মেন্যু

কিভাবে কেনাকাটা করবেন ?

১. আপনার পছন্দের বইটি খুঁজে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ব্রাউস করুন। সার্চ অপশনে আপনার কাঙ্খিত বইটির নাম লিখুন।

২. সার্চ করা মাত্র আপনার পছন্দের বইটি ছবিসহ চলে আসবে যেখানে বই সংক্রান্ত বিস্তারিত সবকিছু দেখা যাবে।

৩.  আপনার পছন্দের পণ্যটি কেনার জন্য ক্রয় করুন বাটনে ক্লিক করুন, ফলে পণ্যটি আপনার শপিং ব্যাগ এ জমা হয়ে যাবে।

৪. আপনি যদি আরও পণ্য কিনতে আগ্রহি হন তবে আরও কিনুন অপশনটি নির্বাচন করুন অথবা পূর্বের প্রক্রিয়াটি পুনরায় করুন অথবা ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরবর্তী ধাপ গুলি অনুসরন করুণ।

৫. আপনার কাঙ্ক্ষিত বই গুলো ক্রয় করা হয়ে গেলে “অর্ডার সম্পন্ন করুন” বাটনে ক্লিক করুন।

width=549

৬.এবার নতুন একটি উইন্ডোতে আপনার নাম, ঠিকানা, জেলা, ইমেইল, ফোন নম্বর ও নোট (যদি থাকে) চাওয়া হবে। পাশাপাশি আপনার অর্ডারের বইগুলো এবং তার মূল্য ডেলিভারি চার্জসহ দেখানো হবে।

৭.তথ্য দেয়া হয়ে গেলে আপনার কাছে মূল্য পরিশোধ পদ্ধতি জানতে চাওয়া হবে। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে। তবে চাইলে বিকাশে পূর্বেই পেমেন্ট করে দেয়া যাবে। আর ঢাকার বাইরে থেকে অর্ডার করলে ডিফল্ট ভাবে “বিকাশ” পেমেন্ট নির্ধারিত হয়ে যাবে।

৮.অর্ডারটি সম্পন্ন করার জন্য “ অর্ডার সম্পন্ন করুন ” বাটন-এ ক্লিক করুন ।

৯.আপনার ক্রয় প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন হয়েছে। আপনার ইমেইল ঠিকানায় ক্রয়ক্রিত পণ্যের বিস্তারিত তথ্য দিয়ে নিশ্চিত করন বার্তা পাঠিয়ে দেওয়া হবে।

১০. এর পরের ধাপে আমরা আপনাকে ফোন করে অর্ডারটি কনফার্ম করে নিবো। কোন কারণে ফোনকল রিসিভ না হলে আমরা একটি ম্যাসেজ মোবাইলে দিয় দিব অর্ডার নম্বর সহ। পরবতীতে আপনি আপনার সুবিধামত সময়ে ফোন করে অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারবেন।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।