বিকাশ ক্যাশব্যাক অফার

বিকাশ ১০% ক্যাশব্যাক

টার্মস এন্ড কন্ডিশন
  1. বিকাশ ক্যাশব্যাক অফার চলবে ২০ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ইন শা আল্লাহ।
  2. সর্বনিন্ম ৬০০ টাকার অর্ডারে একজন গ্রাহক ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
  3. পুরো ক্যাম্পেইন জুড়ে একজন গ্রাহক একটি নাম্বার থেকে সর্বোচ্চ ১৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  4. একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  5. ওয়াফিলাইফ এইক্ষেত্রে একটি মার্চেন্ট মাত্র। তাই বিকাশের এই ক্যাম্পেইনে যেসকল গ্রাহক অংশগ্রহন করছেন, ওয়াফিলাইফের বাহিরে অন্য কোনো মার্চেন্ট থেকে তারা যদি ১৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে থাকেন, আর তা যদি ওয়াফিলাইফ এর চলতি অফারের সময়কালের মধ্যে হয়, তাহলে ওয়াফিলাইফে নতুন করে ক্যাশব্যাক পাবেন না। তবে অন্য মার্চেন্ট থেকে ১৫০ টাকার কম ক্যাশব্যাক পেলে ওয়াফিলাইফে আংশিক ক্যাশব্যাক পাবেন।
  6. তবে একজন গ্রাহক চাইল অন্য কোনো বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করে ক্যাশব্যাক পেতে পারবেন।
  7. কোন কারণে অর্ডার ক্যানসেল করলে ওয়াফিলাইফ কর্তৃপক্ষ আপনাকে ক্যাশব্যাকের অ্যামাউন্টটি বাদ দিয়ে অর্ডারের পেমেন্ট রিফান্ড করবে।
  8. বিকাশ কিংবা ওয়াফিলাইফ কর্তৃপক্ষ কখনো আপনার পিন নম্বর, সিক্রেট কোড, অথবা সিকিউরিটি কোড জানতে চাইবেন না। সুতরাং কাউকে এই ধরণের তথ্য দিবেন না।
  9. ওয়াফিলাইফ কর্তৃপক্ষ যেকোনো সময় অফারটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার অধিকার রাখেন।

যেকোনো সমস্যায় যোগাযোগ করুন 09678 77 13 65 নাম্বারে (9AM- 6PM) অথবা ম্যাসেজ https://www.facebook.com/wafilife/

  • বিকাশ পেমেন্টের নিয়মাবলীঃ

  • পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 017 0707 2632 (মার্চেন্ট) নাম্বারে "PAYMENT/পেমেন্ট" অপশন সিলেক্ট করে অর্ডার মূল্য পাঠাবেন ।

    REFERENCE বক্সে অবশ্যই অর্ডার নাম্বার দিবেন (আবশ্যক)***

    কাউন্টার বক্সে 1 দিবেন। বিকাশ অ্যাপ থেকে পাঠালে কাউন্টার লাগেনা।

    হেল্পলাইন: 09678 77 13 65

Make your online shop easier with our mobile app

Wafilife makes Islamic shopping easy—order authentic books, gifts, and lifestyle products delivered straight to your doorstep.

Play Store