● রিভিউ হবে ১০ মার্চ ২০২১ পর্যন্ত।
● রিভিউ লেখা যাবে কালান্তরের যেকোনো বই নিয়ে।
● রিভিউ বা মন্তব্য একদম নতুন হবে। আগে কোথাও প্রকাশ করেছেন, এরকম রিভিউ প্রতিযোগিতায় বাতিল বলে গণ্য হবে। তবে যেকোনো রিভিউ বা মন্তব্য ওয়েবসাইটে করতে কোনো বাধা নেই।
● রিভিউটি সর্বনিম্ন ২৫০ ও সর্বোচ্চ ৮০০ শব্দের মধ্যে হতে হবে।
● রিভিউ অবশ্যই ওয়াফি লাইফের ওয়েবসাইটে থাকা বইয়ের ছবির নিচে রিভিউ সেকশনে সাবমিট করতে হবে। রিভিউ সাবমিট করার সময় রেটিংও সিলেক্ট করে দিবেন।
কালান্তরের সকল বইয়ের লিংকঃ https://wafi.life/kalanto
● পাশাপাশি রিভিউটি নিজের ওয়ালে ও কালান্তর গ্রুপে পাবলিকলি পোস্ট করতে হবে। বইয়ের ছবি ও নিচের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
#কালান্তর_ওয়াফিলাইফ_রিভিউ_প্রতিযোগিতা কালান্তর গ্রুপের লিংকঃ https://www.facebook.com/groups/kalantorpatokforum
● যেহেতু এটি একটি রিভিউ প্রতিযোগিতা, তাই এখানে রিভিউ লেখকের কথাই বেশি প্রাধান্য পাওয়ার দাবি রাখে। উপরন্তু পাঠকের বোঝার সুবিধার্থে বই থেকে কিছু লাইন নেওয়া যাবে। তবে খুব বেশি হলে দৃষ্টিকটু হবে। আর বইয়ের লাইন যুক্ত করলে অবশ্যই কোটেশন মার্কের ভেতর দিতে হবে এবং উল্লেখ করে দিতে হবে বই থেকে নিচ্ছেন। রেফারেন্স ব্যতীত বইয়ের ভূমিকা/সম্পাদকের কলাম কপি করে রিভিউ হিসেবে চালিয়ে দিলে পুরস্কারের জন্য সেটা বিবেচিত হবে না।
● একজন পাঠক যত খুশি তত রিভিউ লিখতে পারবেন। তবে ভালো রিভিউ অগ্রাধিকার পাবে।
● প্রতিযোগিতা শেষ হলে রিভিউ বাছাইয়ের মাধ্যমে সুবিধামতো সময়ে পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ।
● যারা রিভিউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা সবাই নিজের মেইল, নিজের ফেসবুক পোস্টের ও কালান্তর গ্রুপের পোস্টের লিংক দিয়ে নিচের পোস্টে কমেন্ট করবেন।
https://rebrand.ly/kalantor-review-post
● বিজয়ীদের মনোনীত করার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিচারকের মূল্যায়নই শেষ কথা বলে বিবেচিত হবে।
● পুরস্কার ঘোষণার পর আপনার উপহার ওয়াফি লাইফ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
.
কী কী থাকছে পুরষ্কার:
১ম পুরস্কার : ৩০০০ টাকার বই, (এক জন)
২য় পুরস্কার : ২০০০ টাকার বই, (তিন জন)
৩য় পুরস্কার : ১৫০০ টাকার বই, (তিন জন)
৪র্থ পুরস্কার : ১০০০ টাকার বই, (পাঁচ জন)
৫ম পুরস্কার : ৫০০ টাকার বই, (পাঁচ জন)
৬ষ্ঠ পুরস্কার : ৩০০ টাকার বই, (দশ জন)
এ ছাড়া আরও ৪০ জন ১৫০ টাকার বই পাবেন।
বিজয়ীরা সমমূল্যের কালান্তরের বই ওয়াফি লাইফ থেকে বিনামূল্যে অর্ডার করে নিতে পারবেন।
সঙ্গে পাবেন ওয়াফি লাইফ থেকে ফ্রি শিপিং সুবিধা। সব মিলিয়ে থাকছে ৩০,০০০৳+ টাকার পুরস্কার।