবহারবিধিঃ দীর্ঘ সময় এবং পর্যাপ্ত ঘ্রাণ পেতে হলে পোশাকের উপরের অংশে মেখে নিন। যেমন, কলারের ভিতরের সামনের অংশে যেখানে চামড়ার স্পর্শ লাগে না। দেখবেন সুবাস লং লাস্টিং হবে। আর হ্যাঁ, সুতি কাপড়ে সুবাস দীর্ঘ সময় থাকে। আমাদের দেশের ওয়েদারে এটি 𝐒𝐮𝐩𝐞𝐫𝐬𝐭𝐚𝐫 𝐏𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞 দিয়ে থাকে।
টপ নোটঃ লিচি, ম্যানডারিন অরেঞ্জ, লোটাস, বারগামোট
মিডল নোটঃ সী নোটস, অরেঞ্জ, রোজ উড
বেইজ নোটঃ টোঙ্কা বিন, মাস্ক, অ্যাম্বা
Anonymous – :
মো: আবিল হোসেন মিলন – :