মেন্যু
আতর : বাখুর আল অ্যারাইজ

Attar : Bakhoor Al Arais

খালি চোখে দেখা যায় না। তবে অনুভব করা যায়। সেই অনুভব সৌরভের, সতেজতার। সুগন্ধির মজা এখানেই। নিজের উপস্থিতি জানান দেবে। আপনি তো বটেই অন্যরাও তা টের পাবে—নিশ্বাসে, অনুভবে। উডি (কাঠ) ঘরানার সুগন্ধি যাঁরা পছন্দ করেন তাঁরা প্রকৃতি ও গাছ ভালোবাসেন। রুচিকর এবং অভিজাত, শান্ত চরিত্রের মানুষেরা সবাইকে জানিয়ে দেন তাঁদের পছন্দ উষ্ণ ও পার্থিব অনুভূতি।

প্রচন্ড গ্রীষ্মের খরতাপে ওষ্ঠাগত প্রাণ যখন নীল সমুদ্রের তীরে বিলাসবহুল পাঁচ তারকা রিসোর্টে আয়েশ করার সুযোগ পায়, তখন কেমন অনুভূতি হয়? সেই ফিলিংসকে বোতলজাত করা হয়েছে এই পারফিউমে।

বাখুর আল আরাইসের সুগন্ধির দরিয়ায় অবগাহন করতে আপনি প্রস্তুত তো?!

ঘ্রাণের সাতকাহনঃ সৌর রশ্মির উষ্ণতার আলতো ছোঁয়া এবং সবুজ অরণ্যে পরিবেষ্টিত উদ্যানের ন্যায় অপূর্ব সজীবতার সমাহার ঘটেছে এই অ্যারাবিয়ান বাখুরে। । ভ্যানিলা এবং মশলার সহজাত মিথস্ক্রিয়া প্রাণবন্ত সুবাস তৈরিতে সফলতা অর্জন করে এবং একইসাথে তীক্ষ্ণ উডি নোট আপনার চারপাশে সুবাসের প্রশস্ত বলয় তৈরি করে দিবে। ব্যাকগ্রাউন্ডে টক মিষ্টি আনারস সন্ধি পাতায় তুলতুলে মসৃণ জামের সাথে। এ এক রোম্যান্টিক সন্ধি ! বুঝতে হবে ব্যাপারটা

সুগন্ধযুক্ত আগরকাঠের নির্যাস, উষ্ণ জাফরান, প্রাণবন্ত জেসমিন এবং ঐতিহ্যবাহী গোলাপের স্নিগ্ধতা হৃদয়কে আবৃত করে রাখে সারাক্ষণ । যা একে এনে দেয় দুর্দান্ত অরিয়েন্টাল পরিচিতি। মাঝের সময়টাকে আন্দোলিত করে রাখে দুর্দান্ত গতিতে ছড়িয়ে পরা উষ্ণ শামামাতুল আম্বার। এর মনকাড়া সুবাস বেইজ নোটের সাথে একটি সংযোগ স্থাপন করে।

স্যান্ডেলউড এবং সিডারউডের দুর্দান্ত এক ফিউশনে তৈরি হয় ধোয়াটে এবং মনমুগ্ধকর ঘ্রাণের শৈল্পিক সৌধ। উষ্ণতায় আবৃত মিষ্টি কস্তুরী এবং রোমাঞ্চকর অ্যাম্বার মিলিত হয়ে এনিমেলিক নোটের আলোড়ন তৈরি করে দেয় যা দীর্ঘ সময় আপনার নাসিকায় খেলা করবে স্বতঃস্ফূর্ততায়। এই সুবাসের তীব্রতা সময় অতিবাহিত হবার সাথে সাথে আরো স্ট্রং হতে থাকে।

ব্যবহার এবং স্থায়িত্বঃ সব ঋতুতেই ব্যবহারের জন্য বাখুর আল আরাইস একটি চমৎকার পারফিউম ওয়েল, তবে প্রচন্ড গরমে এটি আপনাকে সুবাসিত রাখবে বীরদর্পে।

ছেলে ও মেয়ে (ইউনিসেক্স) উভয়ই ব্যবহার করতে পারবেন। বিবাহিত কাপলদের জন্য বেস্ট চয়েস হতে পারে বাখুর আল আরাইস

দীর্ঘ সময় সার্ভিস দেয়ার ব্যাপারে এর সুনাম রয়েছে। প্রভাতে স্নানের পরে একবার মেখে নিন আর সুবাসিত থাকুন দিনভর।

টপ নোটঃ ভেনিলা, স্পাইসি নোটস, আনারস
মিডল নোটঃ আগরকাঠ, জাফরান, গোলাপ, জেসমিন, শামামাতুল আম্বার, সিডার
বেইজ নোটঃ স্যান্ডালউড, সিডারউড, আম্বার, কস্তুরি

পরিমাণ Clear
পরিমাণ
পছন্দের তালিকায় যুক্ত করুন
পছন্দের তালিকায় যুক্ত করুন
Get it on Google Play

1 রিভিউ এবং রেটিং - Attar : Bakhoor Al Arais

5.0
Based on 1 review
5 star
100%
4 star
0%
3 star
0%
2 star
0%
1 star
0%
 আপনার রিভিউটি লিখুন

Your email address will not be published. Required fields are marked *

  1. 5 out of 5

    mostakimcoxbd123:

    Good কোয়ালিটি
    4 out of 4 people found this helpful. Was this review helpful to you?
    Yes
    No