Attar : Acqua di Gio
চিরসবুজ এক ঘ্রাণ! গত ৩ দশকের শ্রেষ্ঠ সুগন্ধিগুলোর সামনের সারিতে নিজের অবস্থান পাকা করে নিয়েছে “আকুয়া ডি জো”। রুচিশীল পুরুষের পছন্দের তালিকায় যুগ-যুগ ধরে তার গর্বিত উপস্থিতি আছে এবং থাকবেও আরও বহুকাল!
ঘ্রাণঃ
এই পারফিউমে রয়েছে এমন প্রাকৃতিক সুবাস যা আপনাকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাবে সমুদ্রের কাছাকাছি। দারুণ এক সতেজতা এবং সূর্যের উষ্ণতায় ভরে যাবে আপনার তনু-মন।
শুরুতে তাজা সিট্রাসের ঘ্রাণে পরিবেশটা সুবাসিত হয়। একটু দুরেই কোথায় যেন ফুলের একটা মিষ্টি ফ্লেভারও টের পাওয়া যায়! ধীরেধীরে জেসমিন এবং রোজমেরি ফুলের গন্ধ স্পষ্ট হয়ে আসে। সেকেন্ড নোট থেকে পরের দিকে সমুদ্রের ছোঁয়া মিশে যায় ধনিয়ার মসলাদার এবং পাচৌলির কাঠের নোটের সাথে। ঘ্রাণের এই মিশ্রণ তৈরি করে পৌরষদীপ্ত এক আবেদন যা শেষতক গায়ে লেপ্টে থাকে।
স্থায়িত্ব এবং ব্যবহারবিধিঃ
পারফিউমটি শান্ত স্বভাবের। ঘ্রাণ খুব দূরে না গেলেও কাছে থাকা মানুষগুলো ঠিকই মুগ্ধ হবে। ৫-৬ ঘন্টা সময় ভালোভাবেই ঘ্রাণ টিকে থাকে।
তরুণ এবং যুবক পুরুষদের পছন্দের পারফিউম এটি। অফিসের পরিবেশে এটি বেশ মানানসই। তবে এই পারফিউমের একটা বিশেষত্ব হল, আপনি যদি এমন কোন পারফিউম কিনতে চান যা সব জায়গায়, সব পরিবেশে ব্যবহার করা যায়, তাহলে “আকুয়া ডি জো” হতে পারে আপনার পারফেক্ট চয়েস।
টপ নোটঃ বার্গামোট, সবুজ কমলা
সেকেন্ড নোটঃ জেসমিন, রোজমেরি, ধনিয়া
বেইজ নোটঃ পাচৌলি, মাস্ক
MD RAFID WASHIR – :