Attar : Bokul
শুধু গানে নয়, ঘ্রাণেও যার পরিচিতি অনেক!
মানুষ একটা জায়গাকে কতোভাবে মনে রাখে। কতো বিবিধ কারণে মানুষের অন্তরে গেঁথে থাকে স্মৃতিমলিন কিছু স্থান। আচ্ছা! কখনো কী এমন হয়েছে- শুধু একটা ঘ্রাণের জন্য মনে রেখেছেন একটা জায়গাকে? অকৃত্রিম একটা ঘ্রাণ! যেই ঘ্রাণ আপনাকে বিভোর করেছে, আপনাকে মনে রাখতে বাধ্য করেছে অপ্রয়োজনীয় কোনো জায়গাকে। আমার এমন হয়েছে- গ্রামের বিশাল বিল পাড়ি দিয়ে অন্য গ্রামের যাওয়ার পথ। ক্ষেতের আল ধরে ছোটো ছোটো পা ফেলে হেঁটে চলছি, মাথার উপর রাগন্ত সুয্যি মহাশয় যেন চোখ গরম করে আমাকে দেখছেন। বুকের ভেতরটা শুকালো বলে অবস্থা। চোখের সামনে ভাসছে কিছু ডালপালামেলা গাছের আড্ডখানা। দ্রুত পা চালিয়ে এসে দেখি খুব ছোটো পরিসরে বেড়ে উঠেছে কিছু গাছ। মানুষের হাত লাগার অভাবে স্থানটা খুব বেশি সবুজ, গাছগুলোর ছায়াও যেন সবুজ প্রাণবন্ত। তারমাঝে একটা বকুল গাছ ঘ্রাণ বিলাচ্ছে সদর্পে। তখন মনে হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ ঘ্রাণ যেন এটাই। সেই ছোটো সবুজ ডিবিটাকে এখনো মনে পড়ে শুধু ঘ্রাণের কারণেই। সেই ঘ্রাণ এখনো পাই, শুধু ডিবিটাকে পাই না।
এখন শিশিভর্তি বকুল যখন হাতে, জামায় মাখি মনে পড়ে সেই ডিবিটাকে। আচ্ছা বকুল কি শিশিভর্তি হয়? হাতে-জামায় মাখানো যায়? হুম! অবশ্যই। কারণ এই বকুল তো আতর। তাই শিশিতেই পাবেন একে, নিজেকে রাঙাতে স্মৃতির ঘ্রাণে।
-
-
Attar : Jannat Al Firdous
245 ৳ – 650 ৳জান্নাতুল ফিরদাউস (অ্যালকোহল ফ্রি) জান্নাতুল ফিরদাউস” আতরের ...
-
প্রথম রিভিউটি আপনিই লিখুন - "Attar : Bokul"
পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য