Attar : Ameer Al-Oud
আমির আল অউদ সাহেবকে ভিন্নধর্মী অউদের আমির বললেও ভুল হবে না৷ তবে উনি ঠান্ডা এবং মিষ্টি মেজাজের আমির৷ বদরাগীও না আবার খুব কোমল মনেরও নন।
শুরু থেকেই অউদের মন মাতানো সুবাস রাজকীয়ভাবে ছড়িয়ে পড়ে ঘ্রাণ প্রেমির মন ও মননে। সময়ের সাথে সাথে সে যেনো আরো জোরালো ভূমিকা পালনে ব্যস্ত হয়ে ওঠে। অউদের এই একচ্ছত্র আধিপত্যে হানা দেয় ভ্যানিলার মিষ্টি সুবাস এবং সহযোগী হিসেবে আছে কাঠের শরীর থেকে নিঃসৃত এক অদ্ভূত সুগন্ধি যা মোহাচ্ছন্ন করে রাখে ব্যবহারকারীকে।
খানিকবাদে চিনি এবং ল্যাবডানামের মিশ্রণে আমির সাহেব হয়ে উঠেন শান্তিদায়ক মিষ্টি সুবাসের ভান্ডার। অউদ ঘ্রাণ প্রেমীদের জন্য এটি একটি নতুন অনুভূতি। বলতে পারেন, এ এক নতুন আবিষ্কার!!
দীর্ঘস্থায়ী সুবাস প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে অবস্থান করে “আমির আল অউদ”। বিশেষ করে উইন্টার সিজনে এটি আরও চমকপ্রদ। এই আমির সাহেব আপনার কালেকশনে আছে তো?
Anonymous – :