Attar : Bleu de Chanel
ঘ্রাণ নয় যেন কাশফুলের নরম ছোঁয়া!
ধূলোঝড়ের বুক ছিড়ে হেটে আসা মানুষটিকে দেখে আপনি অবাকই হলেন বটে। একটু আগের উঠা ঝড়ে সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। ঝড়ো হাওয়ায় চোখেমুখে এসে লাগছে বালির ঝাপটা। সবাইকে অবাক করে রাস্তার মাঝখান ধরে হেটে আসছে মানুষটি। মুখে প্যাচানো কুফিয়াহ, চোখে লাগানো নরমাল গ্লাস, ঝড়ো হাওয়ায় বুকসমান দাঁড়িগুলো যেন বুকটাকে জাপটে ধরে আছে। মনে হচ্ছে যেন রাস্তার রাজত্ব হাতে নিয়ে মরুঝড় সাইমুমের সাথে যুদ্ধে নেমেছে লোকটি। হঠাৎ খেয়াল করলেন আপনি যে টঙ দোকানে আশ্রয় নিয়েছেন ঝড় থেকে বাঁচতে, সেদিকেই আসছে রাস্তার রাজা। হাঁটতে হাঁটতে ঠিক আপনার সামনে এসে দাঁড়ালো লোকটি। সালাম দিয়ে পাশে বসার অনুমতি চাইলো। পাশে বসতেই নাকে এসে লাগলো এক অনন্য সুবাস। বালিঝড়েও চিল মুডে চলে গেলেন খানিকের জন্য। জড়তাকে সিকেয় তুলে সব উপেক্ষা করে সুবাসটির নাম জানতে চাইলেন। সৌম্যদর্শন লোকটি গাম্ভীর্যের সাথে উত্তর দিলো- ব্ল্যু ডি শ্যানেল।
যেই ঘ্রাণ নিয়ে বালি ঝড়ের বিরুদ্ধে যুদ্ধের এই গল্প। আসলেই সেটা সবকিছুকে উপেক্ষা করে আপনাকে চিল মুডে নিয়ে যাবে? চলুন দেখে নিই কী বলে তার ঘ্রাণ।
পুদিনা আর লেবুর রসের মিশ্রণ নাকের সামনে ধরলে যেমনটা লাগবে, ঠিক তেমনই ফ্রেশ একটা মিশ্রণ দিয়ে শুরু হবে এর বাসনা। সময়ের সাথে সাথে সেই ঘ্রাণ পরিবর্তিত হবে দেবদারু আর চন্দনের কাষ্ঠল মিষ্টি ঘ্রাণে, তারও কিছু সময় পরে এগুলোর সাথে মিশবে ল্যাভেন্ডারের মোলায়েম অনুভূতি।
প্রথম রিভিউটি আপনিই লিখুন - "Attar : Bleu de Chanel"
পাঠক অথবা ক্রেতাদের মন্তব্য