মেন্যু

বিকাশ 10% ক্যাশব্যাক

টার্মস এন্ড কন্ডিশন
  1. বিকাশ ক্যাশব্যাক অফার চলবে ২০ মার্চ থেকে ২২ এপ্রিল ২০২৩ ইন শা আল্লাহ।
  2. যেকোনো মূল্যের অর্ডারে একজন কাস্টমার ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
  3. পুরো ক্যাম্পেইন জুড়ে একজন কাস্টমার একটি নাম্বার থেকে সর্বোচ্চ ৩০০ টাকার ক্যাশব্যাক পেতে পারবেন।
  4. একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
  5. ক্যাশব্যাক অফারটি বিকাশের একটি কম্বাইন্ড ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত। এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী অন্যান্য মার্চেন্ট থেকে আপনি ক্যাম্পেইন চলাকালীন সময়ে ৩০০ টাকা ক্যাশব্যাক পেয়ে থাকলে ওয়াফিলাইফে আর ক্যাশব্যাক পাবেন না। অন্যান্য মার্চেন্ট থেকে ৩০০ টাকার কম ক্যাশব্যাক পেলে আমাদের এখানে আংশিক ক্যাশব্যাক পাবেন।
  6. তবে একজন গ্রাহক চাইল অন্য কোনো বিকাশ নাম্বার থেকে পেমেন্ট করে ক্যাশব্যাক পেতে পারবেন।
  7. কোন কারণে অর্ডার ক্যানসেল করলে ওয়াফিলাইফ কর্তৃপক্ষ আপনাকে ক্যাশব্যাকের এমাউন্টটি বাদ দিয়ে অর্ডারের পেমেন্ট রিফান্ড করবে।
  8. বিকাশ কিংবা ওয়াফিলাইফ কর্তৃপক্ষ আপনার কাছে আপনার পাসওয়ার্ড কিংবা পিন চাবে না। সুতরাং কাউকে এই ধরণের তথ্য দিবেন না।
  9. ওয়াফিলাইফ কর্তৃপক্ষ যেকোনো সময় অফারটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজন ও বাতিল করার অধিকার রাখেন।

যেকোনো সমস্যায় যোগাযোগ করুন 09678 77 13 65 নাম্বারে (9AM- 6PM) অথবা ম্যাসেজ https://www.facebook.com/wafilife/

  • বিকাশ পেমেন্টের নিয়মাবলীঃ

  • পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 017 0707 2632 (মার্চেন্ট) নাম্বারে “PAYMENT/পেমেন্ট” অপশন সিলেক্ট করে অর্ডার মূল্য পাঠাবেন ।

    REFERENCE বক্সে অবশ্যই অর্ডার নাম্বার দিবেন (আবশ্যক)***

    কাউন্টার বক্সে 1 দিবেন। বিকাশ অ্যাপ থেকে পাঠালে কাউন্টার লাগেনা।

    হেল্পলাইনঃ 09678 77 13 65