কুপন ব্যবহারের নিয়মাবলীঃ
-
যেই বই বা বইগুলো কুপনের জন্য নির্বাচন করেছেন তা কার্টে এড করুন।
বই এড করা শেষে, শপিং ব্যাগ বাটনে ক্লিক করে কার্ট পেইজে চলে যান।
উপরে আপনারা শপিং ব্যাগ বা কার্ট পেইজটি দেখতে পাচ্ছেন। এই পেইজ থেকে “প্রোমো কোড থাকলে এখানে ক্লিক করুন” বাটনে ক্লিক করুন।
একটি ডায়ালগ বক্স আসবে সেখানে সঠিক বানানে কুপনটি লিখে, প্রয়োগ করুন বাটনে ক্লিক করুন।
ঐ পেইজেই দেখবেন কুপনটি এপ্লাই হয়ে গিয়েছে এবং আপনি যে অতিরিক্ত ডিসকাউন্ট পেয়েছেন তা শো করছে।
এইবার চেক আউট পেইজে গিয়ে নির্ধারিত ফর্মটি ফিলাপ করে আপনার অর্ডারটি সম্পন্ন করে ফেলুন।